পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*" - - - - - - -- . . . - | ৩৪ ৷ সামুদ্রিক জীব । ( ভারতী বৈ ১২৮৫ --- করিয়া গিয়াছেন, সম্প্রতি ইহা প্রাণী ব! लिम्नो श्ब्रोिङ्कङ इहेग्नाटक्क । '. శి নিকটতম প্রাণীদিগের কি বুদ্ধি বা মনোরক্তি আছে ? ইহা স্থির করা এক প্রকার অসম্ভব। প্রথমতঃ ইহার প্রাণী কি উদ্ভিদ, তাহাই কত কটে স্থিরীকৃত হইয়াছে, এক্ষণে ইহাদের বুদ্ধি বা মনোবৃত্তি আছে কিনা তাহ স্থির করিতে বোধ হয় অনেক বিলম্ব লাগিবে। শুক্তির ত জন্মাবধি এক শৈলেই আবদ্ধ থাকে। কীটখুৱাও একটি মাত্র ক্ষুদ্রতম স্থান ব্যাপিয়া ভ্রমণ করিয়া বেড়ায়। (Amiba) অ্যামিবি কীটগণ, মিনিটের মধ্যে যাহারা শত বার | t f আকার পরিবর্তন করে, তাহারা ত জীবন্ত ! পরমাণু মাত্র। ইহাদের বুদ্ধ ও মনোরক্তি আছে কিনা ত{হা স্থির করা যে দুরূহ, তাহা বলা বাহুল্য । | উদ্ভিদজীবদিগের কঙ্কাল অতিশয় অপূর্ণ | স্নায়ুযন্ত্র অত্যন্ত অপরিস্ফুট। এই জাতীয় | অধিকাংশ জীবের,স্পর্শ ভিন্ন অন্য প্রকার ; অনুভূতি নাই, ইছারাই প্রাণি-জগতের শেষ শ্ৰেণীয় নিকটতম জাতির অন্তর্ভুত । উদ্ভিদজীবের অনেক জাতিতে বিভক্ত। লয়বেন হয়েক (Leuwenhoek) যখন অণুবীক্ষণ লইয়া সমুদ্রের এক বিন্দু জল পরীক্ষা করিতে গেলেন, তখন দেখিলেন, সেই এক বিন্দু জলের মধ্যে একটি হুতন জগৎ প্রচ্ছন্ন রহিয়াছে। সেই নুতন রাজ্যের অধিবাসীদিগের সংক্ষেপ বিবরণ . | পাঠ করা যাক। - faţierei (Rizopoda) ai îşș-vit কীটগণের বিশেষ প্রকৃতির মধ্যে, উহাদের পাক যন্ত্র নাই,জলজ উদ্ভিদগণের ন্যায় উহাদের গাত্রে যে স্মক্ষম সূত্র থাকে তাহা দ্বারা চলা-ফিরা করে,নিজ শরীর ইচ্ছাক্রমে বৰ্দ্ধিত ও শাখ প্রশাখায় বিভক্ত করিতে পারে । সময়ে সময়ে দেখা যায়, শাখা প্রশাখায় বিভক্ত অঙ্গগুলি ক্রমে গুটাইয় আসে,ও ক্রমে তাহীদের শরীরের মধ্যে মিলাইয় যায় । মনে হয় যেন আপনার শরীর আপনিই ভক্ষণ করিয়া ফেলিল। এই জাতীয় কীটেরা আবার অন্যান্য কীট এবং অন্যান্য জন্তুদিগের গাত্রে লগ্ন হইয়া প্রাণ ধারণ করে । অনেক জাতীয় রিজোপড় আছে, তন্মধ্যে ছুই তিনটির বিবরণ প্রকাশ করা যাইতেছে। অ্যামিবি (Amibie) নামক কীটপু দিগের আঠাবৎ শরীর এমন স্বচ্ছ, এত ক্ষুদ্র যে, অণুবীক্ষণ যন্ত্রে রাখিয়া সময়ে সময়ে খুঞ্জিয় পাওয়া যায় না । ইঃাদের শরীরের গঠন যে কি প্রকার তাহ কিছুই ভাবিয়া পাওয়া যায় না। অণুবীক্ষণ দিয়া দেখিতে ইহায় এক বিন্দু জলের ন্যায়, । কিন্তু মুহুর্তে মুহূর্বে ইহার এত বিভিন্ন আকার ধারণ করে, যে ইহাঙ্গের অt. | কৃতি কোন মতে নিৰ্দ্ধারিত করা যায় না। ; ইহাদের শরীরে পাকযন্ত্র দেখা যায় ম', তবে ইহারা কি করিয়া জীবন ধারণ করে ? এই রূপ স্থির হইয়াছে, যে, খাদ্যদ্রব্য তাহার শরীরের সহিত মিশাইয় লয় । অণুবীক্ষণ দিয়া ইহাদের শরীরে মাঝে মাঝে উদ্ভিদের অংশ দেখিতে পাওয়া স্নায় ।