| ভারতী অরচন) সাগর-সঙ্গমে । \©bሎ∶ উঠিছে পড়িছে খেলাতে ডুবিছে, | দামিনীরে ভয় দেখাবে বোলে। দামিনী হাসিছে, দামিনী ভাবিছে কখনো দামিনী কাদিছে যেন, পূর্ণিমা নিশিতে শারদ আকাশে জোছনা জলদে বিবাদ হেন । দূর হোতে এক ডাকিনী-রূপিণী, নেহারে বিজয় হরষে ভাসে, নেহারে দামিনী, কুসুম-কামিনী গ্রথিত তাহার প্রেমের ফাসে । দেখি তাহা বুড়ি, যায় હટ્ટિ গুড়ি দামিনীর বাড়ি ভিখারী বেশে, হাতে লাঠি ধরি, আই টাই করি, কুটী:র অতিথি হইল এসে । • বলে “ওগে| কে લો অfছ গে; হেথায়, সাগর-সঙ্গমে কুটার-বাসী, ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বোলে যায়, পরাণ বাচা ও হেথায় আসি।” শুনি মহামায় যান দ্রুতগতি, অতিথি সেবার মহান ...) রোহিণীয়ে করি আশেষ যতন, আনিল তাহারে কুটার মাঝে । , • দিন যত যায়, রোহিণী সেথায়, অাদরে রহিল সবিকামত, দামিনীর সনে, বিরলে বিজনে, উপকথা রাশি কহে সে কত । পূজার লাগিয়ে মহামায়া যবে } উপনীত হন সাগর বেল, }বেল জুই যাতি, ফুল নানা জাতি, নে যায় রোহিণী ভরিয়ে ডাল। । \ দিন যত যায়, রোহিণী সেথায়, দামিনী আমার কামিনীর সার, কহিল বিজয়ে অসহ রাগে ।... . রহিল কতই আদর ভরে, দ্বর এক বনে তাপস আশ্রমে, রহুেছে বিজয় মাসেক তরে । বুঝে এক দিন বিধবা রোহিণী, ইনিয়ে বিনিয়ে দেবীর কাছে, কহিল "জননি, করেছ তুমি কি, বিজয়ে কি হেথা রাখিতে আছে । গিয়াছে বটে সে তাপস-আশ্রমে, ত্যাসিতে তঃহারে দি ও ন! আর, সঁপিবে কি তারে হাতেতে তার ? বরঞ্চ জ্বলন্ত অনল মােঝারে, দামিনীরে তব ফেলিয়ে দী 2, তবুও গো দেবি বিজয়ের হাতে, সেপোনা তাহারে, মাথাটি খাও ! কুলে শীলে জেতে, মানিমু জননি, छिप्न কুমার সমান বটে, কিন্তু মাহঃ ! কভু শোন নি কি কানে উহার যে গুণ সকলে রটে । মথুরা-নিবাসী বিজয় কুমার, তালয়, আমার বাটীর গায়, বালক বিজয় মায়েরে ছাড়িয়ে অমারি নিকটে থাকিত প্রায় ! ক্রমে ক্রমে ক্রমে যৌবন-সোপানে যখন চরণ ঠেকিল তার, হুইয়ে তাধীর পরের নারীর চাপালে মাথায় কলঙ্ক ভার ! জানিতে পারিল ভগিনী বিজয়, প্রচার করিল মায়ের আগে, জননী তখন কঠোর বচন । ': .г يتضمنت تقتاتت تت تتنقسمسمسة
পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।