VE) N:o বঙ্গসাহিত্য "| ( ভারতী কা ১২৮ পৰ্য্যন্ত পাঠ করিতে করিতে আমাদের হৃদয় নানাপ্রকার রসে আপ্লুত হইয় উঠে। কবি আছে, চিত্রকার্যে র্তাহার মত রং ফলাইতে অদ্যাবধি আমরা বঙ্গদেশে কোন কবিকেই দেখিতে পাই নাই। র্তাহার ছন্দভঙ্গ দোষ আছে, গ্ৰাম্যতা দোষ আছে, অতিশয়োক্তি দেয আছে,এমনকি,দুই একস্থলে কল্পনার ব্যভিচারও স্কাছে বটে, কিন্তু তাহার নরনারী-প্রতিমা-মাত্রেই সজীব, তাহাদের শিরায় শিরায় যেন উষ্ণ শোনিত-ধারা প্রবাহিত হইতেছে । তাহার বর্ণিত বহিজর্গতও প্রকৃত জগতের প্রতিবিম্বস্বরূপ, এবং তাহার কল্পনার পরিধি দিগন্তব্যাপী। তিনি প্রাচীন পরম্পরাগত দুইটি গল্প অবলম্বন করিয়া যে কবিতা রচনা করিয়াছেন, তাহু রামায়ণ ও মহাভারতের মত বঙ্গসাহিত্যের একটি স্তন্ত-স্বরূপ,বিপুল অথচ বিচিত্র,বজায়স সদৃশ সারবান অথচ স্ফটিকবৎ স্বচ্ছ: কবিকঙ্কণ চণ্ডীর উদ্দেশ্য ভগবতীর মহিমা কীৰ্ত্তন ;–কিন্তু কবিকঙ্কনের ভগবতী ঠিক পুরাণের ভগবতী নহেন। পুরাণের ভগবতীর কথা মনে হইলে আমাদের হৃদয়ে ভক্তি-মিশ্রিত ভয়ের সঞ্চার হয়। যিনি সকল দেবতার শক্তি সমন্বিত ও সকল দেবতার আরাধ্য, যাহার অধিষ্ঠান পৰ্ব্বতশ্রেষ্ঠ হিমাচলের শিখরস্থিত কৈলাশপুরিতে এবং যাহার আরোহণ দেবতাদের যিনি একমাত্র ভরসা-স্বরূপ ও গল্প স্বৰ্গমণ্ডলের যিনি একমাত্র রক্ষাকত্রী, কঙ্কণের লেখনীর কেমন একটি মোহিনী শক্তি কামিনী দেখাইতে পারলেন না। রাজ } পশুশ্রেষ্ঠ কেশরীপৃষ্ঠে, অসুর-উৎপীড়িত সে দেবতা কবিকঙ্কণের ভগবতী মহেন। | কবিকঙ্কণের ভগবতী কেবল দয়াও দাক্ষিণা, } কেবল স্নেহ ও মমতায় গঠিত। এক এক সময়ে তিনি ভক্তের অরতী-fধমাশ সং- , কম্প করিয়া পুরাণের চণ্ডীভাব করিতে গিয়াছেন বটে, কিন্তু পরক্ষণেই । আবার তিনি মনুষ্য মধ্যে মাতুষ-জননী হষ্টয়া ভক্তকে হৃদয়ে তুলিয়া লইয়াছেন। পুরাণের ভগবতীর কাছে কেবল ব্ৰহ্মা বিষ্ণু বাসবেরই বর প্রার্থনা করিতে সাহস হয়, কবিকঙ্কনের ভগবত্নীর কাছে যেমন তেমন প্রকারে কোন প্রাণীই আবদার করিতেও সঙ্কচিত হয় না। পুরাণের ভগবতী তেজো- | ময় দেবতা, কবিকঙ্কনের ভগবতী স্নেহময়ী জননী। ধনপতি সদাগর সিংহলরাজ কর্তৃক লিংকলে কারারুদ্ধ হইয়া আছেন, তঁtহার কোন সংবাদই পাওয়! যাইতেছে না;ষ্ঠfহার দ্বাদশবর্ষায় পুত্র শ্রমস্ত পিতৃ-জদ্বেষণে | বহির্গত হইলেন, খুল্লনা পরম চণ্ডীপরায়ণ, সুতরাং আপদ দ্বাদশবর্ষীয় বালকটিকে উদ্দেশে চণ্ডীর হস্তে সমর্পণ করিয়া দিলেন। শ্ৰীমন্ত শ্ৰীদুৰ্গাকে স্মরণ করির বঙ্গদেশ হইতে সিংহল যাত্রা করিলেন । সাগর মধ্যে কালিদহে তিনি কমলেকামিনী দেখিলেন, সিংহলরাজকে গিয়া তিনি কমলে | কামিনীর বিবরণ দিলেন, কিন্তু রাজস্বচক্ষে তাহ দেখিতে আসিলে তিসি কমলে শ্ৰীমন্তকে প্রতারক ভাবিয়া মশানে উইকে{ বধ করিবার জন্য আজ্ঞা দ্বিগেম নিয়পরী: বালক মশানে আপনাকে নিরুপায়। -
পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।