*રાજી) পিত্রার্কাভ লয়। চারিদিকে তরু লতা কহিত মৰ্ম্মরি “প্রেম হেথা করিয়াছে সাম্রাজ্য বিস্তার ” | " পূর্বেই বলিয়াছি, পিয়ার্কার মনে মনে বিশ্বাস ছিল, বা এক একবার বিশ্বাস হুইত বেলর তাছাঙ্কে ভালবাসে। অনেক কবি অকুরাগের নেত্র অনুরাগের কাহিনী যেমন পড়িতে পারে, যুক্তিকে ভাঁহার নিকট অনেক সময় পরাস্ত মানিতে হয় ,লরার দৃঢ় দৃষ্টির মধ্যে হয়ত পিত্রার্ক, ડ છઠ્ઠાત્ર আভা দেখিতে পাইয়াছিলেন, যুক্তি এখন তাহ অনুধাবন করিতে পারিতেছে না, হয়ত তখনো পারিত না। এক সময়ে পিত্রার্ক যখন দূর-দেশে ভ্রমণ করিবার জন্য যাইতেছিলেন, তখন লরাকে দেখিয়া তিনি কহিতেছেন সুকোমল স্নান ভাব কপোলে তঁাহার ঢাকিল সে হাসি তার, ক্ষুদ্র মেঘ যথা ! প্রেম হেন উথলিল হৃদয়ে আমার ত"খি কৈল প্রাণপণ কহিবারে কথা ! তখন জানিমু আমি স্বরগ আলয়ে - কি করিয়া কথা হয় আত্মায় আত্মায় ; উজলি উঠিঙ্গ তার দয়া দিকচয়ে আমি ছাড়া আর কেহ দেখেনিগে তায় ! - o 事 擊 সবিষাদে অৱনত নয়ন তাহার | নীরবে আয়ারে যেন কহিল সে এসে, , } “কে গো ছা বিশ্বাসী এ বন্ধুৱে আমার লইয়া জেতেছে ডাকি এত দূর-দেশ ?” । লীষ্ঠের পল্লহীন তরুশাখায় বগিয়া সুস্ক্যাকালে বিহঙ্গম বিষঃসঙ্গীত গাহিতে, مه& ,n 響。°′°事 তাতেই তাহার এই ৰিশ্বাস প্রকাশ পাইত । ] ছিল, কবির হৃদয়ের স্বরে তাহার স্বর মিলিয়া গেল, তিনি গাণ্ডিয়া উঠিলেন--- হারে হতভাগ্য বিহঙ্গম সঙ্গীহীন | মুথ ঋতু অবসানে গাহিছিল গীত! : ফুৱাইছে গ্রীষ্ম ঋতু ফুৱাইছে দিন , 1 আসিছে রঞ্জনী ঘোর আসিতেছে শীৰ্ত : ওরে বিহঙ্গম, ভূঁই দুখ-গান গাস । যদি জানিতি কি যে দহিছে এ প্রাণ তা হলে এ বক্ষে আসি করিতিস্বাস, , এর সাথে মিশাস্তিস বিষাদের গান : কিন্তু হা-জানি না তোর কিসের বিষাদ, ভ্ৰমিসরে যার লাগি গাছিয়া গাঠিয়া, হয়ত সে বেঁচে আছে বিহুঙ্গিনী প্রিয়া, . কিন্তু মৃত্যু এ কপালে সাধিয়াছে বাদ ! স্বখ দুঃখ চিন্তা আশা যা কিছু অতীত, তাই নিয়ে আমি শুধু গাহিতেছি গীত । যখন তাহার লরার বর্তমানে প্রকৃতির । মুখস্ত্র আরো উজ্জ্বলতর হইয়া উঠিত, তখন ! তিনি গাহিতেন- :* - কি সৌন্দর্য্য-শ্রোত হোথা পড়িছে ঋরিয়া ! স্বৰ্গ দিতেছেন ঢালি কি আলোক-রাশি !
- 송 癸 +
l r T চরণে হরিত তৃণ উঠে অঙ্কুরিয়া শত বর্ণময় ফুল উঠিছে বিকাশি? : - হৰ্ষময় ভক্তি ভয়ে সায়াহ্ন-বিমান ; সমুদয় দীপ তার করেছে জ্বলিত, । প্রচারিতে দিশে দিশে তার যশোগান : , পাইয়া যাহার শোভা হোয়েছে শোভিত! }, আবার কখনো বা সন্ধ্যাকালে একান্ধী { গাহিতেছেন - : { to " .. , - to “