পাতা:ভারতী ১২৮৫.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী:অ1ঃ ১২৮৫) মেকলের ভারতরত্ন প্রবাস । , a প্রায় একঘণ্টাকাল নীচে নামিয়া আমরা মেঘ ও কুয়াস হইতে মুক্ত হইলাম-আমাদের সম্মুখে মহীস্বরের ক্ষেত্র, যেন হরিত পল্লবের সমুদ্র—তাহার উপর সূর্য মহা গৌরবে প্রকাশ পাইতেছে । প্রকৃতির সৌন্দর্ঘ্যে মুগ্ধ হওয়া আমার স্বভাব নয়, আমিও কিন্তু এসময়ে আননদtশ্রী পালকীর মধ্য হইতে লাফাইয়া পড়িয়া পদব্রজে চলিতে লাগিলাম। দুই ঘণ্টার মধ্যে প্রায় ৩০০০ ফাট নামা গেল 희ত্যেক পথ পরিবর্তনে নিম্নস্থিত অসীম জঙ্গলের নূতন নুতন ভাগ দৃষ্টিপথে আবিভূতি হইল। এই বিস্তীর্ণ জঙ্গল, স্বভাবজনিত – পৃথিবীর সঙ্গে যাহার সমান বয়স, তাহার সহিত আমাদের দেশের ভাল ভাল ক্ল ত্রিম উদ্যানের সাদৃশু দেখিয়া আমি চমৎকৃত হইলাম। পাহাড়ের উপত্যকায় অবতরণ ! कब्रिग्न आभद्रा 4भन শোভাময় কীলনের স্ট্র মধ্যর্শন চলিলাম যে তাহ ঈডন কানo মের একভাগ বলিয়া নির্দেশ করা বাইতে পারে । এত বড় বড় বৃক্ষ আমি কথন সেৰি নাই। এমন কত শত প্রকাও প্রকও পাদপ দেখিলাম যাহার ক্ষুদ্রতম | rও আমাদের দেশের প্রকাও ওকের | গতি তুলনা হইতে পারে । তৃণ ও বন |sদ সকল আমার মাথার সদে সমান . রূপে প্রকাশ পাইতেছে। সন্ধ্যার কিছু | পূৰ্ব্বে আবার আমি পালকা হইতে মামিয়।

ভজ্ঞস্থইর উঠিয়াছে, স্বর্ষ্যের সঙ্গে এতদিন - |জরায় দেখা সাক্ষাৎ মাই, এখন উজ্জল

- ফুিৰা দেখিলাম যে আম্যু |. অতিক্রম করিয়া আসিয়াছি তাহা আমার o ১• ক্রোশ পিছনে পড়িয়া আছে, এখনো | সেই মেঘ বৃষ্টি কুয়াসায় পূর্ণ-যাহার মধ্যে | আমি এতদিন বাস করিতেছিলাম: ? :

  • ১৬ই মঙ্গলবার মান্দ্রাজে জাহাঞ্জে চড়িলাম। কলিকাতায় যাইবার পথে আমি । পোর্ট গীস ভাষা শিখিতে আরম্ভ করিলাম | আর যতটা আবশ্যক বোধ করি তাই এক! প্রকার শিথিয়াও লইলাম। লুসিয়াড | পড়িলাম ও আবার আর একবার পাঠ করিতেছি। কামোয়েনকে আমার যত ভাল কবি বলিয়া মনে ছিল, তাহ বোধ । হইল না । কিন্তু এই সকল বিষয়ে প্রথমেই ৷ অামার যেরূপ মন্তব্য দাড়ায় তাহ এতবার i ভ্ৰমাত্মক দেখিয়াছি যে এখনাে আমার ! আশা হয় যে এত বিচক্ষণ লোকে যাহা | ভাল বলিয়াছে আমিও তাহীদের মতের । সহিত মিলিতে পারিব। বিদেশীয় ভাষায় । ৰে কোন বিখ্যাত গ্রন্থ পাঠ করুিয়াছি তাঙ্কু হার প্রথম পাঠে কখনই আমি অtশল্পী রূপ উৎকর্ষ গ্রহণ করিতে পারি নাই। কে- | বল দাস্তুের কাব্য ও ডন কিল্পেটি ঐনিয় । মের বহির্ভূত-তাহাদের প্রথমে পড়িয়াই না। আশাতীত উংকৃষ্ট বলা বোধ | ছইয়াছিল ।” . . .

তাহার পোর্ট গীল অধ্যায়নের বড় সময় i রছিল না, এক সপ্তাহের মধ্যেই জাহাজ । গঙ্গাসাগরে আসিয়া পড়িল। তিনি কঞ্চি? কাতায় লাট সাহেবের বাটাতে উত্তীর্ণ হইয়া তথায় ছয় সপ্তাহ কাল বাস করিলেন। i i |