- স্যাকসন জাতি ও অ্যাঙ্গে স্যাকসন সাহিত্য। তৈয়জামানী | ጏፃ8 হিত যুদ্ধ বাধিয়া গেল। দারুণ হত্যাকাও আরম্ভ হইল—ধনিগণ সমুদ্রপারে পলায়ন করিল। দরিদ্র অধিবাসীরা পাৰ্ব্বত্য প্র| দেশে লুকাইয় রছিল, কিন্তু তাহারাভাবে সেখানে অধিক দিন থাকিতে না পারিয়া বাহির হইয়া পড়িত,অমনি নিষ্ঠুর স্যাকসনদের তরবারি-ধারে নিপতিত হইত। দরিদ্র কৃষকেরা গির্জায় গিয়া আশ্রয় লইত-কিন্তু গির্জার উপরেই স্যাক্সনদের সর্বাপেক্ষ অধিক ক্রোধ ছিল। গির্জায় আগুন ধরাইয়া দিয়া আচাৰ্য্যদিগকে বধ করিয়া একাকার করিত, কৃষক বেচারীর আগুন হইতে পলাইয়া আসিয়া সাক্সনদের তরবারিতে নিহত হইত। ফ্ল্যাঙ্ক জাতির গল্ অ’ ধিকার করিলে ও লম্বডিগণ ইটালি অধিকার করিলে জেতারাই সভ্যতর জিত জাতিদের মধ্যে লোপ পাইয়া যায়, কিন্তু ইংলণ্ডে ঠিক তাহার বিপরীত হয়-স্যাক্সনের একেবারে ব্রিটন জাতিকে ধ্বংশ করিয়া ফেলে। দুই, শতাব্দী ক্রমাগত যুদ্ধ ও ক্রমাগত হত্য করিয়! স্যাক্সনের ব্রিটনের আদিম অধিবাসীদের বিলোপ করিয়া দেয়। তখন ইংলণ্ড তাহদেরই দেশ হইল। অল্প স্বপে ছুই একটি ব্রিটন যাস্থার অবশিষ্ট ছিল তাহার কেহ কেহ স্যাক্সন প্রভুর দাস হুইয়া রহিল, কেহ কেহ বা ওয়েলস ও ছাইলণ্ডের দুর্গম প্রদেশে পলাইয় গেল। এখনে শেলুটুক ভাষা-প্রস্থত এক প্রকার ভাষা ওয়েল্সে চলিত আছে। ইংরজি ভাষায় শেল্টক
- যে জাতির অ্যাঙ্গে স্যাকুমন দলভুক্ত নয়, অথচ অ্যাঙ্গে স্যাক্সনদের দেশের
به همینیممرت উপাদান খুব অল্পই পাইরে। নবম হ{ ইতে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কেবল কেলটিক । বা শেষ্টিক কথা ইংরাজি ভাষায় প্রচলিত { ছিল। " , * * রোমকেরা যখন ইংলণ্ড বিজয় করিয়া ছিলেন তখন অধিকৃত জাতিদিগের রাজ- ; ভাষা লাটিন ছিল। কিন্তু অ্যাঙ্গে স্যাক্সন | ভাষায় তখনে লাটিনের কোন চিকু পড়ে | নাই । ইংলণ্ডের কতকগুলি দেশের নাম } । কেবল রোমীয় ধাতু হইতে উৎপন্ন হয় । তাহা ব্যতীত দুএকটি অন্য কথাও রোমীয় ধাতু হইতে প্রস্থত হইয়াছিল, যেমন Cheese offia ol ālān Casens হইতে উৎপন্ন। স্যাক্সন mut (পৰ্ব্বত) दशंt tदांश्च श्श व्नाम्नेिन mous श्हें८ङ গৃহীত হইয়াছে। পৰ্ব্বত প্রভৃতি নৈসর্গিক । পদার্থের নামও যে অন্য ভাষা হইতে | গৃহীত হইবে, ইহা কতকটা অসম্ভব । বলিয়া মনে হইতে পারে, কিন্তু জৰ্ম্মাস | সমুদ্রের তীরে বা তাহার নিকটে একটিও } পৰ্ব্বত নাই, সুতরাং সে দেশবাসীর } যে পৰ্ব্বতের নাম না জানিবে তাহাতে ! আশচধ্য নাই । т জৰ্ম্মণ জাতির যখন স্পেন্ন গল্প ও } ইতালি জয় করিয়াছিল, তখনে সে দেশের } | | | সীমায় বাস কল্পিত,তাহাদিগকে স্যাকসনের { Wealhas fors, Ēri gặtzt: salės į নামের উৎপত্তি । এই কাৰুগু:সঙ্গল্পষ্ট: ইটালির জার্মাণ নাম Weisch land, ঐ } কারণেই আরো অনেক দেশকে জৰ্ম্মণের } Welsh wasoon, wallachia भtरंभ अर्डि- { হিত করিয়! থাকে । . . . . ... : ‘ ’ ની