পাতা:ভারতী ১২৮৫.djvu/২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~ R त्यावह ब्रामरा --১৫:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)WikitanvirBot (আলাপ) -> ( ভারতী বৈ ১২৮৫ প্রকার নিয়মে তাহার অবস্থা বুঝিয়া কতকগুলি ক্ষেত্র সে ইচ্ছামত ছাড়িয়া দিতে ও তন্নিবন্ধন খাজনার দায় হইতে অনায়াসে |নিস্কৃতি লাভে সমর্থ হয়। আর যে সকল | ক্ষেত্র অধিক মূল্যবান ও যাহার উৎকর্ষ সাধনে তাহার অর্থব্যয় হইয়াছে তাছা রক্ষা করিতেও কৃতকাৰ্য্য হইতে পারে। উল্লিখিত প্রকার দুই নিয়মের মধ্যে ষে নিয়ম রায়তের পক্ষে অধিক সুবিধাজনক, যাহাতে জমির উন্নতি সাধনের জন্য অর্থব্যয়ে তাহাঁর অধিক প্রবৃত্তি জন্মে—অধিক সাহসের সঞ্চার হয়, সেই নিয়মটিই এই রায়ৎওয়ারী বন্দবস্তের অন্তর্গত। এদিকে ত্রিশ বৎসর অন্তর বন্দবস্ত পরিবর্ত করিবার নিয়ম থাকতে সরকারী খাজানার কোন ক্ষতি হইবার সম্ভাবনা নাই। খাজামা দিয়া যাহ অবশিষ্ট থাকে তৎসমুদ্রায়ই রায়তের ভোগ্য—জমির উপস্বত্ত্বভাগী জমিদার কি পত্তনীদার আসিয়া তাহার যথাসৰ্ব্বস্ব হরণ করিতে পারে না। রায়ৎ তাহার নিজ স্বত্বের উপর সম্পূর্ণ অধিকারী—গবর্ণমেণ্টের খাজান দিবার ব্যতিক্রম না ঘটিলে কেহই তাঁহাকে সে স্বত্ব হইতে বঞ্চিত করিতে পারে না । গবর্ণমেণ্টের কৰ্ম্মচারিগণ তাহার সত্ত্বে হস্তক্ষেপ করিতে অসমর্থ। রায়তের দেয় খজন নিয়মিত সময়ে গ্রহণ করা ভিন্ন তাহার। আর কিছুই করিতে পারে না। এই সময়ে খাজানার টাকা লইয়া প্রস্তুত থাকিলে রায়ং নিজের জমি আবাদ করিয়াছে কি ন—ফসল ভাল কি মন্দ হুইয়াছে--এসকল বিষয়ের তদারক করিবার কোন আবশ্যক নাই। নূতন বন্দবস্ত করিবার নিয়ম এই যে, রায়ৎ নিজ যত্ন-ও পরিশ্রমে যাহা किडू উন্নতি সাধন করিয়াছে তাহ বিচারস্থলে অনীত না হইয়া অন্যান্য কারণে জমি ও ফসলের মূল্য বৃদ্ধি দেখিয়া খাজা নার হার নিরূপিত হইবে । রায়তের লাভের প্রতি নিরপেক্ষ হইয়া খাজান বৃদ্ধি করিলে সে ভূমি কর্ষণ হুইতে বিরত হইবে সুতরাং তাঁহাতে গবৰ্ণমেণ্টকেই ক্ষতিগ্রস্ত হইতে হইবে । রায়ৎ অযথাবিধ খাজান ব্লুদ্ধির আশঙ্কা না রাখিয়া ইচ্ছামত ভূমির উৎকর্ষ সাধনে তৎপর থাকিতে পারে। অতএব কে না স্বীকার করিবে যে রােয়তওয়ারী বন্দবস্তে সরকারী খাজান আদায়ের যেমন সুবিধা, তেমনি তাহ আবাদ কার্য্যের উন্নতি ও কৃষকের শ্ৰীবৃদ্ধি সাধনের নিদান ভূত । রায়ৎওয়ারী বন্দবত্তে নিম্নলিখিত চারিটি প্রধান নিয়ম দৃষ্ট হইবে। ( ১ ) প্রত্যেক রায়তের সহিত গবর্ণমেন্টের পৃথক্ বন্দবস্ত। { ২ ) ত্রিশ বৎসর, কি অন্য কোন নিয়মিত কালের জন্য ইজারা দান-সেই ইজারার অন্তর্গত সমুদয় অথবা কিয়দংশ ভূমি রায়ৎ ইচ্ছামত বৎসরের শেষে ছাড়িয়া দিতে পারে কিন্তু খাজনা দিবার ক্রাট ন হইলে গবৰ্ণমেণ্টের তাহাতে হস্তক্ষেপ করিবার অধিকার নাই। ঃ (৩) রায়ৎ নিজস্ব ইজার বিক্রয় } কিম্বা বন্ধক দ্বারা হস্তান্তরিত করিবার সম্পূর্ণ | অধিকারী। . . ; * . .