পাতা:ভারতী ১২৮৫.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ভারতী বৈ ১২৮৫ ; डूझशनास्यऽऽ | তাহার প্রার্থী হইল। তিনি একে একে বিতরণ করিতে লাগিলেন, পরিশেষে তাহার হস্তে একটি দণ্ড মাত্র অবশিষ্ট রহিল। গৃহে ফিরিয়া আদিয়া দেখেন যে গৃহিণী কোথা হইতে সকল কথার সন্ধান পাইয়াছেন । স্বামীর এই রূপ আচরণে জীজাই রাগান্ধ হইয়া সেই ইক্ষু-গাছটি কাড়িয়া লইয়া পতির পৃষ্ঠোপরি এমন সজোরে প্রহার করিলেন যে তাহ দুই খণ্ড হইয়া গেল । তুকারাম ঐ দুই খণ্ড ইক্ষু হস্তে লইয়া শাস্তভাবে কহিলেন—“প্রিয়ে, তুমি আমাকে এত ভাল বাস যে এই ত্যাখ-গাছটি একলা খাইতে ভাল লাগিবে না বলিয়া তাহা দুই খণ্ডে ভাঙ্গিয়া ফেলিলে ।” তুকারামের বিংশতি বৎসর বয়সে তাহার জ্যেষ্ঠ পত্নী রথুমাইর মৃত্যু হয় । ঐ বৎসর সন্তু নামক র্তাহার একটি পুত্রও মরিয়া যায়। তৎপূৰ্ব্বে র্তাহার পিতা মাত। ও ভ্রাতৃজায়ার মৃত্যুতে তিনি অত্যন্ত শোকগ্রস্ত হন—তাহার জ্যেষ্ঠ ভ্রাতা ও র্তাহীকে ছাড়িয়া তীর্থ যাত্রায় ঢলিয়া গিয়া ত{হার শোককে দ্বিগুণিত করেন । ইহার উপর দুর্ভিক্ষ ও অন্ন-কষ্ট, এই সকল কারণে তিনি সংসারের উপর বিরক্ত ও সৰ্ব্বত্যাগী | হুইয়া ঈশ্বরীরাধনায় জীবন উৎসর্গ করি: লেন। এইরূপে তাহার জীবনের পূর্বাদ্ধ অতিবাহিত হুইল । তুকারামক্কত কবিতাবলী “তুকারামের | অভঙ্গ” বলিয়া পরিচিত। তাহা মহারাষ্ট্ৰীয় | প্রাচীন সাহিত্যুের এক প্রধান অঙ্গ, ইহা নিতে আনিতে পথিমধ্যে কতকগুলি বালক হইতে কবির নিজ জীবন চরিত অনেকট সংগৃহীত হইতে পারে। একজন সন্ন্যাসী তুকারামকে তাহার বৈরাগ্য অবলম্বনের | কারণ জিজ্ঞাসা করাতে তিনি যে সকল | অভঙ্গে সেই প্রশ্নের উত্তর দিয়াছিলেন | তাহার কিয়দংশ নিম্নে উদ্ধত করা গেলঃ– t $999 - শূদ্র জাতি, সংসার চালাই ব্যবসায়ে, বিঠল গৃহদেবতা, নমি তার পায়ে । । এ সকল কথা কহু ভাল, বড় নয়, শুধাইছ, সেই হেতু কহিবারে হয়। মা বাপের মৃত্যু হ’লে পড়িয়া সংসারে, সহিমু কতই কষ্ট কহিব কাহারে ? ধন মান সঁপিলাম দুর্ভিক্ষের গ্রাসে, অন্নাভাবে গৃহিণী মরিল উপবাসে। লজ্জায় শরমে শেষে হ’য়ে মর মর, দুখে শোকে একেবারে হু’য়ে জর জর, ব্যবসায়ে দেখিয়া দারুণ নেক্সান, দেবতা মন্দিরে গিয়া কৈছু বাসস্থান, এগারই দিনে আরন্তিনু সঙ্কীৰ্ত্তণ, কিন্তু অধ্যয়নে তত নাহি ছিল মন, সাধুদের গুটিকত পবিত্ৰ বচন, মুখস্থ করিয়া নিমু করিয়ে যতন । , অন্য কেহ যদি কভু গাইতেন গান, আমিও ভক্তির সাথে মিলাতেম তীন। লজ্জা দূর করি দিয়া, শুদ্ধ করি প্রাণ, সাধুর চরণামৃত করিতাম পান । , পর উপকার সদা করিবার তরে, ""; শরীরের প্রতি মায়া দিহু দূর করে। ته . . . » বন্ধুদের অনুরোধে দিলাম না কান, } ংসারের প্রতি আর রহিল মাটাম।" |