পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী বৈ ১২৮৭ ) SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS করুণ । ৩৯ : আহা, বিষন্ন করুণাকে দেখিলে এমন কন্ট হয় যে,ইচ্ছা করে প্রাণ দিয়াও তাঁহার মনের যন্ত্রণ দূর করি। কত দিন তাহাকে আর হাসিতে দেখি নাই । ভাল করিয়া আহার করে না, স্নান করে না, ঘুমায় না; মলিন, বিবর্ণ ত্ৰিয়মান, শীর্ণ জ্যোতিহীন চক্ষু বসিয়া গিয়াছে; মুখশ্ৰী এমন দান, করুণ হইয়া গিয়াছে যে, দেখিলে মনে হয় ন যে, এ বালিকা কখনো হাসিতে জনিত । ভবির হস্তে যাহা কিছু অর্থ ছিল সমস্ত প্রায় ; ফুরাইয়া গিয়াছে, কি করিয়া সংসার চলিবে, তাহার কিছুই ঠিক নাই। পণ্ডিত মহাশয়ের সাহায্যে কোন মতে দিন চলিতেছে। নিধি স্বরূপের উল্লেখ করিয়া নরেন্দ্রকে পীর " নরেন্দ্র-কেন, বল দেখি ? নিধি—ও লোকটিকে আমার ত বড় ভাল ঠেকে না । । নরেন্দ্ৰ—কেন কি হইয়াছে ? নিধি—ন কিছুই হয় নাই, তবে কি না—সে কথা থাকৃ-বাবুটির বাড়ি কোথায়? নরেন্দ্ৰ—কলিকাতা । ' | নিধি-আমিও তাঁহাইঠাওরাইয়াছিলাম, নহিলে এমন স্বভাব হইবে কেন ? माङ्गअ-८कन, कि इईब्रांप्छ्, दशहै नां । নিধি—আমি সে কথা বলিতে চাহি না । করুণ । a পঞ্চদশ পরিচ্ছেদ । জিজ্ঞাসা করিল “সে বাবুটি কি করে বলিতে কিন্তু উহাকে বাড়ি হইতে বাহির করিয়া । CW-3 | . - নরেন্দ্র অধীর হইয়া উঠিয়া কহিল— । কি কথা, বলিতেই হইবে । , i নিধি কহিল—যাহা হইয়া গিয়াছে তা- ; হার আর চারা নাই, কিন্তু সাবধান থাকিও, ; ও লোকটি আর যেন বাড়ির ভিতরের দিকে ; ন। যায় । ". নরেন্দ্ৰ —সে কি কথা, স্বরূপ ত i বাড়ির ভিতরে যায় নাই । নিধি-সেকি । তোমাকে বলিয়া গিয়াছে । নরেন্দ্র অবাক । হইয়া নিধির মুখের দিকে চাহিয়া রহিল । , নিধি কহিল—মামিত ভাই আমার কাজ করিলাম, এখন তোমার যাহা কৰ্ত্তব্য হয়, কর । নরেন্দ্ৰ ভাবিল, এ সকল স্ত ! বড় ভাল লক্ষণ নয় । স্বরূপ কয়দিন ধরিয়া ভাবিয়াছে যে, করুণ তাহার জন্য একেবারে পাগল । একথা নিধি সহস তাহাকে কেন কহিল ? বুঝল, নিশ্চয় করুণ তাছা ! কে দিয়া বলিয়া পঠাইয়াছে। স্বরূপ । ভাবিল, তবে আমিও তাছার প্রেমে পাগল, একথাওত তাহকে জানানে } উচিত। স্থির করিল, জুবিধা পাইলে নিজে গিয়া জানাইবে। : জ্যোৎস্ব রাত্রি । ছেলেবেল করু যেখানে দিনরাত্রি খেলা করিয়া বেড়াইত । সেই বাগানের ঘাটের উপর সে শুইয়া |