পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 8 ভারতবর্ষীয়দিগের রাজনৈতিক স্বাধীনতা । ( ভারতী অ ১২৮৫ করিতে হয় না । পুলিসের এমনি শাসন, জীবন-সম্পত্তি রক্ষার জন্য আমাদিগের নিজের কোন চেষ্টা পাইতে হয় না। এই জন্য শারীরিক বল ও সাহস অর্জনের নি. মিত্ত আমাদিগের কোন প্রয়োজনই বোধ হয় না। তাতে আবার লেখা পড়ার এত চাপ যে, এতদ্দেশীয় যুবকেরা শরীরের প্রতি মনোযোগ দিতে অবকাশ পান না এবং রাজপুরুষদিগেরও সে দিকে দৃষ্টি নাই । আমরা এ কথা বলি না যে, অরাজকত হউক, অশান্তি হউক, লেখা-পড়া দেশ হইতে উঠিয়া যাউক, কেবল শারীরিক বল অর্জনে লোকের চেষ্টা হউক । তাহ আমাদিগের বলিবার অভিপ্রায় নহে । আমরা বিলক্ষণ জানি যে, জ্ঞান-বিরহিত, শারীরিক বল পশুতেই শোভা পায়—তাহা মকুষ্যের উপযুক্ত নহে,

  • এবং ইহাও বিলক্ষণ জানি যে, যদি কোন

জনসমাজে অরাজকত অশান্তি থাকে,জীবনসম্পত্তি রক্ষার নিমিত্তই সকলকে আকুল হইতে হয়, তাহ হইলে সে সমাজের অস্তভূত কোন ব্যক্তি শিল্প বাণিজ্য বিজ্ঞান সাহিত্য প্রভৃতি বিষয়ে মনোযোগ দিতে পারে মা, সুতরাং সভ্যতা ও উন্নতির পথ বৃদ্ধ হইয়া যায়। কিন্তু আমাদিগের বলিবার অভিপ্রায় এই যে,যেহেতু আমাদিগের সামাজিক ও রাজনৈতিক অবস্থা শারীরিক বল ও সাহস অর্জনের অমুকুল নহে, সেই জন্যই আরও দেশের লোক ও রাজপুরুষদিগের এই বিষয়ে অধিক মনোযোগী হওয়া উচিত। |. এক্ষণে য়ে শাস্তি উপভোগ কল্পি টুকু বল-সঞ্চার করিতে পারেন যে আমরা | چسبیده یی ییحوم مح-- দেহের শাস্তি—তাহ বলবান জীবন্ত পুরুষের শান্তি নহে। শাস্তিকে রক্ষা করিবার জন্যও বলের প্রয়োজন । যদি আমাদিগের নিজের বল না থাকে, তাহা হইলে শাস্তি রক্ষার জন্য চিরকালই পরের উপর নির্ভর করিতে হইবে । যে শান্তি রক্ষার জন্য পরের উপর নির্ভর করিতে হয়, সে শান্তির স্থায়িত্ব কোথায় ? আজ যদি ইংলণ্ড আমাদিগকে ত্যাগ করিয়া যান, আমাদিগের এতটুকুও কি বল-সঞ্চয় হইয়াছে যে, আমরা নিজ বলে আপনাদিগের মধ্যে শাস্তি রক্ষা করিতে পারি ? সত্য, ইংল্লণ্ডের প্রসাদে আমরা তড়িৎ-বাৰ্ত্তাবহ পাইয়াছি--"বাস্পীয় শকট পাইয়াছি, বাষ্পীয় আলোক লাভ করিয়াছি,কিন্তু ইংলণ্ড যদি আজ আমাদিগকে ত্যাগ করিয়া র্যান—তা হইলে উহার অবশিষ্ট চারু কি থাকে ? তাড়িৎ-বাৰ্ত্তfবহু প্রভৃতি কি উড়িতের ন্যায় তিরোহিত হয় না ? এবং বাষ্পীয় শকট প্রভৃতি কি বাষ্পের ন্যায় বায়ুতে বিলীন হইয়া মায় না ? ইংলণ্ডের কামান বলুক বেয়নেট, শত্রুর আক্র মণ হইতে আমাদিগকে রক্ষা করিতেছে সত্য—কিন্তু ইংলণ্ড আমাদিগকে পরি: ত্যাগ করিয়া গেলে কি আমরা শিশুর | ন্যায় একেবারে অসহায় ও নিরুপায় হইয়া । পড়ি না ? - : আমরা ইংলণ্ডের নিকট আর কিছুই চাহি না-আমাদিগের বাহা স্থখ-সমৃদ্ধি হোক | বা না হোকৃ তাহাতে ক্ষতি নাই । তিনি যদি আমাদিগের মৃতবৎ নির্জীব দেহে এত