পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ש-אישייתייצב. ভারতী ক| ১২৮৫ ) Tমক্ষিপ্ত সমালোচনা" সঙ্গে মকরকেতু, বরষা শরৎ ঋতু, বিরহী জনেরে করে অন্ত ॥ রাজ-হংস করে কেলি, কৌতুকে মৃণাল তুলি, প্রিয়মুখে করে আরোপন । চঞ্চ পুট বিন্ধে মাছে, সরস সারসী নাচে, উড়ে বৈসে খঞ্জনী খঞ্জন । ডাহুক ডাহুকী ডাকে, চক্রবাকী চক্রবাকে, বদনে বদনে আলিঙ্গন । সঙ্গে চারি পাঁচ জানি, তাওঁব করয়ে কর্মী, দুঃখিনী। প্রথম খণ্ড। শ্ৰীহরিশ্চন্দ্র সরকার কর্তৃক প্রণীত । কলিত 钴 {i, এমৃদ যন্ত্রে মুদ্রিত। শকাব্দী ১৮:- “ ইহা একখানি পদ্যগ্রন্থ। একদা কোন মেঘাচ্ছন্ন অমানিশাতে পথভ্রান্ত হইয় পথিক একটী বনের ভিতর উপস্থিত হন । তিনি সেই কাননের ভীষণ ভাব ও বঙ্গুের গম্ভীর | - | নিনাদে ভীত হইয়া বনদেবীকে স্মরণ করেন। পরে বনদেবী তাহকে আশ্বাস প্রদান করিলে—তিনি প্রকৃতিস্থ হইলেন। এমন সময়ে বিদ্যুত লোকে বন উজ্বলিত হইলে তিনি দেখিতে পাইলেন একটী রমণী অচেতন হইয়া ভূমে পতিত আছেন। পথিক নেক যত্নে তাহার চৈতন্য সম্পন্ন}দন করিয়া র্তীস্থার পরিচয় জিজ্ঞাসা করিr লেন। উত্তরে জানিতে পারিলেন তিনি ভারত-জননী। এই বিপদের সময় সম্মুখে .., “ সংক্ষিপ্ত সমালোচনা । سیاسی است که ایرانی برای سیستاد

  • লেন। তিনি বাল্মীকির জন্য শোক করিলেন |

आजोङ्गखन দেখিয়া ভারত-জননীর শোক ○○○ | भक अझ cधधत्व গর্জন । হেন লয় মোর মতি, দেবতার এই কীৰ্ত্তি, অপরূপ দেখি কালীদহে। । কণক কুমুদ ফুটে, কান্তি কারুনছি টুটে, চিত্র গন্ধ লয়ে বায়ু বহে . এখন, সহৃদয় পাঠক মাত্রকেই জিজ্ঞাদ্য এই যে এই দুইটি বর্ণনার কোনটি পড়িলে সমস্ত শরীর পুলকিত ও হৃদয় মুগ্ধ হয় । সিন্ধু উথলিয়া উঠিল—তিনি পথিককে অt | পনার দুঃখের কাহিনী বলিতে আরম্ভ করি- ; —ব্যাসদেবের জন্য শোক করিলেন-মৃত | সকল সস্তানের জন্যই শোক প্রকাশ করিলেন, অধিক কি আয় রে ক্ষেত্রমোহন এ বঙ্গ ভবনে, কলে পাখাটান, আর কল ময়দার— কে স্বজিবে এবে ? ; : , , বলিয়া দুঃখ করিতে ক্রটা করিলেন ,नां । বাহা হউক, এ পুস্তক খানির ভাষা প্রাঞ্জল, এবং স্থানে স্থানে ভাবও সুন্দর বটে। হরিশ . বাবু যত্ন করিয়া লিখিলে এক জনগ্নন্দ কবি হইবেন না । * : বারইয়ারি পূজা-প্রহসন- { জনৈক পাণ্ড কর্তৃক প্রণীত। কলিকতা: গণেশ যন্ত্রে মুদ্রিত। মূল্য পাঁচ জন। "