| उात्रडो अ। মৎস ) - כולל স্যাকসন জাতি ওজায়ে স্যাক্সন লাহিত্য। স্যাকসন জাতি ও অ্যাঙ্গুে স্যাকসন সাহিত্য। এই প্রবন্ধে স্যাক্সন জাতির আচার ও ব্যবহার, ভাষা ও সাহিত্য বিস্তৃত রূপে বর্ণনা করিতে প্রবৃত্ত হইলাম। যে ভিত্তির উপর আধুনিক ইংরাজি মহা-সাহিত্য স্থাপিত আছে সেই আন্ধুে স্যাকসন ভাষা ও সাহিত্য পরীক্ষা করিয়া দেখিতে এবং যে ভিত্তির উপর সসাগর। পৃথিবীর অধীশ্বর স্বরূপ ইংরাজ জাতি আদেী স্থাপিত, সেই স্যাক্সনদের রীতি নীতি সমালোচনা করিয়া দেখিতে আজ আমরা প্রবৃত্ত হইলাম। কিড়মন, বিউন্ন মাস, টেন প্রভৃতির সার সংগ্ৰহ করিয়া আজ আমরা পাঠক দিগকে উপহার দিতেছি । , রোমানের ব্রিটনে রাজা{স্থাপন করিলে পর এক দল শেলট (Celt) তাহীদের ব শ্যতা স্বীকার না করিয়া ওয়েলস ও হাই ল্যাণ্ডের পাৰ্ব্বত্য প্রদেশে আশ্রয় লইল । যাহারা রোমকদের অধীন হইল তাহদের মধ্যে রোমক সভ্যতা ক্রমে ক্রমে বিস্তৃত হইতে লাগিল। রেমিকদের অধিকৃত দেশে প্রশস্ত রাজপথ নিৰ্ম্মিত হইল, দৃঢ় প্রাচীরে { নগর সমূহ বেষ্টিত হইল—বাণিজ্য ও কৃষির যথেস্ট উন্নতি হইল—নদাম্বলণ্ডের লৌহ, { সমার্সেটের শীৰ্ষক, কর্ণওয়ালের টিনখনি আবিষ্কৃত হইল। কিন্তু বাহিরে সভ্যতার { চাকচিক্য যেমন বাড়িতে লাগিল, ভিতরে '1 ভিতরে ব্রিটনের শোণিত ক্ষয় হইয়া আ সিতে লাগিল। রোমকেরা তাহীদের সকল বিষয়ের স্বাধীনতা অপহরণ করিল—তাহt- { দিগকে বিদ্যা শিখাইল-উন্নততর ধৰ্ম্মে | দীক্ষিত করিল—সভ্যতা ও অসভ্যতার | প্রভেদ দেখাইয়া দিল—কিন্তু কি করিয়া । স্বদেশ শাসন করিতে হয় তাহা শিখাইল না । স্বশাসনে থাকাতে জেতুজাতির উপর তাহারা সম্পূর্ণ রূপে নির্ভর করিল—কখনো যে বিপদে পড়িতে হইবে সে কথা ভুলিয়া গেল, সুতরাং আত্মরক্ষণের ভাব অন্তহিত ও পরপ্রত্যাশার ভাব তাঁহাদের চরিত্রে বদ্ধমূল হইল। এইরূপ অস্বীস্থ্যকর সভ্যতা সে জাতির সর্বনাশ করিল। রেমিকদের কর-ভারে নিপীড়িত হইয়াও তাহীদের একটি কথা বলিবার যে ছিল না। এক দল জর্মীদারের দল উথিত হইল— ও সেই সঙ্গে কৃষক দলের অধঃপতন হুইল —কৃষকের জমীদারদের দাস হইয়। কাল যাপন করিতে লাগিল। এইরূপে রোমকদিগের অধিকৃত ব্রিটনের ভিতরে ভিতরে অসার হইয়া আসিল । রোমক পুথি পড়িতে ও রোমক ভাষায় কথা কহিতে শিখিয়াই তাহারা মনে করিল ভারি সত্য হুইয়া উঠিয়াছি ও স্বাধীন শেলট ও পিক্টদিগকে অসভ্য বলিয়া মনে মনে মহা ঘৃণা করিতে লাগিল। প্রায়চারি শতাব্দীইহাদের এইরূপ মোহময় সুখ-নিদ্রায় নিক্সিতঁ রাখিয়া সুহল
পাতা:ভারতী ১২৮৫.djvu/১৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।