SiAAASAASAASAASAASAASAASAASAASAASAASAA ভারতী পে। ১২৮৫ ট মেকলের ভারতবর্ষ প্রবাস । 'బ్రీఫి; } প্রভু তাহার কোন দাসের উপর এরূপ কোন অন্যায়ীচরণ করিতে পরিবেক না । আমাদের ইংরাজি বিদ্যালয় সকল সুন্দর চলিতেছে। যত লোক বিদ্যা শিক্ষার জন্য অভিলাষী তাহীদের সকলদের শিক্ষাদান কঠিন, স্থল বিশেষে অসাধ্য হইয়া | উঠিয়াছে। কেবল এক হুগলী সহরে ১৪০০ বালক বিদ্যাভ্যাস করিতেছে । হিন্দুদের | উপর এই শিক্ষার আশ্চৰ্য্য ফল ফলিতেছে। কোন হিন্দু ইংরাজি শিক্ষ পাইলে তাহার ধৰ্ম্মের প্রতি তাহার অন্তরিক শ্রদ্ধ চলিয়৷ ষায় । কেহ কেহ দেশাচারের অনুরোধে | } i { | i | ধৰ্ম্ম পালন করে, কিন্তু অনেকে একেশ্বরবাদী হইয় পড়ে। কেহবা খৃষ্টধৰ্ম্ম অবলস্বন করে । আমার দৃঢ় বিশ্বাস এই যে যদি আমাদের শিক্ষ-প্রণালী আরো অধিক কাল স্থায়ী হয়, তাহ হইলে এই বঙ্গদেশের ভদ্র পরিবারের মধ্যে ৩৪ বৎসর পরে আর একজন পৌত্তলিকও দৃষ্ট হইবে "না। আর ইহাতে আমাদের মিসনরিদের নায় ধৰ্ম্মপ্রচারের কোনুএচষ্টাই আবশ্যক হয় নাই। কাহারো বিশ্বাসের স্বতন্ত্রতার উহস্তক্ষেপ করিতে হয় নাই। জ্ঞান ও | সত্যের প্রচারেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হইতেছে। ইহা অতীব সন্তোষজনক । আপনার নিকট এই পত্র পৌছিবার ছয় মাসের মধ্যে আমি স্বদেশে ফিরিবার উদ্যোগ আরম্ভ করিব। গৃহ প্রত্যাগমন আশায় আমার মনে যে কি বিচিত্র ভাবের উদয় হইতেছে তাহ বর্ণনাতীত। এ আশা হয়ত নিরাশয়ে পরিণত হইবে। ইহার আ మాT-i=iమా - নন্দ ভোগের জন্য আরো কয়েক মাস প্রবাস যাপন করা হয়ত সুবুদ্ধির কাজ হয় । আমীর মনে হয় স্বদেশ গিয়া আমার কন্টের কোন কারণ থাকিবে না—ইংলণ্ড দেশে ইংরাজদের মধ্যে বাস কর, অামার চিরপরিচিত দৃশ্য সন্দর্শন করা, আমার মাতৃ ভাষায় শবদ শ্রবণ করাই আমার পক্ষে যথেষ্ট । আর আমি কিছুই চাই না। ” র্তাহার স্বদেশে ফিরিবার সময় নিকটবৰ্ত্তী হইতেছে আর অধিক কাল তাহার প্রবাসে কষ্ট ভোগ করিতে হইবে না । ১৮৩৭ সালের ডিসেম্বর মাসে তিনি লিখিতেছেন “ আমার ছাড়িবার দিন সন্নিকট । { এদেশ হইতে এই হয়ত তোমাকে শেষ পত্র লিখিব । আমাদের যাত্রার জন্য জাহাজ স্থির হইয়াছে। লণ্ডন ও কলিকাতার মধ্যে যে সকল চলন্ত হোটেল সমুদ্রের উপর দিয়া যাতায়াত করে এ জাহাজখানি তাছার মধ্যে সৰ্ব্ব গ্রগণ্য। দ্রুতগতির জন্য তত না হউক কিন্তু খাওয়া দাওয়ার । বন্দবস্ত ও যাত্রীদের মুখস্বচ্ছন্দত বিষয়ে | ইহ প্রখ্যাত । কেপে গিয়া কতক কাল বিশ্রাম করিতে হইবে, তাই হয়ত পৌছিতে আমার মে মাসের শেষ কি জুনের আরম্ভ } { ইংলণ্ড পৌছিবার আগে আমার জন্মণ । ভাষায় ভাল রূপ বুৎপত্তি লাভের ইচ্ছ। আছে । ইহার মধ্যে আমি অবসর মত | এভাষা অধ্যয়ন আরম্ভ করিয়াছি। লুখ | রের বাইবেল অনুবাদের প্রায় অৰ্দ্ধেক | হইয়। গিয়াছে আর শিলরের ইতিহাসও | চলিতেছে। জৰ্ম্মণ বইএর মধ্যে আমি গভে
পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।