পাতা:ভারতী ১২৮৫.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরের পরামর্শ না আনি শ্রবণে । সত্য অসত্যের সাক্ষী করিলাম মনে, স্বপ্নে মোর গুরু-মন্ত্র করিয়া শ্রবণ, | ঈশ্বরে অচলা ভক্তি করিন্থ স্থাপন । | কবিত্ব প্রতিভা শেষে স্ফৰ্ত্তি পেল মনে, | অৰ্পণ করিয়ু হৃদি বিঠোবা চরণে— নিষেধ* হইল শেষে কবিতা লিখায়, বড়ই আঘাত তাহে পাইকু হিয়ায়। গ্রন্থ মোর ফেলি জলে, গেলাম মন্দিরে, দেবতা প্রসন্ন মোরে হইলা অচিরে। সব কথা বিস্তারিয়া কহিবারে পাছে, সময় বহিয়া যায়, এত কথা আছে। এখন যে ভাব মোর দেখিছ সকল, ভবিষ্যতে কি হইবে জানেন বিঠঠল। ভকতে না উপেক্ষা করেন নারায়ণ, করুণা-সাগর তিনি জানিমু এখন। পাণ্ড রঙ্গে বললেন যে কথা সকল, তাই একমাত্র মোর রহিল সম্বল ।

vరి\రిe

আমি অতি হীন পাপী শুন সাধু সবে, এত ভাল বাস মোরে কেন বল তবে ? | মনে জানিয়াছি গতি নাহিক আমার এক ভেবে কাজ করি, লোকে ভাবে আর। কিছুতেই পূরিল না অভাব যখন, বর্তমান দশ তবে করিন্থ গ্রহণ। অবশেষে কুরাইয়া গেল মোর ধন, । অবশিষ্ট যাহা কিছু কৈছুৰিতরধ। । বির আগামী বারে প্রকাশিত হইৰে।

  • স্থাৱামপুত্র লিঙ্গ একলৱালকৰ তিনি| কবিতা লিখনে নিষিদ্ধ হইয়াছিলেন। ইহার বিশেষ । . . . . . - " - ... বলিয়া উল্লেখ কৰিয়াছেন-নিয়োজ{

হইলাম হতবুদ্ধি বিয়াদে মগন । : লোক মাঝে মুখ আর দেখাব না মনে, " | কাটাই জীবন মম বিজনে কাননে। } পেটের জ্বালায় মন হইল কঠিন, | পেটের জ্বালায় হৈনু দয়া-মায়া-হীন । - যে যা বলে বসে থাকি আপনার মনে, না শুনে ‘হা’ দিয়া যাই সবারি বচনে । । পূর্ব পুরুষের মোর ছিল ভক্ত অতি, তাই আমি বিঠোবার করিগো আরতি । তুকা বলে “কারে কথা নাহি শুনি আর, ভক্তদের এই গতি জানিয়াছি সার।” • \రినిఁ হে দেব যা কিছু মোর আছিল বিভব, আমার ভালরি তরে নিয়াছ সে সব । দুর্ভিক্ষের কালে যত পড়িয়াছি ক্লেশে, আমার ভালরি তরে হইয়াছে শেষে । শোক পেয়ে তব প্রতি ভক্তি গেল দড়, সংসারের উপরে বিরাগ হল বড়। ভালই যে পত্নী মম হুইল কর্কশা, ভাগ্য মোর লোক মাঝে এত যে দুর্দশ । ভালই যে জগতে পাইকু উপহাস, গোমেষাদি ধন ধান্য সব হল নাশ । লোক-লজি না রাথিতু হইল মঙ্গল, তোমারে করিমু হরি জীবন-সম্বল। তোমার মন্দিরে আজি সঁপিলাম কায়, তেয়াগিয়ে পুত্র জায় সংসারের মায়া } “ভাগ্য মোর” তুকাবলে “করিয় ধারণ, { একাদশী ব্রত উপবাস জাগরণ " | উপরে তুকারাম তাছার স্ত্রীকে কৰ্কশ ।