পাতা:ভারতী ১২৮৫.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Tনকলের ভারতবর্ষ প্রবাস । ক্ট ১২৮৫ (७ङ्गउँौं পাইবেন ন। তাছা হইলে তাহারা যে কেনি # কারণেই হউক দেশত্যাগী হইতে সম্মত '#হইতেন । কিনা সন্দেহ। কিন্তু হানার | কৰ্ত্তব্য-স্তান এই সকল চিত্ত ও সংশ| cमङ्ग छै*ब्र अशलांड कब्रिज ७ tगोङांश ক্রমে তিনি তাহার প্রবাসোন্মুখ ভ্রাতার সহ গামিনী হুইতে কৃতনিশ্চয় হইলেন। তঁহাকে সঙ্গিনী না পাইলে মেকলে হয়ত এই দুর দেশে একাকী আসিতে কখনই সাহস করিতেন ল; } ইহার তিন মাস পরে মেকলে তাহার ভগিনী হানাকে যে পত্র লেখেন তাহীতে লেখেন ষে ডাইরেক্টরদের মত নির্ণয়ের অার এক সপ্তাহ কাল বিলম্ব আছে, কিন্তু প্রায় সকলই স্থির, তাহীদের প্রতিকুল মত হুইবার কোন সস্তাবনা নাই। এই পত্রে তাহার ভ্রমণের জন্য কত ব্যয় হইবে তাহার এক তালিকা দেওয়া হইয়াছে, পরে একজন ভাল দাসী সঙ্গে লইবার কথায় মেকলে বলিতেছেন — । “এক জন ভাল দাসী যেন ভাল করে দেখে শুনে পছন্দ করে নিও। এ পর্য্যন্ত এই নিয়ম ছিল যে যে সকল মহিলা এখান হইতে ভারতবর্ষে আপনাদের সঙ্গে দাসী । নিয়ে যাবে তাদের সেই দীর্মীকে দুই বৎ সরের মধ্যে ফেরত পাঠাবার জন্যে জামীন দিতে হবে । তার কারণ এই যে এদেশ থেকে দাসীরা গিয়ে ওখানে যেমন দুর্বাবহার করে এমন স্থার কোন দলের লোকে | করে ন}. দেশীয়দের সঙ্গে তার প্রায়ই অপমান-সূচক অন্তর ব্যৱস্থার করে থাকে । —যার পরের চাকরী কর্যে এখানে चीरन o, কাটায় তারা যখন প্রথমে সেদেশে গি- } য়েই অসংখ্য লোককে আপনার পদানত ? দেখতে পায় তখন যে ওরূপ ব্যবহার করবে t তা বড় আশ্চৰ্য্য নয়। আবার সেখানকার } ইংরাজ সমাজের অবস্থ৷ এই রূপ যে এই ! সকল রমণী হয়ত কোন ধনী ইংরাজের উপপত্নী হয়ে জমকাল পালকী চড়ে বেড়িয়ে ! বেড়ায়—তারা আপনার কলঙ্কিত চরিত্র । ও মন্দ স্বভাব থেকে আপনাদের দেশের । উপর কলঙ্ক আনে। এই সকল কারণে | কোম্পানি এই নিয়ম জারী করেছে যে যারা । চাকরাণী সঙ্গে নিয়ে যাবে তারা নিজের । খরচে তাদের ফেরত পাঠাবে । এখন আর | সে নিয়ম নেই। কিন্তু এর দোষ বুঝতে { পারছি, দাসী সঙ্গে নিতে হলে কত সাবধানে তাকে বেছে নেওয়া উচিত। দেখছ এর } উপর আমার সুখ দুঃখ কতটা নির্ভর । করছে । সে দেশে অমিীদের চাকরের সংখ্য{ প্রায় ৬০৭০ জন হবে । তাদের মধ্যে স্বশ্ব- ; জ্বল রক্ষা সহজ নয়—সে দাসী যদি উগ্র- I স্বভাব দুঃশীল হয় ত সে শৃঙ্খলা কখনই } রক্ষিত হবে না। সে যদি দেমকে লঘুচেত। ] হয় তা হলে হয়ত সে এমন সকল লোকের সঙ্গে মিশবে যাদের সংসর্গে তার ধৰ্ম্ম অর্থ ! সকলি নষ্ট হবে। তুমি জান আমি ধৰ্ম্মো: | পদেষ্ট নই কিন্তু এক জন নিরীহ ছুরুরীকে { তার অজ্ঞাতসারে সেই সকল প্রলোভনের -