পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\さN○や2 সংক্ষিপ্ত সমালোচন । { ভারতী ক| ১২৮৫ কুৎসিত নিয়মে সম্পন্ন হয় এবং “পাণ্ডীগণ” সুরাপানে উন্মত্ত হইয় যে সকল ঘৃণিত কাৰ্য্য করিয়া থাকেন—তাহাই অবলম্বন করিয়া পুস্তক খানি লিখিত হইয়াছে। এই ঘৃণিত পদ্ধতি যতই আমাদের দেশ হইতে উঠিয়া যায় ততই দেশের মঙ্গল । সভ্যতা সোপান । দৃশ্য সমাজ চত্র । প্রজাহিতাকাঙ্ক্ষিন কেনচিদ্বান্ধবেন প্রণীতম। কলিকাতা গুপ্ত প্রেস। মূল্য চারি জানা । বাঙ্গালীগণ পাশ্চাত্য সভ্যতার অন্ন করণ করিতে গিয়া—তাহার দোষ গুলি শিখিয়া লন এবং তাহা হইতে যে কি বিষময় ফল উৎপন্ন হয় গ্রন্থকার তাহাই চিত্রিত কfরয়াছেন । টমস গ্রউটের চরিত্রট সুন্দর রূপে চিত্রিত হইয়াছে । কল্পদ্রুম । মাসিক পত্র । শ্রদ্বারকা নাথ বিদ্যাভূষণ সম্পাদিত । ১২৮৫ সাল ভাদ্রমাস । এই মাসিক পত্রের এই খানিই প্রথম সংখ্যা-সম্পাদক মুখবন্ধে বলিয়াছেন SeAAAASASASS ཨ་མ་མ་། “পতিত মনুষ্যগণকে পরিত্রাণ করিবার জন্য ঈশ্বরকেও মৰ্ত্তভূমে আসিতে হইয়াছিল, এক্ষণে আবার সেই মনুষ্যের উপকারার্থে কল্পতরুকে স্বর্গ পরিত্যাগ করিতে হুইতেছে”—আমরাও ব্যাকরণের প্রতি দৃক্- } পাত না করিয়া “অগিচ্ছ বরদে দেখি” বলিয়া কল্পদ্রুমুকে কৃতাঞ্জলিপুটে আহবান | করিতেছি। মৰ্বলোকের আবহাওয়া স্বর্গের । গাছ গাছড়ার পক্ষে নিতান্ত শুভকর না | হইলেও, পণ্ডিতবর বিদ্যাভূষণের যত্নে যে কম্পদ্রুম অমৃত ফল প্রসব করিবে তাহ আমাদের ভরসা। अयुळे - প্রকৃতি রঞ্জন । মাসিক পত্র। মাহ । বৈশাঃ । রাজকীয় যস্ত্রে মুদ্রিত। - ঐখানি এক থানি সুন্দর মাসিক পত্র । । *নিক “অৰ্শক্ষিত বা সামমোশিক্ষিত | ব্যক্তিগণের বোধগম্য” এমন পরিপাটী এক i পত্রের এত দিন অভাব ছিল । میر {{নি মাসিক 受 ইহার প্রবন্ধগুলি যেমন সরল ভাষায় লি- } - i o খিত, তেমনি হৃদয়-গ্রাহী । t - %. ‘প্রকৃতিরঞ্জন সে অভাব দূর করিয়াছে। "