नमग्नमग्न--इनमना- —i. —f • , - ... " সে তুকারামকে বলিল “তুকারাম শেট, মিছা মিছি নিষ্কৰ্ম্মার নায় ঘরে বসিয়া আধ মন করিয়া দান পাইবে, তাহতে তোমার পরিবারের ভরণ পোষণে সাহায্য হইবে-আর যদি কোথাও হরিনাম করিতে ইচ্ছা হয় তাহাও করিতে পারবে ।” তুকারাম তাহাতে স্বীকৃত হইলে তাহাকে ক্ষেত্র রক্ষণ কার্কে নিযুক্ত করিয়া ক্ষেতকারী গ্রামাস্তরে চলিয় গেল । তুকারাম ক্ষেত্ররক্ষণ কালে দেখিলেন যে, দানার লোভে বীকে বঁকে পক্ষীদল আসিয়া শস্যক্ষেত্রে উপদ্রব আরম্ভ করিল। কিন্তু ক্ষুধার্ঘ্য প্রাণীকে তাড়,ইয়া দে ওয়া দোযের কার্য্য জানিয়া তিনি তাহদের তাড়াইয়া দিতে বিরত হই, লেন। তিনি ক্ষেত্র মধ্যে কাঠমঞ্চের উপর বসিয়া ধ্যানে মগ্ন, এদিকে পক্ষীরা অকুতোভয়ে শস্য খাইয়া যায়। এইরূপে এক মাস চলিয়া গেলে ক্ষেতকারী প্রত্যাগত হইয় দেখে যে তাহার ক্ষেত্র বিহঙ্গকুলের বাসস্থান হুইয়াছে। ইহা দেখিয় সে ক্ৰোধভরে তুকারামকে তাহার অনবধানত জন্য বিস্তর তিরস্কার করিতে লাগিল, পরে গ্রীমের পাঁচ জনকে একত্র করিয়া তাহাদিগকে সমস্ত বৃত্তাস্ত অবগত করিল। তাহার ক্ষেতকারীকে জিজ্ঞাস করিলেন “তোমার ক্ষেত্রে কত মন শস্য উৎপন্ন হয় ? সে কছিল “দুই খণ্ডী” । । তাহারা তদনুসারে 1 झूहें খওঁীর মূল্য ক্ষেতকারীকে দণ্ডস্বরূপ } লিখিয়া দিতে তুকারামের প্রতি আদেশ j করিলেন। তৎপরে পঞ্চায়তের মধ্যস্থগণ STSiAAA SAAAAA S | আছ, যদি আমার ক্ষেত রক্ষণ করত তুমি । নিজ চক্ষে ক্ষেত্র তদারক করিতে গিয়া যে | দৃশ্য দেখিলেন তাহাতে অবাকু দেখেন যে ক্ষেত্রটি শস্যে শস্যে ছাইয়া গিয়াছে। সেই শস্য সংগৃহীত হইলে তাহা হইতে ১৭ খণ্ডী দানা উৎপন্ন হইল । গ্রামবাসীর বিচারে ধার্য্য করিলেন যে দুই থওঁী মাত্র ক্ষেতকারীর কথা মত তাহার প্রাপ্য—তাবশিষ্ট ভাগ তুকারামকে দিতে হুইবে । কিন্তু । তুকারাম তাহু! গ্রহণ করিতে সম্মত হইলেন । না। এক ব্রাহ্মণের নিকট উদ্ধৃত্ত দান গস্থিত রহিল । অবশেষে cनडूव भमित्र ভগ্ন প্রায় হুইয়ছিল তাহার সংস্করণ কার্য্যে তাহা বাঞ্জিত হইল । এই রূপে তাহার দিন যায়। এখনো পৰ্য্যন্ত ঠাহীর জীবনের গতি নিরূপিত ও বিশ্বাসের স্থিরতা সম্পাদিত হয় নাই । মাঘ মাসের দশমী শুক্লপক্ষের রীত্রিতে র্তাহার এক স্বপ্ন হয় তাহতেই তাহীর জীবন-স্রোত নিয়মিত হুইল। সেই স্বপ্নে বাবাজি নামক ৷ এক ব্যক্তি র্তাহার নিকট আবিভূত হন ও } চৈতন্যের শিষ্য বলিয়া আপনার পরিচয় } দিয়া তুকারামকে “রাম, কৃষ্ণ, হরি” এই { মন্ত্রে দীক্ষিত করেন। সেই সময় অবধি | তুকারামের হৃদয়-গ্রন্থি খুলিয়া গেলगकल गर्भग्न उम्लन इद्देश । डिनि ન অগাধ শাস্তি ও আনন্দ লাভ করিলেন । তাহা নিজেই কতিপয় শ্লোকে বর্ণন করিয়াছেম } - *.* | , ام دوكلا শুনদেব, মনে যাহা করেছি নিশ্চয়, । জীবন সপিন্থ পদে হইয়ে নির্জয়। - --
পাতা:ভারতী ১২৮৫.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।