পাতা:ভারতী ১২৮৫.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^* -- প্রতিশোধ । , (ভারতা শ্রী ১২৮ ৷ যুবার জ্বয়ে পড়িছে জড়ায়ে ক্রমেই প্রণয়-পাশ। শোণিতে লিখিত শপথ আখর, মন হোতে গেল মুছি। ছুরিকা হইতে রকতের দাগ কেনরে গেলন ঘুচি। कल************* তৃতীয় পরিচ্ছেদ । মালতী বালার সাথে কুমারের আজি বিবাহ হুবে কানন আজিকে হুতেছে ধ্বনিত সুখের হরষ রবে । মালতীর পিতা প্রতাপের দ্বারে কাননবাসীরা যত, ” গাইছে নাচিছে হরষে সকলে, যুবক রমণী শত । কেহব গাখিছে ফুলের মালিক, গাঁহিছে বনের গান, মালতীরে কেহ ফুলের ভূষণ হরষে করিছে দান । ফুলে ফুলে কিবা সেজেছে মালতী এলায়ে চিকুর পাশ–? সুখের অভিায় উজলে নয়ন অধরে সুখের হাঁস । আইল কুমার বিবাহ সভায় মালতীরে লয়ে সাথে, মালতীর হাত লইয়া প্রতাপ সঁপিল যুবার হাতে । ওকিও–ওকিও--সহসা প্রতাপ বসনে নয়ন চাপি, মূরছি পড়িল ভূমির উপরে থর থর থর কপি { মালতী বালিকা পড়িল সহগ মৃরছি কাতর রবে ! বিবাহ-সভায় ছিল যারা যারা ভয়ে পলাইল সবে । সভয়ে কুমার চাহিয়া দেখিল জনকের উপছায়— আগুনের মত ছুনয়ন জ্বলে শোণিতে মাখানে কায়-- কিকথা বলিতে চাহিল কুমার ভয়ে হ’ল কথা রোধ, জলদ-গভীর-স্বরে কে কহিল “প্রতিশোধ—প্রতিশোধ— 霹 হা রে কুলাঙ্কার ! অক্ষত্র পস্তান, এই কিরে তোর কায ? শপথ ভুলিয়া কাহার মেয়েরে, বিবাহ করিলি অাজ । ক্ষত্রধৰ্ম্ম যদি প্রতিজ্ঞা পালন, হয়, কুলাঙ্গার, তবে এচরণ ছুয়ে যে জাঙ্গ লইলি সে আজ্ঞা পালিবি কবে ,