|ভারতী শ্রা ১২৮৫ ) স্যাক্সন জাতি ও অ্যাঙ্গে স্যাক্সম সাহিত্য । ›ፃ¢ ! ধৰ্ম্ম, সামাজিক আচার ব্যবহার,ও শাসন প্র৭ালীর পরিবর্তন হয় নাই। কিন্তু জৰ্ম্মাণ জাতির ব্রিটন দ্বীপ যেরূপ সম্পূর্ণরূপে আয়ত্ত করিতে পারিয়াছিল এমন আর কোন দেশ পারে নাই। রোমীয় সভ্যতার ধ্বংশাবশেষের উপর সম্পূর্ণরূপে জৰ্ম্মাণ সমাজ নিৰ্ম্মিত হইল। ব্ৰিটিষ আচার ব্যবহার, ইতালীর সভ্যতা, সমস্ত ধ্বংশ হইয় গেল, এবং এই সমতলীকৃত ভূমির উপর আর এক প্রকার নূতনতর ও উন্নততর সভ্যতার বীজ রোপিত হইল । যুদ্ধের সঙ্গে সঙ্গে স্যাক্সনদের রাজার প্রয়োজন হইল। পূর্বে তাহীদের রাজা ছিল না। যখন কোথাও যুদ্ধ করিতে যাইত তখন একজনকে প্রধান , বলিয়া লইয়া যাইত মাত্র । কিন্তু একটা দেশ অধিকার করিয়া রাখিতে হইলে ও ক্রমাগত তদেশবাসীদের সহিত যুদ্ধবিগ্রহ বাধিলে রাজা | নহিলে চলে না। হেঞ্জেষ্টের উত্তরাধিকারীর | কেল্টের রাজী হইল। এই সকল যুদ্ধে স্যাক্সন জাতিদের মধ্যে দাস-সংখ্যা বাড়িয়া উঠিল। যুদ্ধে বন্দী হইলে উচ্চ শ্রেণীস্থদিগ| কেও দাস হইতে হুইত,এবং মৃত্যুমুখ হইতে রক্ষা পাইবার জন্যও দাসত্ব অনেকে আহলদের সহিত গ্রহণ করিত। ঋণ শুধিতে না হইতে হইত। বিচারে অপরাধী ব্যক্তির পরিবারের জরিমান দিতে না পরিলে সে দোষী বাক্তিকে দাসত্ব ভোগ করিতে হইত। }পারিয়া অনেককে উত্তমর্ণের দাস হইতে বাধ্য ইহা হইতেই এই ইংরাজি প্রবাদ উৎপন্ন হয় যে, আমার গরুর বাছুর জামারি সম্প-1 ত্তি। দাস পলাইয়া গেলে পর ধরিতে | পারিলে তাঁহাকে চাবুক মারিয়া মারিয়া খুন করিত বা স্ত্রীলোক হইলে তাহাকে দগ্ধ করিয়া মারিত। যখন ব্রিটনদের সহিত যুদ্ধ কতকটা ক্ষান্ত হইল, তখন তাঁহাদের আপনাদের মধ্যে যুদ্ধ বাধিল নদী- { স্বরলণ্ডের রাজা ইয়লুফিথ অন্যান্য অনেক ইংলিস রাজ্য জয় করিলেন। কেবল কেন্টের রাজা ইথলাট তাহার প্রতিদ্বন্দী | ছিলেন। ইয়লফুিথের অকস্মাৎ মৃত্যুতে | এই দুই রাজ্যের মধ্যে তেমন বিবাদ | বাধিতে পারে নাই। এই সময়ে খ্ৰীষ্টান : ধৰ্ম্ম ধীরে ধীরে ইংলণ্ডে প্রবেশ করিল। প্যারিসের খ্ৰীষ্টান রাজকন্যা বাকটার সহিত | ইথন্ত্রবাটের বিবাহ হইল। রাজ্ঞীর সহিত একজন খ্ৰীষ্টান পুরোহিত কেটের রাজ ধনীতে আসিল । এই বিবাহ-বাৰ্ত্ত শ্রবণে ~ সাহস পাইয়া পোপ গ্রেগরি সেণ্ট অগষ্টিনকে ইংলণ্ডে ক্রীষ্টান ধৰ্ম্ম প্রচার করিতে পাঠাইয়া দিলেন। কেন্টের অধিপতি তা হীদের ধৰ্ম্মোপদেশ শ্রবণ করিলেন ও কহি লেন “তোমাদের কথাগুলি বেশ, কিন্তু } নুতন ও সন্দেহজনক। তিনি নিজে স্ব ধৰ্ম্ম পরিত্যাগ করিতে চাছিলেন মা, কিন্তু | খ্ৰীষ্টানদিগকে আশ্রয় দিতে স্বীকার করি: }; লেন। প্রচলিত ধৰ্ম্মের সহিত অনেক ; যুবায়ুঝির পর খৃষ্টান ধৰ্ম্ম ইংলণ্ডে স্থান: পাইল । - ‘. . . . . ইংলণ্ড-বিজেতাদের যে সকলেরই এক 1, |
পাতা:ভারতী ১২৮৫.djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।