| ভারত শ্রী ১২৮৫ J Tয়ংক্ষিপ্ত সমালোচনী । ১৯১ এই দোষ গুণের সমন্বয় করিতে बउद्भूत्र সাধ্য চেষ্টা করি-কিন্তু দুঃখের दिवा ५हे যে ইদানিন্তন গ্রন্থসমূহে দোষের ভাগ এত অধিক যে সরল ভাবে সমালোচনা করিতে গেলে ইচ্ছ না থাকিলেও কতকটা কঠোর হইয় পড়িতে হয় । যদিও আমরা জানি য়ে ক্ষেত্র মাত্রই মব উৰ্ব্বস্বত্য লাভ করিলে তাহাতে ভাল দ্রব্যের সহিত আগাছাও উৎপন্ন হয়--ফরাসী বিপ্লব-প্রসূত নব স্বাধীনতার সময় অনেক ভাল কার্য্যের সহিত অনেক জঘন্য কাৰ্য্যও সম্পাদিত হইয়াছিল—ইংরাজি সাহিত্যে ড্রাইডেন ও পোপ কর্তৃক নব প্রণালী উদঘাটিত হইলে থিওবোল্ড্র ও সিবর প্রভূতিও কবিতা রচনা করিয়া সকলকে জ্বালাতন করিয়াছিল, তবুও ঐ-সকল অশুভ অপরিত্যজ্য ও অবশ্যম্ভাবী বলিয়া যে দমনীয় নহে তাহা আমরা স্বীকার করি । ন । সুতরাং বাঙ্গলা সাহিত্য নবজীবন পাইয় যে সকল অসার প্রলাপে দিকৃবিদিক ধবনিত করিতেছে তাহা নিবারণ করিতে চেষ্টা পাওয়া নিতান্ত অন্যায় মহে । এই যে "বঙ্গাঙ্গনা নামক গ্ৰন্থখানি সমালোচনা করিতে বসিয়াছি, ইহার নিন্দ না করিয়া যদি নিরপেক্ষ ভাবে মৌনী হইয়া থাকি তাহ হইলে আমরা ভরতী দেবীর কাছে ঘোর অপরাধী হুইব । আমরা এই পুস্তকের সমস্তটুকু পড়িতে অক্ষম হুই1লাম, কিন্তু ইহার একটি প্রসঙ্গ আদ্যোপাত্ত পড়িতে পারিয়াছি—সে প্রসঙ্গটি এই—“জনৈক বঙ্গবিধবা শ্ৰীল ঐযুক্ত পণ্ডিতবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নিকট নিম্ন | লিখিত পত্রিকা খানি লিথিয়ছিলেন বুঝিতে হইবে যে এই পত্র খানি কবির } কপোলপ্রস্থত মাত্ৰ-তিনি এই পত্রের আকারে বঙ্গীয় বিধবাদিগের অবস্থা ও মনের } ভাব বর্ণনা করিতেছেন -পত্রের আরম্ভ টুকু এই— নবীন যোগিনী আমি হ’য়েছি সংসারে, , o এনবীন মুবয়সে ফেলিয়াছি দূরে কঙ্কণ বলয়, কাঞ্চি অলঙ্কার যত । মুছি সিন্দুরের বিন্দু। শঙ্খের বলয় ভাঙ্গি—আtহ প্ৰাণেশ সমাধি স্থলে পরে । পরিছি ধবল বস্ত্র, লোহিত ত্যজিয়া । একাহার নিরামিষ ! কৃতাঞ্জলি পুটে এক মনে জপিতেছি মুদ্রিত নয়নে— মহামন্ত্ৰ— “রক্ষা কর হে বিদ্যাসাগর ” : আমরা সহৃদয় পাঠকমাত্রকেই জিজ্ঞাসা করিতেছি যে ইহা অপেক্ষ সত্যের অবমান না ও কল্পনার ব্যভিচার আর কি হইতে পারে? দেশবিদেশ সকলেই স্বীকার করে যে বঙ্গীয় বিধবার ধৈর্য্য সহিষ্ণুতা ও পবি ত্রতার আদর্শ স্থল। কিন্তু আদর্শস্থল না হইলেও “রক্ষা কর হে বিদ্যাসাগর'-রূপ মহামস্ত্রে দীক্ষিত বিধবা নারীই কি | বঙ্গীয় বিধবাকুলের মুখপাত্ত ? একথা | কেহই বোধ হয় স্বীকার করিতে প্রস্তুত নহেন। এই ত গ্রন্থকারের সত্যপ্রিয়ত-- কিন্তু তাহার কবিত্বের একটি দেদীপ্যমান । উদাহরণ না দিয়া ক্ষান্ত থাকিতে পারলাম{ না—সেই বিধবা রমণীই আবার লিখিত্তে | (R- , , , ; ; , ; , ;
পাতা:ভারতী ১২৮৫.djvu/১৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।