} ভারতী অ ১২৮৫ ) ব্ৰহ্মদেশীয় নাটক ও মাটিকাভিনয় । vg? এ কথা তবু নাকভু হবে তিরোহিত। স্বর্গের বিহঙ্গী সম আহ। সে রূপসী অযোগ্য মরতে ত্যজি গেছেন উড়িয়া । যাইব সন্ধানে তার যা থাকে অদৃন্টে । ব্ৰহ্মাণ্ড হউক ধবংশ শত শত বার, পরিবে ন! টলাইতে এ মম সঙ্কল্প । সাজ, সবে সৈন্যগণ—"বাজাও ছুন্দুভি, সসৈন্যে যাইব আমি প্রিয়ার উদেশে। বল গিয়া মহারাজে যত দিন আমি দামিনীরে নাহি পাই, ফিরিব না দেশে । | *১ প্রস্থান) ৮ দৃশ্য-সন্ন্যাসীর আশ্রম। (সন্ন্যাসীর প্রবেশ) সন্ন্যাসী । | কি হেতু বিষম এই সৈন্য কোলাহল ?২ একি দেখি ! চতুরঙ্গে ভীম সৈন্যদল অস্ত্রশস্ত্রে সুসজ্জিত আসিছেন দিকে, মুর্হমুহ কাপে ধরা তার of, ! <! (রাজকুমারের প্রবেশ) সন্ন্যাসী । | মহাবল-পরাক্রান্ত হে রাজকুমার । কোন দ্ব দেশ হতে কিশের উদেশে সসৈন্যে হইল তব হেথা সমাগম ? r রাজকুমার । পঞ্চাল রাজার পুত্র আমি গুরুদেব ! স্বধস্থ নামেতে খ্যাত একবার যবে, শত্রু নিধনিতে যাই স্বদেশ ছাড়িয়া, মহারাজ পিতা মোর স্কুস্টের কথায় । দিলেন আমার স্ত্রীর মরণ আদেশ । সে কথা শুনিয়া সতী গেছেন পলীয়ে। আইসে হেথায়, বলে রাজকুমারী সে, প্রেম-আশা ভরে তাই রজ-গিরি দেশে দ্রুতগতি যাইতেছি প্রিয়ার উদ্দেশে । আশ্রম সৌন্দৰ্য্য হেরি হইয়া মোহিত এলাম দেখিতে তাই আরো সন্নিকটে । সন্ন্যাসী । দুই দিন হ’ল আজ-একটি ললন। রূপেতে উৰ্ব্বসী সম—হরিণীর প্রায়
না জানি কি দেশ—বুঝি রজগিরি নাম । পূৰ্ব্বজন্ম ফলে বুঝি হে রাজকুমার, আলাপ তাহার সাথে তব সংঘটন । কিন্তু সে স্বকৃতি-ফল এবে অবসান, i | তা সহ সৌভাগ্য তব—জানিবে নিশ্চয় । বিবেচনা কর বৎস কতটা প্রভেদ মানব ও অপসরার প্রকৃতির মাঝে, | উভয়ে কেমনে বল হুইবে মিলন ? প্রেমে অন্ধ হয়ে বাছা বিঘ্নপূর্ণ পথে যাইতেছ বহু কষ্টে,-কিন্তু কিব৷ ফল তাহে—বিবেচনা করে দেখ গো রাজন। রূপে গুণে অনুপম এমন যুবক, তোমার উচিত হয় বিবাহ করিতে উৎকৃষ্ট ললনা এক উমার সমান । স্ববুদ্ধির কাজ কর,—ত্যজি তার আশা এই বেলা ষাও ফিরি আপনার দেশে । রাজকুমার । , যা বলিলে মানি ওগে। পবিত্র গোসাঞি, } তোম হেন ঋষি-মুখে বেশ শোভা পায়, , ; কিন্তু মুহূৰ্ত্তেক তরে আমি তপোধন ; তাহার সন্ধানে কভু হৰ ন বিরত। ; স্বৰ্গ মৰ্ত্ত যদি গে বা রসাতলে যায়, , —ইক্স দেব হানে ধদি বস্তু মম শিরে, : = -