\లిశి\ ভারতবর্ষীয়দিগের রাজনৈতিক স্বাধীনতা। { ভারতী আ১২৮৫ হয় ও ব্যক্তিগত বিভিন্নতা সম্পাদিত হয়। নুতন নুতন ঘটনা ও অবস্থা-স্রোতে আমরা একেবারে ভাসিয়া না যাই, কৌলিক নিয়ম আসিয় তাহার প্রতিরোধ চেষ্টা করে এবং কৌলিক নিয়মানুসারে যে দোষ-প্রবাহ ংশপরম্পরাক্রমে প্রবাহিত হইবার কথা, উপযোগিতার নিয়ম আসিয় তাহার পরিশোধন চেষ্টা করে ; এইরূপে এই দুই নিয়মের ঘাত-প্রতিঘাতে মনুষ্য-সমাজ উত্তরোক্তর উন্নতির পথে অগ্রসর হয়। আমরা বাঙ্গালি-জাতি যেমন একদিকে আমাদিগের পূর্বপুরুষদিগের নিকট হইতে দয়া, ধৰ্ম্মতীক্ষ্ণ বুদ্ধি প্রভৃতি সদগুণের উত্তরাধিকার প্রাপ্ত হইয়াছি, সেইরূপ আর এক দিকে র্তাহাদিগের ভীরুতা, নিবীৰ্য্যতা এইক্ষণে এই দোষগুলি আমাদিগের চরিত্র প্রভৃতি দোষেরও উত্তরাধিকারী হইয়াছি { হইতে অপনীত করিবার জন্য বাহিরের | ঘটনাবলী ও অবস্থা কতদূর অমুকুল ও উপযোগী দেখা আবশ্যক । বলিষ্ঠ সাহসী ইংরাজ-জাতির সংশ্রব ও দৃষ্টাস্ত একদিকে যেমন এই উদ্দেশ্য সাধন পক্ষে উপযোগী, সেইরূপ আর একদিকে ইংরাজি' সভ্যতা তাহার প্রতিকূল কি ন৷ তাহা আমাদিগের আলোচনা করা কৰ্ত্তব্য। Millমিল র্তাহার সভ্যতা নামক প্রবন্ধে এই মৰ্ম্মে বলেন যে, ইংরাজি সভ্যতার প্রভাবে ইংরাজদিগের বীর্য দিন দিন হ্রাস হইতেছে। fsfir R(RR–“There has crept Yover the refined classes, over the whole da9, of gentlemen in England, a . -。ごコ・ニ。 moral effeminacy, an inaptitude for every kind of struggle. They shrink from all effort, from every thing which is troublesome and disagréable The same causes which render them sluggish and unenterprising, make them, it is true for the most part, stoical under inevitable evils. But heroism is an active, not a passive quality, and when it is necessary to bear pain but to seek it, little needs it expected from the men of the present day. They can not undergo labour, they can not brook ridicule, they can not brave evil tonguy.: They have not hardihood an unpleasant thing to any one whom they are in the habit of seeing, or to face even with a nation at their back, the coldness of some little coterie which surrounds them.” ". যদি বলিষ্ঠ ইংরাজ জাতিকেও ইংরাজি সভ্যত দুর্বল করিয়া ফেলিতে পারে, তাহ { হইলে চির-দুৰ্ব্বল বাঙ্গালি জাতি তে। উহার দ্বারা অfরও দুৰ্ব্বল হইবার কথা । এখনও ইংরাজদিগের প্রকৃতিতে কুল-পরম্পরাগত { এত খানি সার সঞ্চিত আছে,অ্যাঙ্গে স্যাক্সন রক্তের এত অধিক তেজ আছে যে, তাহারই | বলে তাহার ইংরাজি সভ্যতার দৌর্বল্যজনক । প্রতাৰ কথঞ্চিৎ অতিক্ৰম করিতে সমর্থ {
পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।