পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী অ ১২৮৫ ) ভারতবর্ষীয়দিগের রাজনৈতিক স্বাধীনতা। wošq t হইয়tছ । কিন্তু বাঙ্গালিজাতির সে সারও নাই, সে তেজও নাই, অথচ সেই ইংরাজি সভ্যতার সমস্ত ভার তাহাদিগের দুর্বল স্বন্ধে চাপানো হইয়াছে। বাঙ্গালিজাতির পুরুষ পরম্পরায় অর্জিত অন্তরের সারবত্ত৷ ও শারীরিক বল নাই বলিয়াই তাহারা কোনও বিদেশীয় জাতির প্রভাব এ পর্য্যন্ত অতিক্রম করিতে সমর্থ হয় নাই । যখন মুসলমানদিগের আধিপত্য ছিল, তখন আমরা মুসলমানদিগের সভ্যতায় অভিভূত হইয় পড়িয়াছিলাম, এক্ষণে তসবার ইংরাজি সভ্যতায় সম্পূর্ণরূপে অভিভূত হইয়া পড়িয়াছি। মুসলমানদিগের আমলে তাহাদিগের অনুকরণে চাপকান কাব পরিয়াছিলাম, এক্ষণে আবার একেবারেই হার্টু 'কোটু পেণ্টলুন পরিতে আরম্ভ ੇ ! • কিন্তু ইহ স্বীকার ஒ: ভূয় যে, মুসলমান সভ্যতা ইংরাজি সন্ত্যতা অপেক্ষ। আরও দৌৰ্ব্বলাজনক । মুসলমানদিগের তুলনায় ইংরাজের সংশ্রব আমাদের পক্ষে যে অনেক উপকারী তাহাতে সন্দেহ নাই । মুসলমান সভ্যতার সহিত আলস্য ও বিলাসের মূৰ্ত্তিমান প্রতিরূপ-আতর গোলাব তাকিয় গদি প্রভৃতি যেন একেবারে জড়িত, এবং ইংরাজি সভ্যতা-গত বিলাস সামগ্রীর মধ্যেও অপেক্ষাকৃত শৰ্য্যতৎপরতা ও উদ্যমের ভাব লক্ষিত হয় । ইহা কে ন৷ স্বীকার করিবে যে, ইংরাজদিগের সংসর্গে, শিক্ষায়ও দৃষ্টাস্তে আমাদিগের কার্য্যতৎপরতা ও শ্রমশীলতা দিন দিন বৃদ্ধি হইতেছে। কিন্তু ইহা অামাদিগের স্বাভা }তার স্ফৰ্ত্তি হইতেছে—সেইরূপ আর এক | বিক নহে, সুতরাং ইহার উপর নির্ভর করা যায় না।শারীরিক বল ও ক্ষপ্তি হইতে স্বাভা বিক ভাবে যে উদ্যম-তৎপরতা প্রস্থত হয়, , তাহাই অপেক্ষাকৃত অধিক ফলপ্রদ ও ; স্থায়ী । ইংরাজি সভ্যতার প্রভাবে আমাদের এত অভাব বৃদ্ধি হইয়াছে যে, আর ! আপে সন্তুষ্ট হুইবার যে মাই। জীবিকার উপায় করিবার জন্য আকুল হইয়া সকলকে । ইতস্ততঃ বেড়াইতে হইতেছে, এমন কি, | উহার জন্য আমাদিগের যুবকদিগকে সাত সমুদ্র পার হইয়া দূর দেশে যাইতে হইতেছে। এত উদ্বেগ ও এত চিন্তা বাঙ্গালীর । দুর্বল শরীরে কি সহ্য হইবে ? এক্ষণে ইংরাজদিগের শাসনে আমাদিগের মধ্যে যেরূপ । এক দিকে কাৰ্য্য-তৎপরত,উদ্যম ও স্বাধীন দিকে আমাদিগের দৈহিক বল-সঞ্চয়ের } প্রতি লোকের কি সেরূপ যত্ন ও মনোযোগ : দেখা যায় । মুসলমানদিগের আমলে । তেমন সুশাসন ছিল না—দস্থাদিগের প্রান্থর্তাব ছিল, মুতরাং সকলকে দায়ে পড়িয়া । শারীরিক বল ও সাহস অর্জনের চেষ্টা ক- { রিতে হইত। তখন লেখা পড়ারও এত | চাপ ছিল না, সুতরাং শরীরের প্রতি অনে- - কটা লোকের দৃষ্টি থাকিত। বিপদের | সহিত সংগ্রাম না করিলে কখনই সাহস ও } আত্ম-নির্ভরের শিক্ষা হয় না । কিন্তু এক্ষণে | আমাদের বিপদের লেশমাত্র আশঙ্কা নাই। } আমরা শান্তির ক্রোড়ে দিব্য জারামে } শুইয়া আছি । রাজপুরুষদিগের উপর সমস্ত নির্ভর, আপনার উপর কিছুই নির্ভর । o