পাতা:ভারতী ১২৮৫.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... ', ኳ ጴ 费 警 মেকলের जन्ब्रह প্রবাস। । $సిఁ I ভারত ভাড় ) - | - | লিখে উঠতে পারিনি আর আমার যদি | চাকরী না থাকত ত কিছুই উপার্জন করতে পারতুম না । * * ভদ্রলোকের মত দিনপাত করতে হলে আমার লেখা আবশ্যক-এপর্য্যস্ত যেমন লিখে এসেছি তা নয় --কিন্তু নিয়মিত প্রত্যছ লেখা আবশ্যক । কলম চালনায় বৎসর ২০০ পেণ্ডের অধিক আমার কখন আয় হয় নি। ৫০০ পৌণ্ডের কমে আমার উপযুক্ত-মত জীবিকা নিৰ্ব্বাহ হতে পারে না । আমার নিজেরই কুলিয়ে ওঠে ন! আবার তাতে আমার উপর অন্যান্য কত লোকের জীবিক নির্ভর করছে । অ মীর পরিবারের অবস্থা দেখতে গেলে ক্রমেই আরো অন্ধকার দেখাচ্ছে । রাজকাৰ্য্য সম্বন্ধেও আমার নিজের অবস্থা ভাল বোধ হচ্ছে না । মন্ত্রীদলের মধ্যে দলাদলি উপস্থিত। যাদের অলপ রাজনীতিতে অভিজ্ঞতা আছে-সংবাদ-পত্ৰ পড়েই যাদের বিদা—তারাও এটা দেখতে পাচ্ছে। আর এ বিষয়ে সাধারণের যতটুকু জ্ঞান তার চেয়ে আমার আলেক বেসী । | আমি দেখছি তার শীঘ্রই ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমার এখনকার এই পদে আমি যে আর ছ মাসও টিকে থাকতে পারব তার এত অলপ সম্ভাবন যে তোমাকে সত্য

বলছি যে আমি এটা ৫০০ টাকার জন্য এ

খনি বেচে ফেলতে প্রস্তুত। { অধিক দিন জামি এই কৰ্ম্মে নিযুক্ত থাকি l তা হলে ভয় হয় পাছে আমার চরিত্রের | যদি আীর উপর কোন কলঙ্ক এসে পড়ে। যদি কৰ্ম্ম ছেড়ে দিয়ে বি তা হলে এই তিন বৎসরের মধ্যে আমি যেl সকল বন্ধু লাভ করেছি তাদের ত্যাগ ক ! রতে হয়। ইংলণ্ডে এখন দিনকতক | আমি আমার সম্মুখে আর কিছুই দেখ* * ছিনে—কেবল দারিদ্র্য-লোকের অনা- } দর ও বন্ধুবিচ্ছেদ। , | যদি এ সকল বিপত্তি হতে মুক্ত হবার আর কোন উপায় না থাকত তা হলে না হয় } সাহস ক’রে সে সব অতিক্রম করতে প্রস্তুত | হতুম। মানুষে সকল অবস্থাতেই মান রক্ষণ । ক’রে ধৰ্ম্মপথে থেকে চলতে পারে। মা- { মাকে যদি গারদখানায় থাকতে হত ত আ- । মার বিশ্বাস এই যে আমি আমার আপনার । মনের মধ্যে থেকেই আমার অসুখ নিবারণের { কোন না কোন উপায় করে নিতে পারতুম। : কিন্তু যদি আসন্ন বিপদ হতে কোন রকমে । উদ্ধার হতে পারা যায় তা অবিশ্যি হতে । ইচ্ছা করি। যে কাজটা আমাকে দিতে | চাচ্ছে সেটা নিলে এখানকার দলাদলির 1 হাঙ্গমে থেকে কতক সময়ের জন্য নিষ্কৃতি | পাওয়া যায়। আমি যখন ফিরে আসৰ | তখন ঐ সকল গোল এক প্রকার মিটে{ যাবে- নতুন দলের স্বটি इब-नडून न- #. তুন বিষয় নিয়ে বাদানুবাদ চলবে। তখন { আমি আমার বন্ধুগণ হতে বিচ্ছিন্ন না হয়ে । —মত পরিবর্তনের গ্লানি সহ মাকরেও আ- | মার মনের মত পক্ষ অবলম্বন করতে পাৰ্ব্বে | আরো ইতিমধ্যে আমার পরিবারদের দরিদ্র্য কষ্টও দূর করতে পারব। তখন ন্যায়োপার্জিত অর্থ সঞ্চয় করে এতটা ধনী : পক্ষদলের সঙ্গে যোগ দিই হয়ে ফিরে আসতে পাৱৰ যে আমি জাপ |