পাতা:ভারতী ১২৮৫.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిసి 9 গেটে ও তঁহার প্রণয়িনীগণ । ( ভারতী কা ১২৮৫ রিয়া কছিলেন, উভয়ই উভয়কে মনের সহিত । | ভাল বাসেন। দিনে দিনে উভয়ের ভাল খtল বর্জিত হইতে লাগিল—অবশেষে I গেটের বিদায় লইবার সময় আত্মীয়দের ! সম্মুখেই ফ্রেডরিক তাহাকে চুম্বন করিল। গেটে ফুেডরিকার প্রেমকে বরাবর পালন করিয়া আসিয়াছিলেন–কিছুই বলা কহ। হয় নাই, অথচ এক প্রকার স্থির হইয়া গিয়াছিল যেন তিনি বিবাহ করবেন। কিন্তু গেটে জানিতেন তাহার বিবাহ করিবার কোন সম্ভাবনা নাই । বিদায় হ’ব হ’ব সময়ে ঐকথা তাহাঁর স্মরণ হইল । | তখন ফ্রেডরিকাকে দেখিলে তাহার মন কেমন অসুস্থ হইত—ফে ডরিক হইতে দূরে থাকিতে পারলেই একটু শান্ত হই • ] তেন। বিদায়কালে গেটে অশ্বে আরোহণ - করিয়া হাত বাড়াইয়া দিলেন-ফে ডেরিকা র্তাহার হাত ধরিয়া কাদিতে লাগিল । - মনে মনে বিবাহ করিব না জানিয়াও বালিকার প্রেমকে প্রশ্লয় দেওরা যে অন্যায় হইয়াছিল, তাহ বলা বাহুল্য। কিন্তু ফেডরিক তঁহাকে কিছুমাত্র তিরস্কার বা তাহার নামে কোন দোষারোপ তাসে করে নাই । গেটের ছদয় হইতে প্রেম যেরূপ ধীরে ধীরে অপস্থত হইয়াছিল,ফেডরিকারও সেই রূপ হইয়াছিল কিনা বলিতে পারি না। যাহা হউক অবিবাহিত অবস্থাতেই তাহার মৃত্যু হয়। গেটে ফেডরিকা সম্বন্ধে কষ্ট্রেস---- - | করিয়াছিল--কিন্তু এই প্রথম অামি নিজে - | তাপে সেই অতি আরামদায়ক প্রেমের } লোটের . . . - | এক জনকে নহিলে যেন আর এক জনে । *८अश्नं वचांद्र निर्सा इहैंड छ्नौङ्गष्ठ । হইয়াছিল—আনঘেণ আমাকে পরিত্যাগ দোষী হইয়াছিলাম। আমি একটি অতি | সুন্দর হৃদয়ের অতি গভীরতম স্থান পৰ্য্যস্ত | আহত করিয়াছিলাম । অন্ধকারময় অমু অবসানে কিছু কাল যন্ত্রণ পাইয়াছিলাম, এমন কি, তাহা অসহনীয় হইয়া উঠিয়াছিল। ! কিন্তু মানুষকে ত বঁচিয়া থাকিতে হইবে, কাজে কাজেই অন্য লোকের উপরে মনোনিবেশ করতে হইল।” এখন গেটে যারলেট নামক এক রমণীর প্রতি মনোনিবেশ করিলেন । কেজনার নামক যুবার সহিত ষার লোটের বিবাহ । স্থির হইয়া গিয়াছে। উভয়ই উভয়ের } প্রেমে আসক্ত। কেজনারের প্রণয়ে অস্থয়া | বা সন্দেহ কিছুমাত্র ছিল না ; য’হাকে | সে ভাল মনে করিত তাহারই সহিত ষা | লাপ করাইয়া দিত। এই রূপে | গেটের সহিত ষালোঁটের প্রথম আলাপ | হয়। প্রেমিক যুগলের সহিত গেটের প্রণয়- { সম্বন্ধ ক্রমেই পাকিয়া উঠিতে লাগিল। ষা: | লোট ব্যতীত তিনি আর থাকিতে পারেন | না। তাহারা উভয়ে মিলিয়া ওয়েটারের উর্বর ক্ষেত্রে ভ্রমণ করিয়া বেড়াইতেন । । যদি কাজ কৰ্ম্ম হইতে অবসর পাইতেন | তবে কেজনারও তাঁহাদের সৃহিত যোগ -ि তেন। এই রূপ ধীরে ধীরে তাছার পরস্প-} রের সহিত এমন মিলিত হইয়া গেল যে, 然 চলিত না। যতখানি উপযুক্ত, অল ভাবে গেটের তদপেক্ষ প্রেম জন্সিয়া গিয়া- r