i ভারতী অ ১২৮৫ ) প্রভেদ-ৰ্তাহীদের বলিবার ধরণ ও ভাবভঙ্গীতেও সেই রূপ । রজসের কথাবার্তা অ1শচর্য্য ঘসামাজ ও কৃত্রিম মনে হয় । তিনি যtহ বলেন তাহ বোধ হয় যেন অনেক ভাবিয়ঃ চিণ্ডিয়া সিদ্ধান্ত করিয়াছেন ও তাহ! চাপাইতে গেলে অধিক সংশোধনের আবশ্যক করেন। সিডনি উপস্তিত বক্তা—প্রসঙ্গের ঝোকে যা মনে আসে তাই বলেন আর তার হাস্য পরিহাসের অন্ত নাই ।” আমরা পূর্বেই বলিয়ছি মেকলে তাস্থার ভগিামীদিদুকে অস্থ্যস্ত ভালবাসিতেন । যাহারা তাহার লেখা দেখিয়াই তাহাকে জানেন, অথবা তাহার রাজনৈতিক কার্য্যে তাহার চরিত্র পাঠ করেন, তাহারা হয়ত সহজে বিশ্বাস করিতে পারেন না যে তাহার মনে ভালবাসার ন্যায় কোন কোমল ভাব স্থান পাইত। তাহদের হয়ত তাহাকে কঠোর-হৃদয় প্রখর-বুদ্ধি তুর্কিক বলিয়াই মনে হইতে পারে। কিন্তু যাহারা এরূপ মনে করেন তাহারা তাহার চরিত্রের কোমল ভাগটা অবগত নহেন। • পরিবারের .প্রতি মেকলের প্রগাঢ় মমতা ছিল। বাহিরের লোকের সহিত যদিও তিনি বড় মিশিতেন না তথাপি তাহার দুই একটী হৃদয়সখী ছিল, " তাছাদের প্রতি তিনি বিশেষ অনুরক্ত ছিলেন । সকল অপেক্ষ যিনি তাহার প্রিয় মুহৃৎ ছিলেন তাহার নাম i Ellis । বয়সে তিনি মেকলে হইতে বার বৎসর বড়। যদিও তাহারা একই কালে.জের সহাধ্যায়ী কিন্তু কলেজে তাহীদের استعفت ع মেকলের ভারত বর্ষ প্রবাস । আলাপ পরিচয় হয় নাই। অনেক বৎসর পরে সমান কৰ্ম্মক্ষেত্রে তাঁহাদের প্রণয়ের সূত্রপাত হয় । তাহারা উভয়েই বারি্টরে৯ ব্যবসায় অবলম্বন করেন। উভয়েরই প্রাচীন গ্ৰীক লাটিন ভাষার উপর অটল অকুরাগ। রুচি ও চরিত্রের সাদৃশ্য-গুণে র্তাহাদের পরস্পর এরূপ প্রগাঢ় প্রণয়ের সঞ্চার হইল যে তাহা জীবনের সমুদয় পরিবর্তনের মধ্যে অক্ষত—সুখ দুঃখে অবিচলিত ছিল । মেকলে যেখানেই থাকুন, তাহার বন্ধুকে তাহার নিয়মিত পড়া শুনার হিসাব দিতে । ভুলিতেন না, ও তিনি যে রাশি রাশি গ্রন্থ গলাধঃকরণ করিতেন তাহার বিস্ময়জনক তালিক। তিনি যে এলিসকে পত্র লিখিতেন তাহাতে দৃষ্ট হুইবে । এলিস বিবাহিত ছিলেন–১৮৩৯ সালে তাহার স্ত্রীর মৃত্যু হয়। মৈকলে যখন পত্নী শোক-কাতর প্রাণসখার তাশ্রজলের সহিত আপনার আশ্র জল মিশাইলেন তখন অবধি তাহার প্রণয়-বন্ধন আরো দৃঢ় ও অকাট্য হইল। মেকলে প্রথমে পরলোকগামী হয়েন—তাহার মৃত্যুর পর এলিস আর অধিক দিন জীবিত ছিলেন না, বন্ধুবিচ্ছেদে ত্ৰিয়মান হইয়৷ এক বৎসর পরেই তিনি তাহার অনুগামী হইলেন । মেকলে যদি ও চিরকাল অবিবাহিত । ছিলেন তথাপি গার্হস্থ্য জীবন তাহার অতীব আদরণীয় ছিল। তিনি স্ত্রীপুত্রহীন হইয়াও বিশেষ রূপে গৃহস্থ ছিলেন। তাহার পিতা | মাতা ভগিনীদিগকে সুখী করিবার जना! তিনি কায়মনে তৎপর ছিলেন ও তাহদের } ংসর্গে স্বর্গের মুখ অনুভব করিতেন। (t. --- . السياسيسيبي جي بي سيج రాస్ |.
পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।