পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ○切 。 সামুদ্রিক জীব । TT- -- পুনরায় খেলা করিয়া বেড়ায়, যেন তাহার |কিছুমাত্রীক্ষতিবৃদ্ধি হয় নাই, অথচ যে হয়ত তাহার পুর্ব শরীরের ষোড়শ অংশে বিভক্ত হইয়া গিয়াছে। - যে জলবিম্বতে এই কীটা গণ সাতার দিয়া বেড়ায়, তাহাতে যদি আমোনিয়াসিক্ত একটি পালক ডুবান যায়, তবে তৎ| ক্ষণাৎ তাঁহাদের গতি বন্ধ হইয়া যায়। চলিবার জন্য তাহার হাত প সঞ্চালন করিতে থাকে বটে কিন্তু চলিতে পারে না। ক্রমে তাহদের শরীর গলিয়া যাইতে থাকে। আবার যPিতাহাতে ভাল জল দেওয়া যায়, তৎক্ষণাৎ তাহীদের গলন বন্ধ হইয়া যায়, আবার অবশিষ্ট অংশ মুখে সীতার দিয়া বেড়ায় । -- এক প্রকার ইনফিউসোরিয়া আছে, উদ্ভিদ অথবা প্রাণীগণের গলিত দেহে তাছাদিগকে পাওয়া যায়। কিন্তু যখনি অন্যান্য ; কীটতাহীদের স্থান অধিকার করে, তখনি তাহার অদৃশ্য হইয়া যায়। অর্থাৎ অন্য জাতীয় কীটের তাহাদিগকে ভক্ষণ করিয়া ফেলে। আবার যখন সেই সমস্ত দ্রব্য এমন পচিয়া যায় যে আর অন্য কোন কীট তাহাতে থাকিতে পারে না, তখন তাহার পুনরায় আবিভূত হয়। দীতে যে শ্বেত পদার্থ আছে, তাহাতেও লয়বেনহুয়েক | এই কটা,দেখিতে পাইয়াছিলেন । অ’ নেক রোগগ্রস্ত প্রাণীর শরীরস্থ রসেও i | | | i | ইহাদের বসতি। এক প্রকার ইন্‌ফিউসোরিয়া আছে, তাহার শরীর স্কর ন্যায় পৌঁচাল। ইহার এমন আশ্চৰ্য্য বেগে ঘুরিতে থাকে যে, চোক দিয়া দেখা যায় না, এবং কেন যে অত বেগে ঘুরিতেছে তাহার কোন কারণ ভাবিয়া পাওয়া যায় না। আর এক প্রকার কীটা আছে, তাহদের শরীর যেন তাহদের নিজের নহে । ইহাদের অপেক্ষ ক্ষুদ্রতর কীটসমূহ ইহাদের পশচাতে পশ্চাতে তাড়ন করিয়া বেড়ায়, এবং ধরিতে পারলেই তাহদের গাত্রে চড়িয়া বসে, এবং বেচারীর সমস্ত রক্ত শোষণ করে, এবং রহিয়া বসিয় তাহাকেও যতক্ষণে সমস্ত আহাৰ্য্য ন ফুরাইয়া যায় ততক্ষণ ইহঁরা ছাড়েন না। এ কীটাৰ্ণ,দের শুদ্ধ এই এক যন্ত্রণ নহে, আর এক প্রকারের কাটাণ, ইহাদের প্রতি লক্ষ্য করিয়া আছে, যেমন ইহার কাছে জ্জাসে, অমুfন তাহার। ইহার শরীরের অভ্যন্তরে প্রবেশ শেষে পুত্র পৌত্র লইয়া সুখে তাহার ক্ষুদ্রতম কাটা,পাওয়া গিয়াছে। ( ভারতী বৈ ১২৮৫ ভক্ষণ করিয়া ফেলে। উকুন বা ছারপো- } কার মত একটুতেই ইহঁর সন্তুষ্ট নহেন, । করে। এবং অলপ সময়ের মধ্যে সে বেচা- | রীর শরীরে ঘর-কন্ন ফাদিয়া বসে, অব- ! শরীর ভক্ষণ করিতে থাকে। একটি কাঁটা- ] ৭.র শরীরের মধ্যে অমন পঞ্চাশটা ক্ষুদ্রতর। ، ن" ، ، ، ، ، ؟ 's