পাতা:ভারতী ১২৮৫.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نفر ভারতী শ্রী ১২৮৫) প্রতিশোধ । - - ১৬৯ ৷ নহিলে যদিন রহিবি ৰাচিয়া । সহসা সভয়ে জাগিয়া উঠিন্থ দহিবে এমোর ক্ৰোধ ।” শুনিয়া কাতর বাণী । নীরব সে গৃহে ধ্বনিল আবার •- - “প্রতিশোধ-প্রতিশোধ”— · চাহি চারিদিকে—মেধিস্থ বিস্ময়ে - পিতার হৃদয় হোতে- । বুকের বসন হইতে কুমার শোণিত বহিছে, শয়ন তাহার ছুরিকা লইল খুলি ভাসিল শোণিত-শ্রোতে । ধীরে প্রতাপের বুকের উপরে যে ছুরি ধরিল তুলি। কহিলেন পিতা অধিক কি কব আসিছে মরণ বেলা— অধীর হৃদয় পাগলের মত, এই শোণিতের প্রতিশোধ নিতে থর থর কাপে পাণি— না করিবে অবহেলা । কতবার ছুরি ধরিল সে বুকে কতবার নিল টানি । হৃদয় হইতে টানিয়া ছুরিকা দিলেন আমার হাতে মাথার ভিতরে ঘুরিতে লাগিল আধার ছইল বোধ— নীরব সে গৃহে ধ্বনিল আবার “প্রতিশোধ প্রতিশোধ ।” ক্রমশঃ চেতন পাইল প্রতাপ মালতী উঠিল জাগি । চারিদিক চেয়ে বুঝিতে নারিল এসব কিসের লাগি । কুমার তখন কহিলা স্বধীরে চাহি প্রতাপের মুখে প্রতি কথা তার অনলের মত লাগিল তাছার বুকে । “একদ গভীর বরষা নিশীথে ; নাই জাগি জন প্রাণী


সে অবধি সেই বিষম ছুরিক। রাখিয়াছি সাথে সাথে । করিমু শপথ ছুইয়া কৃপাণ শুন ক্ষত্র-কুল-প্রভূ এর প্রতিশোধ তুলিব—তুলিব না হবে অন্যথা কভু । কি তাছার নাম জনিতাম নাকে । ভ্ৰমিকু সকল গ্রাম—- অধীরে প্রতাপ উঠিল কহিয়া "প্রতাপ তাহীর নাম ! এখনি-এখনি ওই ছুরি তব বসাইয়া দেও বুকে । যে জ্বালা হেথার জ্বলিছে—কেমনে কব তাহ এক মুখে #, ,