列 খোদিত প্রস্তরের “গথিক চ্যাপেলের” সোঁসাদৃশু দেখা যায়। ইহার মধ্যে কবরস্ক্রয় স্বর্ণীক্ষরে লিখিত কোরীণ মন্ত্রময় অতি চমৎকার চাদরে ... আচ্ছাদিত । মধ্যে হাইদর --দক্ষিণে টিপুর মাতা—বামে স্বয়ং টিপু শরান। মহীস্থর অবস্থানকালে সিংহাসনচ্যুত রাজার সহিত মেকলের সাক্ষাৎ হয়। র্তাহার মুখশ্ৰী-কথোপকথন-প্রাসাদ—অলঙ্কার— সৈন্ত হস্তী—সভাসদ প্রভৃতি তিনি একপত্রে বিস্তারিত বর্ণন কবিয়াছেন। ২৪ এ জুন সন্ধার সময় আবাব তিনি যাত্রা আরম্ভ করিয়া পরদিন মধ্যাহ্নে নীলগিরি আরোহণ | আরম্ভ করেন। পৰ্ব্বতের উচ্চদেশে আরোহণ করিয়া তিনি এক বনের মধ্যে প্রবেশ করিলেন, সেখানে ১ ক্রোশ পর্য্যন্ত একটা হনুমান ছাড়া আর কোন জনমানুষের সস্থিত তাহার সাক্ষাৎ হয় নাই। হঠাৎ একটা | রাস্তা ফিদুয়া দেখিয়া আশ্চৰ্য্য হইলেন "ঙ্ক"মনোহর হরিতবর্ণ পাহাড় }শ্রেণী, মধ্যে একটা সরোবর, তাহার ধারে kধীরে লাল খোলার বাটী, তাহার মধ্য হইতে একটা স্কুলর ভজনমন্দির শোভা পাইতেছে। সৰ্ব্বাপেক্ষ যে বড় গৃহ তাহ গবর্ণর জেনেরালের বাসগৃহ-প্রস্তরময় প্রশপ্ত ও স্বলয়। মেকলে ইহাতে প্রবেশ ধারে বসিয়া আছেন। মেকলেকে তিনি জঁভাস্ক স্নেহ ও সম্মানের সহিত অভ্যর্থমাকরি মেকলের ভারতবর্ষ প্রবাস । Iফরিঙ্গ সহসা গবর্ণর জেনেরলের সম্মুখে । উপনীত হইলেন। দেখিলেন লাট সাহেব । নির উত্তাপ সেবন করিতেছি সামান্থ ર૭હ ! লেন । মেকলেও তাঁহার গুণগানে ক্রটি ক | রেন নাই। তিনি বলিয়াছেন-ধাহা দেখিলাম | তাহাতে আমি তাহার যতদুর ব্যখ্যা শুনিয়াছি । র্তাহাকে তাহার যোগ্যই বোধ হইল—যেন । সততা-সরলতা—বদান্তত মূৰ্ত্তিমানford { William Bentinck # eisin ipfa ši- i হার যেরূপ ভাব মনে হইয়াছিল তাহার } সহিত অনেককাল একত্র সহবাস ও কাৰ্য্যা ৷ লাপে সেই ভাব আরো দৃঢ়ীভূত হয়। ] মেকলে তাহাকে কত ভাল বাসিতেন ও } ভক্তি করিতেন, তাহার আভাস র্তীস্থার রচনার স্থানে স্থানে পাওয়া যায় ও কলি- } *f*r* Town Hali qq সন্মুখস্থ ময়দানে । | যে প্রতিমূৰ্ত্তি বিরাজিত, তাহার পাদপীঠেীপরি যে প্রশংসাবাদ লিখিত আছে, তাহা । | হইতে স্পষ্ট উপলদ্ধি করা যাইতে পারে। । মেকলে তাহার বন্ধু এলিসকে এই } সময়ে যে পত্র লেখেন তাহা এই;— ' ' উতকামণ্ড ১ জুলাই ১৮৩৪ } উতকামণ্ড কোথায় তাহা জানিবার | জন্ত ম্যাপ দেখা বৃথা—কোন মানচিত্রে } এখনো ইহা স্থান পায় নাই। ঐ একটা : নূতন আবিন্ধিয়া—এখানে ইউরোপীয় লোকেরা স্বাস্থ্যলাভ উদেশে আগমন করে । ইহা সাগর পৃষ্ঠ হইতে ৭০৬৬ ফুট উন্ধে অ লওন যখন উননের মত গরম, আমি | এই Equator এর ১৩ ডিক্ৰী উত্তরের ঘরের সব দরজা বন্ধ করিয়া বসিয়া কাষ্ঠী" بیہہ شدہ ہم مناب۔ ۔ ۔ ۔ ۔یہ مہمند کی عید مہینہ జE
পাতা:ভারতী ১২৮৫.djvu/২৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।