পাতা:ভারতী ১২৮৫.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। ভারতীত মদ্যT দের মধ্যে তিনি এক জন অগ্রগণ্য। মেকলের ভারতবর্ষ প্রবাস।

  • =ంగా గgoభిes*

ইংরাজি কাব্য-সমাজে মেকলের নাম বহু সমাদৃত ও ইংলণ্ডের ইতিহাস লেখকভারতবাণীদের নিকটেও তিনি অপরিচিত নছেন। মেকলের যে ভারতবর্ষের প্রতি প্রগাঢ় অনুরাগ অথবা ভারতবর্ষীয়দের উপর বিশেষ মমতা ছিল তাছা বোধ হয় না । তিনি নিজেই স্পষ্ট বলিয়া গিয়াছেন যে র্তাহার যে ভারতবর্ষে আগমন সে কেবল অর্থে পাৰ্জ্জন উদ্দেশে । এদেশের ভাষা রীতি নীতি র্তাহার হৃদয়গ্রাহী ছিল না । এখানকার লোকদিগকে তিনি কিরূপ চক্ষে দেখিতেন তাছা তঁহার (Warrel) Hastings) বিষয়ক প্রস্তাবে বঙ্গবাসীদের চরিত্র-বর্ণনেই অবগত হওয়া যায় । ভারতবর্ষ-প্রবাস-কালে তিনি ফ্রমাগত প. শ্চিমাভিমুখেই দৃষ্টিক্ষেপ করিয়া থাকিতেন এবং পাশ্চাত্য বিদ্যার আলোচনাতেই তাহার অবকাশ-কাল অতিবাহিত করি তেন । কিন্তু ইহা সত্বেও স্বীকার করিতে হইবে যে তিনি ভারতবর্ষের প্রেমে পড়িয়া না হউক কর্তব্যের অনুরোধেও ভারতবর্ষের জন্য যাহা করিয়া গিয়াছেন আমরা এখনো পৰ্য্যন্তু কিয়ৎ পরিমাণে র্তাহার সেই সকল কাজের ফলভোগ করিতেছি ও তজন্য আমরা তাহার নিকটে ঋণী। এই প্রখ্যাত লেখক ও ইতিৱত্তবেত্তা ভারত ६शरुसिलङ्ग डाब्रुङश्।ुरान। T বর্ষ বিষয়ক যাহা কিছু লিখিয়াছেন—ভারতবর্ষের জন্য যে সকল কার্য্যের অনুষ্ঠান করিয়াছেন তাহ জানিবার জন্য পাঠকগণের কৌতুহল হইতে পারে। এই কৌতুহল নিরক্তির জন্য অধিক আয়াসের প্রয়োজন নাই। এডিনবুর রিবিউ নামক প্রখ্যাত বৈলাতিক মাসিক পত্রিকায় মেকলের রচিত | Lord Clive gas Warren Hastings ato যে প্রস্তাব দ্বয় সন্নিবেশিত হয় তাহ পাঠ করিলেই এদেশ সম্বন্ধে তিনি যাহা কিছু লিখিয়াছেন তাহ পাঠকের প্রায় সমস্ত অবগত হইতে পরিবেন । সেই রূপ যদি তাহার মেকলের এদেশে আগমন ও অবস্থান-বাৰ্ত্ত | জানিবার অভিলাষ করেন তাহ হইলে “মেকলের জীবন-রস্তু" যাহ। ভাস্থার ভাগি- } নেয় ট্ৰেবেলিয়ন কর্তৃক সম্প্রতি প্রকাশিত হইয়াছে তাহার ষষ্ঠ পরিচ্ছেদ পাঠেই তাছাদের সে বাসন পূর্ণ হইবে । বাহার ! ততটুকু কষ্ট নিতেও সমর্থ বা স্বীকৃত নন | তাহাদের জন্য এই প্রস্তাবটা লিখিত হুই । তেছে। ইহাতে মেকলে তাহার ভারতবর্ষ- ] প্রবাস-বৃত্তান্ত নিজ হস্তে যাহা লিথিয়াছেন তাহা দেখাইলেই যথেষ্ট হইবে। মেকলে | তাহার ভগিনীদিগকে অত্যন্ত ভাল বাসিতেন। } তিনি যাবজ্জীবন অবিবাহিত ছিলেন–র্তী-{ হাঁর ভগিনীগণের প্রতিই তাহার সমুদয় { ভুলবাসা-সমুদয় মমতা নিস্থিত ছিল।