ভারতী অমঙ্গ" ব্ৰহ্মদেশীয় নাটক ও নাটকাভিনয় ।
- . . . .” ---,
- কালিকা সমীপে, তাই বচাইতে প্রাণ যাইতেছি পলাইয়। তাই তব দ্বারে। রাজপুত্র-স্বামী মোর শুনিবেন যবে আমি নিরুদেশ, তিনি তখনি আমার সন্ধান করিতে প্ৰদৰ আসিবেন পিছে। খুজিতে খুজিতে যবে আসিবেন হেথা, দিও তারে অঙ্গরীটি ও গে৷ তপোধন। আরো দিও মন্ত্র-পড়া এ শিকড়টুকু, বিপদ সম্পদে নাথে রক্ষিবে সতত । সন্ন্যাসী । আচ্ছ, দিব বাছা-কিন্তু যাইবার আগে, | বলে যাও কোন পথে বলিব যাইতে । দামিনী । প্রথমেতে এক দানা প্রচণ্ড ভীষণ, অরণ্য গভীরে তার বিরোধিলে পথ, —জটিল তারণ্য মাঝে পড়ি আটকিয়। বাfহরিতে করিবেন বহু যোঝাৰ্যঝি। কাটিলে এ ফীড়া, উষ্ণ দ্রব * পুন আটকিবে পথ, তার মধf হতে ভীম সপদৈত্য এক তুলিবেক ফণী, প{ দিয়া তাহারে যেন করেন দলন । হয়ে পরাভূত দৈত্য যন্ত্রণার দায়ে এলাইয়া পাক হবে সটান বিস্তৃত— সেই সেতু দিয়া নাথ যাবেন অক্লেশে । দেখিতে পাবেন শেষে সাম্রাক যুগল, শিমুল রক্ষেতে বসি আছে উচ্চদেশে, খাদ্যের সন্ধানে তার পিতার প্রাসাদে আসে প্রতিদিন, নাথে বোলে তপোধন ! এই সব কথা যাহা কহিমু তোমায়। { नम्नानौ lী কোরো ন সন্দেহ বছা কহিব তাহারে। কালী কাছে বলি মোর করিলা আদেশ । বিদায় হইগো-লও কৃতজ্ঞ প্ৰণাম | (প্রস্থান) ৬ দৃশ্য—রজত-গিরি-রাজার : প্রাসাদ । ( রাজা আসীন—কোমল বাদ্যের সহিত দামিনীর প্রবেশ)
- রাজা - একি ! দেখি রে কি পুনঃ আমার দামিনী ?
বল বtছ বল বল বন্দি ছিলে যবে মর্ত্যমাঝে, কি উপায়ে পলাইলে হেথা * দামিনী। পিতা ওগো ! পূর্ব জন্মে করেছি স্বকৃতি, পাঞ্চাল রাজপুত্র সাথে একত্র মিলিয়, তাই বুঝি এ জনমে লিখিল বিধাত। ভাগ্যবতী পত্নী হব সুধনু রাজার— কিন্তু সুখ ক্ষণস্থায়ী—বীরশ্রেষ্ঠ স্বামী দেশবৈরী নাশিবারে গেল। ফেলি মোরে। স্বামীর আশ্রয়-ছায় হারালাম যেই— রাজা তার পিতা, শুনি কুলোকের বাণি এই কথা শুনি আমি, সময় বুঝিয়া । পলায়ে এলাম হেথা শ্রীচরণ তলে । রাজ। পাত্র মিত্র অনুচর ! করহ প্রস্তুত কুমারীর থাকিবার যোগ্য আয়োজন । দাস দাসী এক দল কর নিয়োজিত, কটাক্ষে পালয়ে যেন উ-হার আদেশ। "}, মন্ত্রিগণ। ੰ রাজ-আজ্ঞা শিরোধাৰ্য্য করিলাম সৱে :