পাতা:ভারতী ১২৮৫.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

೩! বিয়াত্রীচে দত্তেও তাহার কাব্য। { ভারতী তা ጏቖw¢ করে।" পর ক্ষণেই যাও তুমি, হে করুণ সঙ্গীত আমার, ধীও সেথ যেই খানে রমণীরা আছে, - I. আগে তুমি যেতে সেথ বহি মুখভার, কত মুখ পেতে, রহি তাছাদের কাছে। এখনো তাদেরি কাছে করগো প্রয়াণ, ! বিষণ্ণ ও শূন্য তুমি শোকের সন্তান ! . এই রূপে প্রথম বৎসর কাটিয়া গেলে পর একবার একটি স্থান দেখিয় সহসা তাহাঁর পূর্ব-স্মৃতি জাগ্রত হুইয়া উঠিল। সেই খানে দাড়াইয়া তিনি অতি বিষগ্ন বদনে পু রাতন কথা ভাবিতে লাগিলেন। তাহার সেই বিষাদ আর কেহ দেখিতে পাইতেছে কিনা, তাহাই দেখিবার জন্য চারিদিকে নেত্রপাত করিলেন । সহসা দেখিতে পাই, লেন—একটি বাতায়ন হইতে অতি সুন্দরী এক যুবতী তাঁহাকে এমন মমতার সহিত নিরীক্ষণ করিতেছেন যে, দয়া যেন তােহর নেত্ৰে স্পষ্ট প্রতিভাত হইয়াছে। এই মমতা পাইয়া দাস্তের হৃদয় ‘গলিয়া গেল, অশ্রু উচ্ছসিত হইয়া উঠিল । এই মমতা পাইয়া কেবল কৃতজ্ঞতা নহে, ঈষৎ গ্রেমের ছায়াও তাছার তরুণ হৃদয়ে পতিত হইল! সেদিন চলিয়া গেলেন–কিন্তু আবার তাহাকে দেখিতে কেমন বাসন হইল, আর এক দিন সেই খানে গেলেন-মাবার তী { হাকে দেখিতে পাইলেন-দেখিলেন তাহার বিয়াত্রীচের ন্যায় তাহার মুখ পাও বর্ণ। পাণ্ডবর্ণকে দান্তে “গ্রেমের বর্ণ” নাম দিয়াছেন। দান্তে কহিলের "আমার চক্ষু তাহাকে দেখিলে কেমন আনন্দ অয়ন্তৰ আজ কি তুলিয়া গেলি যে, যে মহিলার } s র চক্ষুকে তিরস্কায় । দেখিয়া কত লোকে অশ্রু কেলিয়াছে ছুই 繼 (বিয়াত্ৰিচের) জমা তুই রোদন করিতে- | ছিস, সেই মহিলার কথা স্মরণ করিয়াই | ঐ রমণী তোর দিকে চাহিতেছেন ?” কিন্তু } ঐ তিরস্কার বৃথা ! আপনাকে ভৎসনা করিলেন কিন্তু শোধন করিতে পারিলেন । না । যে দিকে মন ধাবিত হয় তাহার অনুকূলে কখনো যুক্তির অভাব হয় না।--অব- | শেষে স্থির করিলেন-প্রেম কঁহাকে শাস্তি । দিবার জন্যই উক্ত মহিলাকে তাহার চক্ষের সম্মুখে স্থাপিত করিয়াছেন- অতএব তাহার হৃদয়ের অভাব এই মমতাময়ী মহিলাই পূর্ণ করিবেন। এই রূপে নুতন-প্রেম যখন র্তাহার হৃদয়ে বদ্ধমূল হইবার উপক্ৰম করি । তেছিল, এমন সময়ে কণপনার স্বপ্নে এক দিন যেন প্রত্যক্ষ সেই লোহিত-বসনা বিয়াত্রিচেকে দেখিতে পাইলেন—ভন্মাচ্ছন্ন | পুরাতন প্রেমের বহ্লি আবার জ্বলিয়া উঠিল ও নুতন প্রেম অঙ্কুরেই শুকাইল । ভিটানুওভা কাব্যে বিদেশীয় পথিকদিগকে সম্বোধন করিয়া নিয়-লিখিত গীতিটি ; লিখিত আছে— ধীরে যাইতেছ চলি, ওগো মাত্রীদল { যেন কোন দূর বস্তু করি কল্পনা,-- ** মোদের দহিছে যেই বিধাদ অনঙ্গ: তোমাদের পরশেনি যেন সে যাতনা : তোমাদের নিজদেশ এতই কি দূরে ? : এ শোকার্জ নগরীর যাও মধ্য দিয়া ". বোধ হয় তবু যেন জালনা, এপুরে’