পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - ੋ অ ১২৮৫ ) মেকলের ভারতবর্ষ প্রবাস। আমি এক প্রকার কৃতনিশ্চয় হইয়াছি । কোন রহৎ ঐতিহাসিক রচনায় আমার জীবন কাটিয়া যায় এই আমার ইচ্ছা । তোমার গার্হস্থ্য সুখের ভাণ্ডার এমন পূর্ণ যে তাহা মনে করিয়া আমার হিংসা হয়। আমার ভাগে যে তাহার কিছুই নাই এমন নয়। হানার মেয়েটিকে আমি তার বাপের মতই ভালবাসি । তাকে কথা কহিতে শেখান, স্তুকে লালনপালন করা স্ত্যহ এক ঘণ্টা আমার নিয়মিত কাজ । এখন সে বা-পা-মা পর্য্যস্ত বলিতে শিখিয়াছে। আর যখন বিবেচন। করা যায় যে তার বয়স ৮ মাস বৈ নয় তখন তাহাকে সেক্সপিয়র কিম্বা নিউটনের সমান প্রতিভাশালিনী বলিয়া সিদ্ধান্ত করা যাইতে পারে । ః 豪 染 আবার তোমার পত্র পাইয়াছি । তোমার পত্র পাইলে আমি #}नाई আনন্দিত হই। আমাদের মিলনের দিন আসিতো মনে করিয়া আমি যেমন সুখী হই এখন অলপ বিষয়েই এমন সুখ আছে। বাড়ী যাবার সুখলাভের জন্য কয়েক বৎসর | প্রবাসের কষ্ট ভোগ সত্য সত্যই প্রার্থণীয়। | কিন্তু বাড়ী গিয়া যে মুখের প্রত্যাশা ছিল তাহা অামার ভাগ্যে ঘটিল না—এখন আমার আর সে বাড়ী নাই। কিন্তু যে শোকের তীব্রতা কমিয়া গিয়াছে তাহ জাগ্রত করিবার প্রয়োজন কি ?” هي : به মেকলে তাহার ভারতবর্ষ-প্রবাস-কালে - تحت-امتدت تيتانت تنتج تثبت . . اعتقانیت-تنخست-a আর কিছু করুন আর না করুন কতকগুলি ভাষা শিখিয়া লইয়া ছিলেন আর অনেকগুলি গ্রন্থ চৰ্ব্বিত চর্বণ করিয়া পাঠ করিয়া ছিলেন । তিনি যখম স্বদেশ পরিত্যাগ করেন তখন তিনি গ্ৰীক লাটিন স্পানিষ ইতালীয় ফরাসি ইংরাজি এই কয় ভাষায় ব্যুৎপন্ন ছিলেন । কলিকাতা হইতে মান্দ্রজি যাত্রা কালীন তিনি পোর্ট গীজ ভাষা শিখিতে | অরিন্ত করেন ও স্বদেশে ফিরিবার সময় পথে জৰ্ম্মন ভাষা অধ্যয়ন করেন । তিনি স্পৰ্দ্ধা করিয়া বলিয়াছেন যে এমন কোন ভাষা নাই যাহা তিনি প্রত্যহ দশ ঘণ্ট পরিশ্রম করিয়া চার মাসের মধ্যে আয়ত্ত করিতে না পারেন । তিনি বলেন, এক নূতন ভাষা শিখিতে হইলে আমি প্রথম বাইবেল পাঠ আরম্ভ করি, তা পড়িতে তার অভিধানের অবশ্যক হয় না । এইরূপে কতকদিন পড়িয়া গেলে-ব্যাকরণের সাধারণ নিয়ম জ্ঞান ও অনেকগুলি শবেদর অর্থ বোধ আপনাপনি হইয় পড়ে । তার পরে একটা কোন ভাল নামাঙ্কিত গ্রন্থ জারন্ত | করা যায় । এইরূপে তিনি স্পেন পোটগল জৰ্ম্মনি দেশের ভাষা সকল সহজে | আয়ত্ত করিয়াছিলেন । যদিও তিনি ইউ রোপের প্রায় আধুনিক সমস্ত ভাষাই শিক্ষা | করিয়াছিলেন কিন্তু লাটিন গ্রীকের উপরেই তাছার বিশেষ অনুরাগ ছিল। বিশেষতঃ } প্রধান প্রধান গ্ৰীক লেখকদের রচনা পাঠে } | তিনি যেরূপ আমোদ সম্ভোগ করিতেন । | এমন আর কিছুতেই করিতেন না। তাহা দের সহিত আলাপনে তিনি তাহার সমুদয় | -oज्ञा-ता-श्ाणा- S SAASSSS S S S S S S S D SDDDDBBBBBS - |