ভারতী অ ১২৮৫ ) মেকলের ভারতবর্ষ প্রবাস । ৩৭৩ 1 তিনি তাহার মারগ্রেট ভগিনীকে যে পত্র লেখেন তাহীতে র্তfস্থার মনের ভাব প্রকাশ পাইতেছে— “আমি তোমাকে যে বিষয় লিখিতে বসিয়াছি তাহ) হানার পত্রে কতকটা অবগত হইয়া থাকিবে । হানার বিবাহুের উদ্যোগ হইতেছে—এ বিবাহে আমার সম্পূর্ণ সম্মতি আছে । তার জন্য যদি আমাকে এদেশে বর খুজিতে হইত তাহা হইলে এমন বর খুজিয়া পাইতাম না । ইহাকে পাইয়া হান স্থী হুইবে তাহ আমার সম্পূর্ণ বিশ্বাস ট্ৰেবেলিয়ানের বয়স ২৮ বৎসর । তিনি হেলিবরিতে শিক্ষালাভ করিয়া এদেশে অসিয়াছেন । এখানে তাহার বিদ্যাবৃদ্ধি কাৰ্য্যকুশলতা, উদার রাজনীতিজ্ঞান ইত্যাদি কারণে তিনি তাহার সমবয়স্ক লোকদের অপেক্ষ সমধিক স্থখ্যাতি লাভ ; <5fqxfiz5zı 1 ©] «İrsi fijféi Sir Edward r | Colebook এর অধীনে কাৰ্য্যারম্ভ করেন। লোকুট বিস্থান ও লোকপ্রিয় বটে, কিন্তু ত}র চরিত্র নিতান্ত মন্দ । ট্ৰেবেলিয়নকে আপনার স্কুষা' ব্যবসায়ে দক্ষিত করিবার চেন্ট পাইয়াছিলেন, কিন্তু যুবকের মন তাহাতে অবনত হুইবার নহে। যখন র্তাহার ২১ বৎসর বয়ঃক্রমমাত্র আর Sir Edward এদেশের প্রায় সৰ্ব্বোচ্চপদে আরূঢ় ছিলেন, তখন সেই অল্পবয়সে তিনি সার এডওয়াডের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ উপস্থিত করেন । তাস্থার উপর দিয়া এক প্রবল ঝটিকা বহিয়া এই ব্যক্তি গেল। তাছাকে প্রায় সকলেই তিরস্কার করিতে লাগিল, অনেকে তাহার সহিত আলাপ পৰ্য্যস্ত বন্ধ করিল। কিন্তু তিনি | আত্মপক্ষ সমর্থনে অকাট্য প্রমাণ সংগ্ৰহ । করিয়া আশ্চৰ্য্য ক্ষমতা ও অধ্যবসায়ের | পরিচয় দিয়া ছিলেন ; কতক সপ্তাহ ধরিয়া বিচার চলিয় তাহার অবশেষে জয় | লাভ হইল । Sir Edward অপমানের } সহিত কৰ্ম্মচু্যত হইলেন। এখনকার গবর্ণমেণ্ট ও বিলাতের ডাইরেকটরগণ র্তাহার বিস্তর প্রশংসা করিতে লাগিল । তখন অবধি তাহার উন্নতির দ্বার মুক্ত হুইল ও সকলেই ভাবিল র্তাহার ভাগ্য ফিরিয়াছে। লাট সাহেব তাহাকে বলিলেন তোমার কি ইচ্ছ। বল আমি তাহাই পুর্ণ করিতে প্র- { §5 I Lord William Hote: *istral বৃশীভূত হন না, কিন্তু ট্ৰেবেলিয়নের | উপর তাহার যথেষ্ট অনুগ্রহ তিনি যে তাহার অন্ধ পক্ষপাতি তাহা নহে, কিন্তু তিনি বাস্তবিক তাহার গুণাগুণ পরীক্ষা করিয়া তাহাকে চিনিয়াছেন । * * * র্তাহার যেমন গুণ, রূপও তেমনি, বি- | শেষতঃ অশ্বপুষ্ঠে তাহাকে অতি সুন্দর ৷ দেখায় । তিনি চঞ্চল বলিষ্ঠ ও সকল অপেক্ষ ভয়ানক উৎসাহজনক শিকাৱ—যে বরাহশিকার তাহাতে বিলক্ষণ পটু ৷ তা- | হার মুখশ্ৰী উত্তম ও উৎসাহানলে পূর্ণ– } আমার বড়ই ভাল লাগে। কার কোম্ ! কুলে জন্ম তাহ জানিবার জন্য জামার * বিশেষ আগ্রহ নাই,কিন্তু বলিতে কি-ইংলণ্ডের এক প্রাচীন উচ্চকুলে ইহার জন্ম : তাহার বয়সের ২ হইতে ২৫ বৎসর }
পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।