سبينو ব্ৰহ্মদেশীয় নাটক ও নাটকাভিনয় । - מגליסי سحريه (ष्ठीव्रजे़ौ फ s३ve | | দামিনী। ওমা ! একি ! ওমা ! অবসন্ন হল দেহ— উলট পালট চিন্তা—দেহ মন দুই | অসাঢ় অবশ—মম প্রাণনাথ । এত দিন পরে বুঝি আইলেন হেথা । —ধন্য বীর হিয়া তব ! ধন্য অধ্যবসা ! অতিক্রমি সব বাধা উতরিলা অসি আমার নিকটে—কি না স’হুেছেন নাথ আমার উদ্দেশে-ভাবি হৃদয় ব্যথিছে ! ( ধৰ্ম্মরাজের প্রবেশ ) রাজী { কেন বাছা স্নান মুখ দেখি গো তোমার, বজ্ৰাহত লতা যেন লুষ্ঠিত ধরায় ? দামিনী। প্রিয়তম পিতঃ ওগো—এই অঙ্গুরীয় | অঙ্গলি হইতে আমি ছাড়িনি কখন,— কিন্তু সাধিতে উদ্দেশ্য আমি একবার ত্যজিয়াছিলাম ওরে অঙ্গুলি হইতে । | ফিরিয়া পেলাম এবে যেমনি গে। আমি কুম্ভ মধ্যে দিছি হাত—আমনি আঙ্গুলে আপনি আসিল উঠি; অভ্রান্ত সূচনা আমার প্রাণের স্বামী এসেছেন হেথা । মধুর বিস্ময়ে হেন হয়ে অবিভূত অবসন্ন হব তাহে আশ্চৰ্য্য কি পিতঃ ? রাজ । (অমুচরদিগের প্রতি) কূপ হতে কুন্ত এই কে জানিল বল । একজন পরিচারিকা । দাসীরে করিবে মাপ—ওগো মহারাজ, - | अिनिग्रा नइदान हाग्र भाभिनौ अभाद्र | এসেছেন পলাইয়। তার নিজ দেশে : কুন্ত উঠাইতে মোর হয় নি শকতি— একটি যুবক ছিল কূপের নিকটে, র্তাহার সাহায্য প্রভু যাচিলাম আমি, আম হ’য়ে তবে তিনি তুলিলেন উহ। রাজা । আনো তারে ত্বরা করি দরবার গৃহে ! (প্রস্থান ) { ১২ দৃশ্য — প্রাসাদস্থ দরবার শালা। : সিংহাসনে রাজা আসীন—মfন্ত্রগণ সমভি: { ব্যাহারে রাজকুমারের প্রবেশ । রাজা। " কে তুমি যুবক ওগো-রূপ-গুণবান, : সিংহ সম স্বসাহুলী, কিবা মন্ত্রবলে - আসিয়া পড়িলে এই রঞ্জ গিরি দেশে ? সমস্ত খুলিয়া বল—কোরো না গোপন । রাজকুমার। বলি শোন भइताङ, পঞ্চলের রাজ{ তার পুত্র আমি, তার উত্তরাধিকারী । পূৰ্ব্বজন্ম স্বরুতির শুভি পুণ্য ফলে পত্রিরূপে লভি তব চারু দুহিতায়, সে মিলনে জম্মিয়াছে পুত্ররত্ব এক । 尊 কিন্তু আমাদের সুখ ক্ষণস্থায়ী অতি । গৃহছাড়ি একবার শত্রুর বিরুদ্ধে করিয়াছিলাম যাত্রা, এহেন সময় ছন্টের মন্ত্রণ পেয়ে পিতা মহারাজ করিলেন স্থির মম প্রাণের দামিনী কালিকা-মন্দিরে শীঘ্র হবে বলিদান ।
পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।