পাতা:ভারতী ১২৮৫.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৪ , ... ভারতবর্ষীয়দিগের রাজনৈতিক श्रीशैनडा I SAAAAAAASAAAA ( ভারতী কী ১২৮৫ - م-سمی-سیاه bloody resistance they might offer or curses and imprecations they might heap on their hated con. querors”—অনেক সময় পরাজিত জাতি ছয় সত্য—তাহ আমরাও স্বীকার করি এবং সে বিষয় আমরা পূর্বে উল্লেখও কল্পিরছি। কিন্তু তাই বলিয়া “বল যার অধিকার তার" এই নিয়মটিকে কখনই উৎকৃষ্ট নিয়ম বলিয়া স্বীকার করিতে পারি না । এক জন দস্থ্য এক জন দুর্বলের ধন অপহরণ করিয়া দীন দুঃখীগণকে দান করিতে পারে, তাহা বলিয়া সে যে দস্থ্যতা-অপরাধে অপরাধী নহে কিম্বা সে যে সমাজের নিকট দণ্ডনীয় নহে, এ কথা কেহই স্বীকার } করিবে না । জগৎ-বিধাতার কার্যা-প্রণালীই এইরূপ যে তিনি অশুভ ঘটনা হইতেও | # কিঞ্চি শুভ উদ্ধার করেন । তাহ বলিয়া - যাহা অন্যায় তাহ कथनक्कै नाच्न झ्हेप्टङ পারে না যদি লেখক মহাশয়ের বলিবার অভিপ্রায় এই হয় যে, সমস্ত পৃথিবীতে—এমন কি তাহার, সভ্যতম অংশ ইউরোপেও যে নিয়ম এখনও কার্যতঃ | প্রচলিত রহিয়াছে তাঁহারই কথা তিনি বলিতেছেন, কোন নিয়মকে মনুষ্যসমাজের | নেতৃত্ব পদে অধিষ্ঠিত করা উচিত, সে বিষয় তিনি রলিতেছেন না, তাহা হইলে | জেতৃ-জাতির নিকট বহুবিধ উপকার প্রাপ্ত বীতে এখনও বল যান্ধঅধিকার তার এই নিয়মটি কাৰ্য্যতঃ প্রচলিত রহিয়াছে। সভা- } তাভিমানী ইউরোপ মুখে এই নিয়মটি স্বীকার করেন না বটে কিন্তু কাৰ্য্যতঃ এই নিয়মানুসারে অনেক সময়ে চলিয়া থাকেন। তবে অসভ্যদিগের সহিত তাহাদিগের এই প্রভেদ যে, অসত্যুের স্পষ্টাপটি এই নিয়মের অমু বৰ্ত্তী ইয়, আর র্তাহারা তাহার উপর একটি ξ. ধৰ্ম্মের আবরণ দিয়া স্বীয় অভিসন্ধি প্রস্ট" রাখেন । তাহাদিগকে বাধা হইয় এই যে একট-ন্যায় ধর্মের আবরণ দিতে হয়, ইহাও অপেক্ষাকৃত উন্নতির লক্ষণ বলিতে হইবে। ইহাতেই বৃঝা যাইতেছে বলাধিকারের নিয়ম ক্রমশই খর্ব হইয়া আসিতছে। ইহা আমরা মুক্তকণ্ঠে বলিতে পারি যতই মনুষ্যসমাজে সভ্যতার বাস্তবিক | এই নিয়মটির উপর “যতোধৰ্ম্মস্ততোঞ্জয়ঃ” এই নিয়মটি জয়লাভ করিবে । ইউরোপীয় সভ্যতার এক্ষণে এতটুকু উন্নতি হইয়াছে যে, ইউরোপীয়ের জ্ঞানত বুঝিয়াছেন যে ਜਾਂ রাজনৈতিক ব্যাপার সম্বন্ধে স্বার্থ-অন্ধ হইয়া" কাৰ্য্যতঃ প্রায়ই এই নিয়মের ব্যভিচার করেন। এবার আমরা স্থানাভাব-প্রযুক্ত এই খানেই শেষ করিলাম। লেখক মহাশয় | -- উন্নতি হইবে ততই *ठ्झन যার অধিকার তার’ { . নিয়মই শ্রেষ্ঠ নিয়ম, তবে অপূর্ণতা হেতু | - রাজনৈতিক স্বাধীনতা লাভের যে উপায় { নির্দেশ করিয়াছেন ভারতীয় আগামী সং । খ্যায় তাহার अttङनt5मोम्न थइड शईब | o - -