४ २१९. মেকলের ভারতবর্ষ প্রবাস । (ভারতী আঃ ১২৮৫ ভদ্রতার সহিত যুক্তি প্রদর্শন কৰিয়া তাহী দের সঙ্গে কথা কহিতে যাই, তাহার তত | অবাধ্য হইয়া উঠে। তাহারী কিছুতেই বুঝিবে না। বলিতে কি, বলবান কর্তৃক বিমৰ্দ্ধিত হওয়া তাহীদের এমন অভ্যাস যে বিনয়কে তাহারা দুৰ্ব্বলতার চিকু জ্ঞান করে । জজ বলিলেন আর কোন সাহেবকে তিনি ছোট লোকদের সহিত এরূপ ভদ্র ব্যবহার করিতে দেখেন নাই । কিন্তু আর আমি ধৈর্য্য ধরিয়া থাকিতে পারিলাম না । তাহাদের ভয়ানক বিদ্বেষ ও নির্লজ্জ অন্যায়৷ চরণ দর্শনে আমার গা জ্বলিয়া গেল। আমি বলিয়া তথাকার সেনাপতিকে সন্ধ্যার মধ্যেই যাহাতে এই মকদ্দমার বিচার হয় তাহার অনুমতি প্রার্থনা করিয়া এক পঞ্জ লিখিলাম। তাঁহাই হইল । কোর্ট বসিল ও সমস্ত রাত্রিই এই মকদ্দমার গোল চলিতে . লাগিল । অবশেষে জজের রায়ে আমার ভূত্য নির্দোষী সাব্যস্ত হইল। আমি তখন জানিতাম না, পরে শুনিলাম যে এই সুযোগ্য বিচারপতি এই মামলা উপলক্ষে | ২•টাকম্বুল খাইয়াছিলেন। ড়েমৃড়িমোমার স্বামী গত কল্য যে টাকা লইতে অস্বীকার করিয়াছিল, এক্ষণে তাহ সন্তোষের সহিত গ্রহণ করিতে প্রস্তুত, কিন্তু ॥এখন আমি তাহাকে এক পয়ল দিতেও { সন্মত হইলাম না। যে সকল ছাত্মা এই গোলযোগ বাধাইয়াছিল তাঙ্গদের রাগের আর সীমা রহিল না । আমার ভূত্য পরদিন ১১টার সময় ছাড়িবে ও আমি তাহার হইল। আমি চাহিয়া দেখি, ন কতকগুলি লোক তাহাকে তাহার পালকীর মধ্য হইতে টানিয়া বাহির করিয়াছে—তাহার পাগড়ী ছিড়িয়া ফেলিয়াছে—তাহাকে প্রায় বিবস্ত্র করিয়া ফেলিয়াছে—ও ৰোধ হইল যেন তাহারা তাহাকে ছিড়িয়া কাটিয়া খাইতে উদাত । আমি একটা লাঠি হাতে তাহাদের মধ্যে দৌড়িয়া গিয়া পড়িলাম। তাছাদের মধ্যে প্রবেশ করিয়া আমার আর অন্ত কোন উপায় ছিল না ও আমার মনে হইল যে, শুধু তাহার নয়, আমারো জীবন সং | শয় । আমি গরীব বেচারীকে কণ্ঠস্বষ্টে ধরিয়া রহিলাম--তাহার স্বদেশীয়দের স্থায় { সেও নিতাস্ত ভীরু স্বভাব, দেখিলাম সে মুচ্ছ"প্রায় হইয়াছে। একজন সেনা না- } পিত যে আমার ক্ষেীর কৰ্ম্ম করিত, সে | দৌড়িয়া কতকগুলি পুলিসের লোক ডা- { কিয়া আনিল। আমি আমার বেয়ারাদের | বলিলাম ফের এখনি আমাকে সেনাপ | তির বাড়ীতে নিয়ে চল । সেখাaেaaমর | অধিকক্ষণ অপেক্ষা করিতে হয় নাই। যখন | করনল সাহেব জজ আর কৌন্সলের সাহের } বাদী, তখন বিচারে কালবিলম্ব হইবল্প কোন | কথাই নাই। আমি তিন কথায় আমার যাহা | বক্তব্য তাই বলিলাম। তিন মিনিটের মধ্যে ; বিদ্রোর্থীগণ বন্দীশালায় প্রেরিত झ्हेण | আর আমার ভৃত্য একজন সিপাই সঙ্গে ]; করিয়া রাস্তায় গিয়া নিরাপদে ಸಿ|
- ് {് : &
পরদিন প্রত্যুষে মেকলে পাহাড় 1**ख_छक्केब नमग्न झाड़िब eरे थार्थः নামিকে লাগিলেন। *