পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द ड्यौद। সামুদ্রি «οι Η. ইহার যেরূপ ইচ্ছামতে শরীর প্রসারিত ও কুঞ্চিত করিতে পারে, তাহাতে শরীরের সহিত খাদ্য মিশ্রিত করিবার ইহাদের অনেকট সুবিধা আছে। কোন একটি উদ্ভিদাপুর উপরে নিজ শরীর প্রসারিত করিয়া পুনরায় কুঞ্চিত করিলে সহজেই তাহ তাহাদের শরীরমধ্যে প্রবিষ্ট হইয়া যায়। spatffar-Fāi (Foraminifera) First পূৰ্ব্বোক্ত জাতীয় তার এক প্রকার কীট আছে, তাহার প্রায় চক্ষুর অদৃশ্য বলিলেও হয়. তাছাদের আয়তন এক ইঞ্চির ২ শতাংশ অপেক্ষ অধিক নহে, কিন্তু এই ক্ষুদ্র কাটগণের দ্বারা কত বৃহৎ ব্যাপার সম্পা- ! ইহাদের স্তুপে সমুদ্রের কত স্থানের তীর হইতে হয়। পৃথিবীর অনেক স্থানের অাব- ভাগ নিৰ্ম্মিত হইয়াছে। প্রবাল এবং অ রণ কেবল মাত্র ইহাদেরি দেহে নিৰ্ম্মিত ন্যান্য দুই একটি সামুদ্রিক পদার্থের ন্যায় | श्ड्रेग्नाप्छ আমাদের আবাস-গ্রহের তুরুণা- } বস্থায় বোধ হয় এই কীটগণ অসংখ্য পরি- ; করিয়াছে । এই চক্ষুর অদৃশ্য পদার্থ সমু | মাণে সমুদ্রে বাস করিত। তাহদের রাণী- দ্রের বিশাল উদর পূর্ণ করিয়া ক্রমে ক্রে কৃত মৃত দেহে কত বৃহৎ পৰ্ব্বত স্বটি । হইয়া সমুদ্র-গর্ড হইতে মাথা তুলিয়াছে ভাবিয়া দেখিলে আশ্চৰ্য্য হইতে হয়। সমুদ্রের বালুক অণুবীক্ষণ দিয়া পরীক্ষা : দিত হইয়াড়ে, ভাবিয়া দেখিলে আশ্চর্য্য করিলে দেখা যাইবে, তাহীদের অৰ্দ্ধেক ইহাদের কঠিন গাত্রাবরণ। রুসিয়ার প্রকাও চূণের পর্বতগুলি ইহাদেরি দেহে নিৰ্ম্মিত । যে চা-খড়ির পর্বত ফ্ৰান্স দেশস্থ শ্যাম্পেন হইতে ইংলণ্ডের মধ্য পৰ্য্যন্ত বিস্তৃত, তাহ এই জীবদেহের স্তুপ মাত্র। যে চা-খড়ির দ্বারা প্রায় প্যারিসের সমগ্র ভূভাগ নিৰ্ম্মিত, তাঙ্গ ইহাদেরি দেহ-সমষ্টি। এই কীট সমষ্টির উপরে কত বিদ্রোহ, কত বিপ্লব, -* -- - কত রক্তপাত হইয়া গেছে, ও হইবে। এই | কীট-সমষ্টির উপর সভ্যতার উন্নততম প্রাসাদ নিৰ্ম্মিত। প্রকৃত কথা এই যে, এই | ক্ষুদ্র কীটগণের মৃতদেহ-রাশির উপরে জগতের আর এক জাতীয় উন্নততর কী- | টাণ, ক্রীড়া করিতেছে! d ডৰ্ব্বিঞি (Dorbigny) তিন গ্রাম বালু | কণর মধ্যে চারি লক্ষ চল্লিশ সহস্র ফরামিনিফেরার গাত্রাবরণ পাইয়াছেন। ইহাদের কত দেহ যে পৃথিবীর ভূভাগের আয়তন বৰ্দ্ধিত | করিতে নিযুক্ত হইয়াছে তাহ কম্পলারও ! অগম্য। ইহাদের স্তুপে অ্যালেক্জাজি । য়ার বন্দর ক্রমশঃ পূর্ণ হইয়। আসিয়াছে, ইহারাও সমুদ্রের মধ্যে অনেক দ্বীপ নিৰ্ম্মাণ | কিরূপে দ্বীপ ও পৰ্ব্বত সমূহ নিৰ্ম্মাণ করে | ইহাদের দেহ আঠাবৎ পদার্থে নিৰ্ম্মিত । স্বীয় গাত্রাবরণের মধ্য দিয়া ইহার শাখী | প্রশাধাবান অঙ্গ বহির্গত করে, এই অঙ্ক দ্বারা তাহার চলা-ফির করিয়া থাকে । ইহাদের ঐ ক্ষুদ্রতম হস্তপদে আবার বিষাক্ত পদার্থ আছে। দেখা গিয়াছে, ইনফিউconfini (Infusoria) zręfs fiton | গাত্রে ইহাদের বিষাক্ত হস্ত লাগিলে তৎ- }, ক্ষণাৎ তাহারা অচল হইয়া যায়। এই রূথে } তাহার শীকার করিয়া থাকে। এই ক্ষুত্র |