| -- . . . . ভারতী ফা ১২৮৫ ) গেটে ওস্তাহার প্রণয়িনীগণ। . . . سنسد J ఇస్సె | ভাল বাসে, তাহা হইলে সে কি মুখীই হইত "গ্রেষেণ কহিল “ই কথাটা শুনিতে যেমনই হউকৃ—নিতান্ত অসম্ভব নহে ।” গেটে কহিলেন “আচ্ছা মনে কর, এক, জন যে তোমাকে চেনে, মাথায় করিয়া পূজা করে, ভাল বাসে, সে যদি তোমার সম্মুখে এই চিঠি খানি দেয়, তবে তুমি কি কর?” গ্রেষেণ ঈষৎ হাসিয়া, ੰ ভাবিয়া চিঠিটা লইল ও তাহার নীচে আপনার নাম মই করিয়া দিল। গেটে অনন্দে ট্র্যাপ্ত হইয়। তাহাকে আলিঙ্গন করিতে ੇ । সে কহিল—“ন—চুম্বন করিও না—উহ। ত সচরাচর হইয় থাকে, ভাল বাসিতে হয় ত ভালই বাস ।” প্রেমিকের এরূপ সাহসি কত। আমাদের কাছে কেমন কেমন লাগে । বটে—কিন্তু ইয়ুরোপীয়দের চক্ষে এরূপ দৃশ । ও তাঁহাদের কর্ণে এরূপ কথাবাৰ্ত্ত চিরা ভ্যস্ত । গেটের জীবনচরিত পড়িবার সময় অবশ্য কতকটা তাহীদের দেশীয় অ!চার ব্যবহারের অভ্যন্তরে প্রবেশ করিতে হইবে। পরে গৈটে সেই চিঠিটি লইয়। কছিলেন “এচিঠি আমার কাছেই ছিল-সমস্ত CF ਾਂঅামাকে বীচাইয়াছ !” গ্রেষেণ কহিল “আর কেহ না আসিতে আসিতে এই বেলা তুমি চলিয়া যাও।” o গেটে কোন মতে তাহাকে ছাড়িয়া যাইতে | পারিলেন না। } ऊँहाब्र छूहे इख शब्रिग्नां ७भन मग्नांक उi८द কিন্তু সে স্নেহুের সহিত কছিল যে, গেটের চক্ষে জল আসিল,
- | গেটে কম্পনায় দেখিলেন তাহারে চক্ষে
যেন জল আসিয়াছে । অবশেষে তাহার সঙ্গে করিয়া লইয়। যাইতেন। এই রূপে সে রাত্রি কাটিয়া গেল। কিন্তু হস্ত চুম্বন করিয়া চলিয়া আসিলেন। গেটে কয়েক সপ্তাহ ধরিয়া প্রত্যহ তাহার সহিত । সাক্ষাৎ করিতে আসিতেন ; নানাবিধ ভোজে, নানা প্রমোদ স্থানে, তিনি তাহাকে । গেটে এক দিন গ্রেযেণদের বাড়িতে অনেক রাত্রি পৰ্যন্ত আছেন, সইম! তাহার মনে পড়িল । তিনি তঁহিীদের দ্বারের চাবি আনিতে o ভুলিয়া গিয়াছেন। কহিলেন–র্তাহার বাড়ি। ফিরিয়া যাওয়া অনর্থক, আলোক গোল মাল না করিয়া বাড়িতে প্রবেশ করা অস- | স্তব । তাহারা সকলে কহিল—“বেশ ত —এস, আমরা সকলে মিলিয়। আজ এই থানেই রাত্রি জাগরণ করিয়া কাটাইয়া দিই ।” গেটের তাহীতে কোন "আপত্তি ছিল না । এমন কি, তামাদের এক এক বার সন্দেহ হয়, তিনি ইচ্ছা করিয়াই বা f চাবি আনিতে ভুলিয়া গিয়াছেন ! কাফি - পান করিয়! সকলে রাত্রি জাগরণের উদ্যোগ করিতে লাগিলেন। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই আস্তে আস্তে তাস খেলা বন্ধ হইল, গণপ ক্রমে ক্রমে থামিয়া মাঙ্গিল, গৃহের ক তাহার চৌকির উপর ঘুমাইতে আরম্ভ করিলেন; অভ্যাগতগণ ঢুলিতে লাগিলেন। গেটে এবং গ্রেষেণ জানালার এক ধীরে বসিয়া অতি মৃদুস্বরে কথা বাৰ্ত্ত: কহিতেছিলেন, ক্রমে গ্রেষেণেরও ঘুম আ-1 সিল, তাহার মন্থকটি সে ধীরে ধীরে গেটের } কাঁধে রাখিল, ক্রমে ঘুমাইয় পড়িল । গেটেও অম্পে অপে ঘুমাইয় পড়িলেন। o