পাতা:ভারতী ১২৮৫.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\s ** প্রতিশোধ । { ভারতী শ্রা ১২৮৪ পোড়েছে দীপের অফুট আলোক, আঁধার মুখের পরে, সে মুখের পানে, চাহিয়া বালক, ীিড়ায়ে ভাবন ভরে, দেখিছে পিতার, অসাড় অধরে, যেন অভিশাপ লিখা, স্ফরিছে আঁধার নয়ন হইতে, রাগের অনল শিখা ঘুম হ’তে যেন চমকি উঠিল সহসা নীরব ঘর, মুমূর্ব কহিল, বালকে চাহিয়া, সুধীর গভীর স্বয়— “শোনো বৎস শোনো, অধিক কি কব, আসিছে মরণ বেলা, এই শোণিতের প্রতিশোধ নিতে, না করিবে অবহেলা ।” এতেক বলিয়া, টানি উপাড়িল, - ছুরিকা হৃদয় হোতে, ঝলকে ঝলকে, উছসি অমনি, শোণিত বহিল স্রোতে, কহিল—‘এই নে, এই নে ছুরিকা — তাহার উরস পরে, যতদিন ইহ, ঠাই নাহি পায়, থাকে যেন তোর করে ! হা হু ক্ষত্ন দেব, কি পাপ করেছি— এ তাপ সহিতে হ’ল, ঘুমাতে ঘুমাতে, বিছানায় পড়ি, জীবন ফুরায়ে এল ঐ ! নয়নে জ্বলিল দ্বিগুণ আগুণ, - কথা-হোঁয়ে গেল রোধ, . শোণিতে লিখিল ভূমির উপরে— “প্রতিশোধ প্রতিশোধ ” পিতার চরণ, পরশ করিয়া, ছু ইয়া কৃপাণ খানি, আকাশের পানে, চাহিয়া কুমার, কহিল শপথ বাণি!— “ছুইমু কৃপাণ, শপথ করিয়; শুন ক্ষত্র-কুল-প্রভূ, এর প্রতিশোধ, তুলিব তুলিব, অন্যথা মহিবে কভু ! সেই বুক ছাড়া, এ ছুরিকা অার, কোথান বিরাম পাবে, তার রক্ত ছাড়া, এই ছুরিকার, তৃষা কভু নাহি যাবে।” রাখিলা শোণিত মাথা সে ছুরিকা, বুকের বসনে ঢাকি । 露 ক্রমে মূমুর্ষর ফুরাইল প্রাণ, মুদিয়া পড়িল আখি ॥ बभिtझ কুমার, প্রতি দেশে দেশে, বুঢ়াতে छु। ४