পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ro - সংক্ষিপ্ত সমালোচনা 7 め協* সাগর বেলায় নিরধি তাহায় যাও ছাড়ি এই কুটীর মোর, এক সাথে মোর আলিমু ঘরে।” আমাদের মাঝে উঠুক ভূধর, কহিতে কহিতে চুলে পড়ে আঁখি, গুরুগুরু করে হৃদয় মাঝ, অধরে ঈষৎ বিকশিত হাসি, বিজয় কুমার এসেছে আজ। বিজয়েরে ফিরে দেখি মহামায়া দাবানল পারা জলিয়ে ওঠে, থর থর থর কপিছে অধম, নয়নের কোণে আগুণ ছোট । বজু নাদে কহে মহামায়া, বামেতর হাত রাখিয়ে বুকে-- “দামিনী, তোমারে করিয়ু বারণ, বিজয়ের নাম এনে,ন মুখে । | দিব না তাহার চরণ পরশে, কলঙ্কিতে এই কুটীর মম, তুমিও দামিনী পাষরিবে তায়, ভাবিয়ে তাহারে পিশাচ সম । f বিজয়—বিজয় । কহিমু তোমারে, প্রকৃতি-তত্ত্ব —শ্ৰীশ্রীরাম পালিত প্রণীত। বাল্মীকি যন্ত্রে মুদ্রিত । মূল্য ॥• । এখনি একখানি ছন্দে গ্রথিত পদার্থবিজ্ঞান বিষয়ক পুস্তক। স্থল প্রকৃতি-তত্বসমূহ } ইহাতে সুন্দর রূপে বিস্তুত হইয়াছে, এবং কবিতা-অাঁকারে ইহা প্রচারিত হওয়াতে সেই তত্বসমূহ সহজেই লোকের কণ্ঠস্থ হইবার সম্ভবনা । বালক বালিকাদিগের ংক্ষিপ্ত সমালোচনা । বহুক সাগর তুফানে ঘোর ” বলি মহামায়া-কঠোর মূরতি, জুকুটি হানিল দুহিতা পানে, স্তন্তিত দামিনী বজাহত প্রায়, কি সে যে কি হ’ল, কিছু না জানে। শূন্যে চাহি রয়, পড়ে না পলক, চলে না চরণ, নড়ে না হাত, সঘনে শুধুই বহে ঘন শ্বাস, হৃদয় হোয়েছে রধির সাৎ ৷ অবশ হাতের মালতীর ফুল, ঝর ঝর ঝর প’ড়িছে ঝোরে, খসিছে অচিল, খস্থক অাচল, ভ্ৰক্ষেপ নাই তাহার পরে। যুদয়ে কপোলে বসিছে ভ্রমর, বস্থক ভ্রমর আপিল মনে, কুটীর যে কোথা, দামিনী যে কেবা, কেবা যে বিজয় কেই বা জানে ! ক্রমশঃ প্রকাশ্য । H o M | পক্ষে এ পুস্তক খানি একটি বহুমূল্য রত্ন, ! বিজ্ঞান যে কি বস্তু এই পুস্তক পাঠে অতি | অবলীলা ক্রমে তাহীদের বোধগম্য হইরে । H. কুপিতকৌশিক নাটক। — । ংস্কৃত হইতে সঙ্কলিত—৩টা গীত সমেত। বুধোদয় যন্ত্রে মুদ্রিত। মূল দঃ আনা। পুরাকালের রাজা হরিশ্চন্ত্রের উপাখ্যা: } নটি মুখে বলিলেও চক্ষে অশ্রু অাকর্ষণ করে,} a_i, o