পাতা:ভারতী ১২৮৫.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী কা ১২৮৫ ) গেটে ও র্তাহার প্রণয়িনীগণ। ૨R(t Η οπτι পড়িল, কিন্তু তিনি কনিষ্ঠ এমিলি 1 য়ার প্রেমে পড়িলেন। এক সময়ে লুশিন্দা I রোগ-শয্যায় শয়ান ছিল—তাহার ঘরের | পাশ্বে এমিলিয়া ও গেটে বসিয়াছিলেন। এমিলিয়া গেটের নিষ্ফল প্রেম লইয়। কথেt পকথন করিতেছিল। কিছুক্ষণ পরে এমিলিয়া গোটকে কহিল—“তোমাতে জামাতে তবে এই পর্যন্ত ।” গেটেকে দ্বার পৰ্য্যন্ত লইয়া গিয়া এমিলিয়া কহিল “ আমাদের এই শেষ দেখা । তোমাকে যাহা ক থনো দিই নাই ও দি ঘুম ন;"#ঞ্জ তাহ দিলাম।” এই বলিয়া গেটের গলা ধরিয়া | তাহাকে চুম্বন করিল। উন্মত্ত গেটে তাহাকে আলিঙ্গন করিলেন---এমন সময়ে লুশিন্দা তাহার রোগশয্যা হইতে বিশৃঙ্খল-বসনে ছুটিয়া আসিয়া এমিলিয়াকে কহিল “তুমি একলা কেবল উহার নিকট হইতে বিদায় লইতে পরিবে না।” এমিলিয়া গেটেকে ছাড়িয়া দিল—লুসিন্দ গেটের বঙ্ক জড়াইয়া ধরিল-ও ত{হার স্বর্ণবর্ণ কেশপাশ দিয়া উহার মুখ ঢাকিয়া ফেলিল । শিন্দা অনেক ক্ষণ মীরন্থে এই অবস্থায় { রছিল –গোটত কতকটা কৃতবুদ্ধি হইয়া পড়িয়াছেন। কিয়ৎক্ষণ পরে লুশিন্দ গেটেকে ছাড়িয়া দিয়া ব্যাকুলমেত্রে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। { আবার কিয়ৎক্ষণ পরে ছুটিয়া গিয়া চুম্বনে চুম্বনে তাহাকে যেন প্লাবিত করিয়া দিল ; পরিশেষে কহিল-“এখন আমার অভি শাপ শুন--আমার পরে প্রখম যে তোমীর ঐ অধর চুম্বন করিবে—চিরকাল তা ধরাধরি করিয়া নির্জনে গিয়া জালিঙ্গন ক হার দুঃখের পর দুঃখ হউক! যদি সাহস । - হয়। তবে পুনরায় চুম্বন করি ৪—কিন্তু আমি | নিশ্চয় জানি ঈশ্বর আমার প্রার্থনা শুনিয়াছেন। এখন তুমি বিদায় হও—যত শীঘ্র পার, বিদায় হও!” গেটে বিদায় হইতে | কিছুমাত্র কালবিলম্ব করিলেন না । এখন আমরা পুনরায় ফুেডরিকার নিকট প্রত্যাবর্তন করি । পূৰ্ব্বোক্ত দ্বিতীয় মিলন কালে গেটে ফুেডেরিকার সহিত গ্রাম l পথে ভ্রমণ করিতেছেন-দিন গুলি অতি । শীঘ্র ও অতি সুখে চলিয়া যাইতেছে--কিন্তু এ পর্যন্ত সেই অভিশাপের ভয়ে গেটে । কখনো ফ্রেডরিকাকে চুম্বন করেন নাই । এই খানে পুনরায় পাঠকদিগকে স্মরণ করাইয়া দিতেছি যে, বৈদেশিকের জীবন চরিত্র পড়িবার সময় আপনাকে কতকটা তাহাঁদেরই রীতি নীতি প্রথা সহাইয়। লওয়া প্রয়োজনীয় । তাহদের কার্য্য তাহাদেরই আচার ব্যবহারের সহিত তুলনা করিয়া বিচার করা কুৰ্ত্তব্য এক প্রকার তাপ খেলা আছে, হারিলে চুম্বন দণ্ড দিতে হয়—গেটে এই চুম্বনের পরিবর্তে কবিতা উপহার দিতেন—কিন্তু যে মহিলার তাহার" নিকট হইতে চুম্বন প্রাপ্য থাকিত সন্থার } যে মৰ্ম্মে আঘাত লাগিত তাহ বলা বাহুল্য। | কিন্তু গেটে অধিক দিন এরূপ সামলাইয়ুঃ - চলিতে পারেন নাই। একটি নীচের উৎসবে গেটে ফ্রেডেরিকার সহিত নাচিয়ছিলেন-1 গেটের নাচ ফ্রেডেরিকার বড় ভাল লাগিয়াছিল। নাচ শেষ হইলে উড়য়ে হাত ۶ټه