পাতা:ভারতী ১২৮৫.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী ভ}:১৯৮৫ ) , _ २२8 { গুতি শাস্তুভাবে মহেন্দ্রকে তাহার নিজের ও | জিজ্ঞাসা করিলেন—কাজ কৰ্ম্ম কিরূপ চলি|তেছে তাহাও খোজ লইলেন। মহেন্দ্র ;lনরেন্দ্রর এই অতি শাস্ত ভাব দেখিয়া অত্যন্ত অবাক হইয়া গিয়াছেন—মহেন্দ্রকে দেখিয়া নরেঞ্জ किडूभांख লজ্জা বা সঙ্কোচ বোধ করেন নাই। মহেন্দ্র আর কিছু না বলিয়। নরেন্দ্রের চিঠিটি তাহার হস্তে দিল, সে অবিচলিত ভাবে ঘাড় নাড়ি, কুছিল “ই মশায়-সম্প্রতি অবস্থা মন্দ হওয়াতে কিছু দেন হইয়াছে, তাই বড় জড়াইয়া পড়ি { য়াছি।” মহেন্দ্ৰ কহিলেন—“তা আপনার | স্ত্রীর নিকট সাহায্য চাহিবার অর্থ কি ? উপার্জনের ভার ত আপনার হাতে । আর তিনি অর্থ পাইবেন কোথা? নির্লজ্জ নরেন্দ্র কহিল—“সে কি কথা ? আমি সন্ধান লইয়াছি, আজ কাল সে খুব উপাৰ্জ্জন ক রিতেছে । দিন কতক স্বরূপ বাবু তাহাকে পালন করিয়া ছিলেন, শুনিলাম আজ কাল আর কোন বাবুর আশ্রয়ে আছে ” মহেন্দ্র | ইচ্ছা পূর্বক কথাটার মন্দ অর্থ না লইয়া কিঞ্চিৎ দৃঢ় স্বরে কছিলেন, “আপনি জানেন | তিনি আমার বাটিতেই আন্থেম। নরেন্স | কহিলেন, “আপনারই বাটিতে ? সেত ভালই মহেঞ্জ কহিলেন—“কিন্তু তাহার কাছে অর্থ থাকিবার ত কোন সম্ভাবনা ; | নাই।" , নরেন্দ্ৰ কছিলেন “তা যদি হয় তবে f আমার চিঠির উত্তরে সে কথা লিখিয়া দি{ প্লেই হইত।” মহেন্দ্র যেরূপ ভাল মানুষ, খধিক গোলযোগ করা তাহার কৰ্ম্ম নয়—

            • .مmar

}র্তাহার সংক্রান্ত সমস্ত লোকের কুশল সংবাদ । কহিলেন, ভবিষ্যতে নরেন্দ্ৰ যেন তাহার | বকাকি করিতে আরম্ভ করিলে তাছার আর অস্ত হুইবে না জানিয়া মহেন্দ্র প্রস্তাব করি লেন, নরেন্দ্র যদি তাহার কুঅভ্যাস গুলি পরিত্যগ করেন তবে তিনি তাহার সাহায্য করবেন। নরেন্দ্র আকাশ হইতে পড়িল, কহিল, কুঅভ্যাস কি মশায় ? স্বতন কুঅভ্যাস ত আমার কিছুই হয় নাই, জামার যা অভ্যাস আছে সেত আপনি সমস্ত জী: নেন।” এই কথায় ভালমানুষ মহেন্দ্র কিছু অপ্রস্তুত হইয় পড়িল, সে তেমন ভাল উত্তর দিতে পারিল না। নরেন্দ্র পূর্বে এত কথা কহিতে জানিত না, বিশেষ মহুেন্দ্রের কাছে কেমন একটু সঙ্কোচ অনুভব করত, সম্প্রতি দেখিতেছি, সে ভারি কথা কাটাকাটি করিতে শিখিয়াছে । তাহার স্বভাব আশ্চৰ্য্য বদল হইয়া গিয়াছে ! মহেন্দ্র শীঘ্র শীঘ্র তাহার সহিত মীমাংস করিয়া লইয়। তাছাকে টাকা দিলেন; ও স্ত্রীকে অন্যায় ভয় দেখাইয়া চিঠি না লে- } খেন। মহেন্দ্র সেই আদ্র বাষ্পময় ঘর ; হইতে বাহির হইয়া বঁচিলেন, ও পথের i মধ্যে একটা ডাক্তারখানা হইতে এক শিশি । কুইনাইন কিনিয়া লইয়া যাইবেন বলিয়। নিশ্চয় করিলেন। দ্বারের নিকট দাসীটি " বসিয়া ছিল, সে মহেন্দ্রকে দেখিয়া অতি | মধুর দুই তিনটি হাস্য ও কটাক্ষ বর্ষণ করিল, i ও মনে মনে ঠিক দিয়া রাখিল, সেই কটা ক্ষের প্রভাবে মলয়-সমীরখে, চন্ত্রণকরণে भएश्म दांजांग्न शिंग्नां भङ्गिग्नां থাকিধেী * stessessessassissa.