করুণ | o ( ভারতী ষ্টী-১২৮৫ |-পমা কৃরিতে করিতে—সৰ্ব্বাঙ্গে কাদামাখ | আচ্ছাদিত একটি অতি মুমূর্খ বাটতে গিয়া পৌঁছিলেন। হারে আঘাত করিলেন, | জীর্ণ শীর্ণ দ্বার বিরক্ত রোগীর মত মৃদু আৰ্ত্তনাদ করিতে করিতে খুলিয়া গেল। নরেন্দ্র গৃহে ছিলেন, কিন্তু বৎসর কয়েকের মধ্যে পুলিয়ের কনস্টেবল ছাড়া নরেন্দ্রের গৃহে আর কোন অতিথি আসে নাই—এই জন্য দ্বার খুলিবার শব্দ শুনিয়াই নরেন্দ্র অন্তৰ্ধান করিয়াছেন। দ্বার খুলিয়াই মহেন্দ্র আবর্জন ও দুর্গন্ধময় এক প্রাঙ্গণে পদার্পণ করিলেন । সে প্রাঙ্গণের এক পাশে একটা কুপ আছে, সে কুপের কাছে কতকগুল অামের অীটি হইতে ছোট ছোট চারা উঠিI য়াছে। সে কুপের উপরে একটা পেয়ার গাছ ঝুঁকিয়া পড়িয়াছে। প্রক্ষিণ পার { হইয় সঙ্কুচিত মহেন্দ্র গুহে প্রবেশ করি| লেন। এমন নিয় ও এমন সেঁতসেঁতে ঘর | বুঝি ছেক্স আর কখন দেখে নাই, ঘর হইড়ে এক প্রকার ভিজা ভান্স গন্ধ বাহির [श्हेrउtइ । इक्वेिब श्राङ्गभ१ इहेरठ ब्रक পাইবার জন্য ভগ্ন জানালায় একটা ছিন্ন দরমার স্বাচ্ছাদন রহিয়াছে। সে গৃহের { দেয়ালে যে এককালে বলি ছিল, সে পীভুয় এইরূপ একটা প্রবাদ আছে মাত্র । এক. জায়গায় हेtब्र भzश्वा, একটি গ্নৰ্কে খানিকটা তামাক গোজ আছে। গৃহ ( যদি তাছার প্রাণ থাঙ্কিত তবে তাহ দুই চারিটা কুকুরের নিকট হইতে অশ্রান্ত । | তিরস্কার শুনিতে শুনিতে মহেঞ্জ গোবর সজ্জার মধ্যে একখানি অবিশ্বাস জনক তত্ত্ব । ব্যবহার করিলে পশু নৃশংস্নিৰ্বারিণী সভায় উপরে মললিপ্ত মসীবর্ণ একখানি बांश्ञ 6 তদুপযুক্ত বালিশ ও সৰ্ব্বোপরি স্বকৰ্য্যে অক্ষম দীনহীন একটি মশারি। গৃহে প্রৱেশ করিয়া মহেন্দ্র একটি দাসীকে দেখিতে পাইলেন। সে দাসীটি তাহাকে দেখিয়াই ঈষৎ হাসিতে হাসিতে মৃদ্ধ ভৎসনার স্বরে কহিল, “কেন গো বাবু, মানুষের গায়ের উপর মা পড়িলেই কি নয়?” মহেন্দ্র তাছার निकछे হইতে অন্তত দুই হস্ত বাবধানে ছিলেন ও । তাহার দুর্গন্ধ বস্ত্র ও ভয়জনক মুখশ্ৰী দেখিয়া আরো দুই হস্ত ব্যবধানে যাইবার সং. কপ করিতেছিলেন–কিন্তু মহেঞ্জের যে তাহার কাছে যাওয়াই লক্ষ্য ছিল, ইহা কল্পনা করিয়া সে দাসীটি মনে মনে মহা পরিতৃপ্ত হইয়াছিল। দিয়া ডাকিয়া আনিল । थाह श्डेक ७ष्ट्र ! দাসী গিয়া ভীত নরেন্দ্রকে অনেক আশ্বাস ] লরেন্দ্র , মহেন্দ্রকে । দেখিয়া কিছুমাত্র আশ্চর্য হইল না, সে । যেন তাহারি প্রতীক্ষা করিতেছিল । কিন্তু } মহেন্দ্র নরেন্দ্রকে দেখিয়া চমকিয় উঠিল— { এমন পরিবর্তন সে অার কাহারে দেখে । নাই। অনাৱত দেহ, অল্পপরিসর জীর্ণ । মলিন বস্ত্রে ইটু পর্যন্ত আচ্ছাদিত। মুখঞ্জ { অত্যন্ত বিকৃত হইয়া গিয়াছে, চক্ষু জ্যোতি: 1, হীন, কেশপাশ অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল; | সৰ্ব্বদাই হাত থর থর করিয়া কঁপিড়েছে; } বর্ণ এমন মলিন হুইয়া গিয়াছে যে অশিষ্ট্ৰ} হইতে হয়—তাহাকে দেখিলেই কেমন একী প্রকার ঘৃণা ও সঙ্কোচ উপস্থিত হয়। লরেঞ্জ অনেক টাকা জরিমান দিতে হইত। তাছার - -
পাতা:ভারতী ১২৮৫.djvu/২২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।