পাতা:ভারতী ১২৮৫.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so করুণ । - t ( ভারতী বৈ ১২৮৫ il আছে, অতি ধীরে ধীরে বাতাসটি গায়ে লাগিতেছে । সেই জ্যোৎস্না রাত্রির সঙ্গে, . য়েই মৃদুবাতাসটির সঙ্গে, সেই নারিকেল । }বনটির সঙ্গে তাহার ছেলে বেলাকার কথা . ु4भन জড়িত ছিল, যেন তাহারা তার ছেলে3 বেলাকারই একটি অংশ। সেই দিনকার । { কথাগুলি, শ্মশানে বায়ু-উচ্ছাসের ন্যায় | করুণার প্রাণের ভিতর গিয়া হু হু করিতে লাগিল। যন্ত্রণায় করুণার বুক ফাটিয়া, বুকের বাধন যেন ছিড়িয়া অশ্রুর স্রোত উচ্ছসিত হুইয়া উঠিল । বাগানে আর দুই জন লোক লুকাইয়া আছে, নরেন্দ্র ও স্বরূপ। নরেন্দ্র চুপি চুপি স্বরূপের পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছে, দেখিবে স্বরূপ কি করে । একজন লোক আসিতেছে, চমকিয় উঠিল, জিজ্ঞাসা করিল “কেও ?” স্বরূপ কহিল “আমি স্বরূপচন্দ্র । নিধিকে দিয়া যে o কথা বলিয়া পাঠান হুইয়াছিল তাহা | কি স্মরণ নাই ?” করুণ। তাড়াতাড়ি । ঘোমটা টানিয়া চলিয়া যাইতেছে, এমন সময়ে नम्बद्ध আর না থাকিতে পারিয়া বাহির হইয়া পড়িল্প। করুণা তাড়াতাড়ি 1. অস্তঃপুরে প্রবেশ করিল 1 নরেন্দ্র ভাবিল তাহাকে দেখিতে পাইয়াই করুণ ভয়ে পলাইয় গেল বুৰি। " | করুণ সহসা দেখিল । নরেন্দ্র কছিল “হতভাগিনি, বাহির হইয়া | য " করুণ কিছুই কহিল না এখনি { দুর হইয়া যা।" করুন। নরেঞ্জের মুখেরদিকে b চাহিয়া রহিল। নরেঞ্জ মহা রুট হইল,অগ্র: সর হইয়া কঠোর ভাবে করুণার হস্ত ধরিল, করুণা কহিল কোথায় যাইব? নরেন্দ্র করুণার কেশগুচ্ছ ধরিয়া নিষ্ঠুর ভাবে প্রহার করি তে লাগিল, কহিল “এখনি দূর হইয়া যা।" ভৰি ছুটয় আসিয়া কহিল কোথায় দূর হইয়া যাইবে ? এবং স্মরণ করাইয়া দিল যে, ইহা তাহার পিতার বাটি নহে। নরেন্দ্র তাহাকে উচ্চতম স্বরে কহিল, ‘তুই কি করিতে আইলি ? ভবি মাঝে পড়িয়া করু৭tকে ছাড়াইয়া লইল, ও কহিল,"আমার প্রাণ থাকিতে কেমন তুমি করুণাকে অনুপের । বাটি হইতে বাহির করিতে পার দেখি !" নরেন্দ্র ভবিকে যতদূর প্রহার করিবার করিল ও অবশেষে শাসাইয়া গেল যে পুলিষে খবর পাঠাইয়া দিইগে।’ ভবি কহিল "ইহাতে আর মগের মুলুক নহে " নরেন্দ্র চলিয়া গেলে পর, করুণ ভবির | গলা জড়াইয়া ধরিয়া কাদিতে কাদিতে কছিল “ভবি, আমাকে রাস্ত দেখাইয় দে, অামি চলিয়। যাই।” ভবি করুণাকে বুকে | টানিয়া লইয়া কহিল “সে কি মা, কোথায় যাইবে, আমি যত দিন বাচিয় আছি, তত দিন আর তোমাকে কোন ভাবনা ভাবিতে হইবে না।” বলিতে বলিতে ভবি কাদিয়! ফেলিল। করুণা আর একটি কথা বলিতে পারিল না, তাহার বিছানার উপর ঝাপা ইয়া পড়িল, বাহতে মুখ চাকিয় কাদিতে । লাগিল । সমস্ত দিন করুণ কিছু খাইল । না, ভবি আসিয়া কত সাধ্য-সাধনা করিল, { কিন্তু কোন মতে তাজাকে fরল না । ". ఙ్ఞ খাওয়াইতে পf: o