পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী অ ১২৮৫ ) ভারতবর্ষীয়দিগের রাজনৈতিক স্বাধীনতা । \obo i. আপনার উপর নির্ভর করিতে পারি— আপনাকে আপনি রক্ষা করিতে পারি— আপনার উন্নতি আপনারাই সাধন করিতে পারি—তাহা হইলেই আমরা তাহার নিকট প্রকৃত উপকার লাভ করিব—এবং তজ্জন্য র্তাহার নিকট চিরকৃতজ্ঞতা-পাশে আবদ্ধ হইব ।—তিনি যদি আমাদিগের অস্ত্ৰ শস্ত্র কাড়িয়া লন—তিনি যদি উপযুক্ত দেশীয় লোকদিগকে রাজ্যের উচ্চ পদে অভিষিক্ত করিতে কৃপণতা করেন—তিনি যদি ভারতবর্ষের প্রদেশে প্রদেশে অনৈক্য-বীজ বপন করেন—তিত-ঘদি দেশীয় বাণিজ্যের প্রতি বিদ্বেষ-কটাক্ষ নিক্ষেপ করেন—তিনি যদি দেশীয় সংবাদপত্রের মুখ বন্ধ করেন—তিনি যদি দেশীয়দিগকে পদে পদে অবিশ্বাস করেন--তিনি যদি আমাদুগকে চিরকাল শৈশব দশায় রাখিতে চেট }¢ãभ-उाश হইলে আমরা কি কখন স্বাধীনতা লাভের উপযুক্ত হইতে পারি ? স্বীকার করি আমা fদগের নিজের চেষ্টা, নিজের অধ্যৱসায়ের উপর অনেকটা নিজের উন্নতি নির্ভর করে কিন্তু আমরা সহস্ৰ বৎসরের অধীনতায় একেবারে চিররোগীর ন্যায় দুৰ্ব্বল হইয়া পড়িয়াছি—আমাদিগের দুর্বল চেষ্টায় কত দূর হইতে পারে ? তাহাতে যদি আবার কোন উচ্চতর প্রভু-শক্তি আসিয়া আমাদিগের উন্নতির পথে সহায়তা করা দূরে থাকুক, প্রত্যুত তাহাতে কণ্টক রোপণ করেন, তাহ হইলে কি আমরা এক পদও অগ্রসর হইতে পারি? লেখক মহাশয় এক স্থলে বলিয়াছেন “Do you think if we deserve libety, . , রাখিয়া তাহাকে বলেন যে, অগ্ৰে তুমি উপ- | যুক্ত হও তবে তোমাকে আমি পদচারণ | that is so say, if we have slowly but surely developed those conditions which alone entitle a nation to that grand golden privilege, o, England would be willing to withhold us from it—England, the land of noble | heroic patriots 2 ” - - লেখক মহাশয়ের ন্যায়, স্বাধীনতার জন্মভূমি ইংলণ্ডও অনেক সময়ে আমাদিগকে এই আশ্বাস দিয়া থাকেন যে, অগ্ৰে উপযুক্ত হও, তবে তোমাদিগকে আমি উচ্চ অধিকার প্রদান করিব—কিন্তু উপযুক্ত হইবার অবসর না দিলে কেহু কখন কি উপযুক্ত হইতে পারে ?—পিতা যদি তার | দুৰ্বল সন্তানকে অষ্টে-পৃষ্ঠে বন্ধন করিয়া | করিতে দিব—সে যেরূপ আশ্বাস-বাক্য | ইহাও তদ্রুপ। শিশুকে পদচারণ শিক্ষা ! দিবার সময় শিশু পদে পদে স্থলিত-পদ } হয়—কিন্তু এই রূপ পদস্খলনের ওজর | করিয়া যদি তাহাকে বলা হয়—তোমার ! এখনও উপযুক্ত বল হয় নাই, যখন বল । হইবে তখন পদচারণা করিও–এ যেরূপ | কথা উহাও সেই রূপ। সমস্ত হিন্দুজাতি | জেতৃজাতির ইচ্ছামাত্র ধ্বংস হইয়া যাইতে 1, পারে—লেখক মহাশয় এই রূপ বিভীষিক ! দেখাইয়াছেন, কিন্তু চিরকাল শৈশব দশায়: | থাকা অপেক্ষ একেবারে পৃথিবী হইতে | বিলুপ্ত হওয়াই কি প্রার্থনীয় মহে } ইংলণ্ডের একবার ভাবা উচিতৰুি মহান ।