| ৩৩৪ • * বঙ্গসাহিত্য । - ( ভারতী ক| ১২৮৫ মিদারুণ মাঘমাস সদাই কুজৰাট, { আন্ধারে লুকায়ে মৃগ নাপায়ে আখেটি { ফুল্লরার আছে কত কৰ্ম্মের বিপাক, মাঘ মাসে কাননে তুলিতে নাহি শাক, নিদারুণ মাঘ মাস, নিদারুণ মাঘ মাস, সৰ্ব্বজন নিরামিষ কিম্বা উপবাস । সহজে শীতল ঋতু এ ফাগুণ মাসে, পীড়িত তপস্বীগণ বসন্ত বাতাসে, শুন মোর বাণী, শুন মোর বাণী, কোন সুখে অমোদিনী হুইবে বাধিনী, ফাগুণে দ্বিগুণ শীত খরতর খরা, খুদ সেরে বান্ধা দিনু মাটিয়া পাথর, কতবা ভুগিব আমি নিজ কৰ্ম্মফল, মাটিয়া পাথর বিন না ছিল সম্বল, দুঃখ কর অবধান, দুঃখ কর অবধান, অামানি খাবার গর্ত দেখ বিদ্যমান । মধুমাসে মলয় মারুত মন্দ মন্দ, মালতীর মধুকর পিয়ে মকরন্দ, , বনিত পুরুষ দেহে পীড়িত মদনে, ফুল্লরার অঙ্গ পোড়ে উদর দহনে, দারুণ দৈব দোষে, দারুণ দৈব দোষে, একত্র শয়নে স্বামী যেন ষোল কোশে । বাস্তবিক এই বর্ণনাটার মত কৌশলময়ী রচনা, এমন অর্থপ কথায় এত প্রকার ভাব আর পাই লাই। কবিকঙ্কণের কল্পনাসমুদ্র কেবল তাৰ-তরঙ্গময় ইদানীন্তন কবিদের কুম্পন্ন প্রায়ই কেবল শব্দফেণময়। | জন স্বপ্রসিদ্ধ কবির একটা স্বর্ণমার সঙ্গে কবিকঙ্কণের একটা বর্ণনা তুলনা is '*. করিয়া দেখিব । সেই স্বপ্রসিদ্ধ কবি | একটা মায়াকানন এইরূপে বর্ণনা করি বিন্যাস আমার বম্বসাহিত্যে কোথাও । হেন মোর হয় জ্ঞান, দেৱতাঁর এ উদ্যান, আমরা উদাহরণ স্বরূপ এখনকার এক f য়াছেনমোহিনী মোহকর মহীরুহ রাজি প্রকাশিল সুন্দর কিসলয়ে সাজি । ধাবিল সমীরণ মলয় মুগন্ধি ; চুম্বনে ঘন ঘন কুম্ম অfমন্দি । কপিল ঝর ঝর তরুশিরে সাধে, শিহরিত পল্লব ঘর মর নাদে । হাসিল ফুলকুল মঞ্জুল মঞ্জন মোদিত মৃদুবাসে উপবন ফুল্ল। কোকিল হরধিল কুহুরবে কুধু ; শোভিল সরোবরে সরোজিনী পুঞ্জ । নাচিল চিতলুখে ময়ুর কুরঙ্গ,; গুঞ্জল্পে ঘন ঘন মধুপানে ভৃঙ্গ । দর শতদল প্রিয়স্তর আভা । সুবৰ্য অরধ শুরধ শশী শোভা ; শোভিল স্থতরুণ স্থল জল অঙ্গে ; বিরচিল স্থাদিনী মায়াধন রঙ্গে । কিন্তু কবিকঙ্কণ কালীদন্থের উদ্যানটী এইরূপে বর্ণনা করিয়াছেন- “ শুন কর্ণধার ভায়া, দেখরে সকল লেয়, মনোহর কমল উদ্যাল । ধন্য সিংহলের রাজা, কিবা করে শিব পুজা,
- ,
কিবা পুজা করে ভগবান । শ্বেত, রক্ত, নীল, পীত, শতদল বিকলিত, { কহলার কুমুদ কোকনদ । দেখি বহু কুসুম-সম্পদ 1. * -- . o গ্রীষ্ম হিম শিশির ব্যস্ত। ।