পাতা:ভারতী ১২৮৫.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী পেী সংসদ) দর্য্যের তেমন আকর্ষণী শক্তি ছিল না। সহসা তাহার সেই সৌন্দৰ্য্য কাহারে চক্ষে লাগিত কি না সন্দেহ ইহঁর দুইজনেই এলাহাবাদের মৃত ব্ৰাহ্ম তারাকান্ত মুখোপাধ্যায় নামক একজন প্রতিষ্ঠিত ব্যক্তির কন্যা। চারুশীলা বিবাহের পর হইতে স্বামীর সহিত আসিয়া বোম্বাই ছিলেন, সুশীল বাল্যকাল হইতেই পিত্রালয়ে বাস করিতেন । হঠাৎ সুশীলা এক দিন শুনিলেন যে বাণিজ্যে দেউলে হইয়া ভগিনীপতির মৃত্যু ತ್ವೇ, চারুশীলাও শয্যাগত হুইয়া পড়িয়াছে। শুনিয়া সুশীল বোম্বাই আসিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। কিন্তু বাঙ্গালির মেয়ে—একাকী এত দূর আসিতে সাহসী হইবে কি করিয়া ? স্বশীলার আর আপনার কেহই ছিল না। ভাগ্যে পূজার ছুটিতে তাছার দূর সম্পৰ্কীয় দেবর হিরণকুমার এলাহাবাদে বেড়াইতে আসিয়াছিলেন,তিনি স্বণীমার বিপদ দেখিয়৷ সঙ্গে করিয়া বোস্ব;ই লইয়া আসিলেন । কত দিন পরে সুজ দুই ভগিনীতে সাক্ষাৎ—সেই চতুর্দশ বর্ষ বয়ঃক্রমের সময় স্বামীর সহিত চারুশীলা বোম্বাই চলিয়া আসেন, তখন স্বশীল দশম বর্ষীয়া মাত্র। সেই অৰধি আর তাহদের দেখা সাক্ষাৎ হয় নাই। তাছার পর এই অলপ দিনের মধ্যে দুজনের জীবনে কত ঘটনা ঘটিয়াছে, কত পরিবর্তন হুইয়াছে ! সেই বিদায়ের সময় জীবনের সবে আরম্ভ মাত্র, তখন { জীবনে কতই মুখের আশা ছিল, ইহার | भएशाहे जरूल शब्राहेब्रट्छ, ऐशब्र भएक्षाहे

    • r****:r:

| কথা কহিতেছিলেন, সে সকল স্থলে ; বলা বাহুল্য মাত্র। অঙ্ক যুছিতে মুহিতে { একবার স্বশীল বাটীর সন্নিধানস্থ উদ্যানে:: দৃষ্টিপাত করিলেন-দেখিলেন উদ্যানে | দুইটি বালক বালিক খেলিতেছে। কিছু } দূরেহিরণকুমার দাড়াইয় তাহদের খেলা{ দেখিতেছেন। হিরণকুমার অষ্টাদশবর্ষীয়, } তাহার বর্ণ উজ্জ্বল, চক্ষু মুদীর্ঘ, দৃষ্টি শান্ত | অথচ জ্যোতিৰ্ম্ময়। যৌবনের প্রাকাঙ্গে ! যে সকল মনের গুণ ক্ষুদ্ধি পাইয়া{ মানুষের বাহ প্রকৃতিকেও স্ফৰ্ত্তিময় | করিয়া তোলে, সেই সকল গুণের প্রাচুর্য বশতঃ যেন হিরণকুমারের মুখে, তাহার } সমস্ত শরীরে একটি অলৌকিক তেজের } ভাব প্রকাশ পাইতেছিল। দ্বিীপপুঞ্জ দেখিলেন বালকটি কখনো কোদাল লইয়া মাটি কাটিতে দৌড়িয়া গাছের কোন শুষ্ক শাখা ভাঙ্কি তেছে, কখনও বা কোন জল-পাত্র হণ্ডে । লইয়া ফুল গাছের গোড়ায় जन घ्राजि-] তেছে। বালকটি দশমবর্ষীয়, শরীর ক্ষু | গোল স্বঠাম হৃষ্টপুষ্ট, মুখাবয়ব স্বম্বৰ । কৃষ্ণ ক্রযুগের নীচে চঞ্চল চক্ষুদ্বপ্ন ৱেষ্ট্র জ্বলিতেছে কুঞ্চিত কেশরাশি উন্নত । বেষ্টন করিয়া তাহার,গরিমা বৃদ্ধি" তেছে। মুখশ্ৰী দেখিলে বালকটিকে उँजोच्नप्झङ, यव१ কিছু উজ্জতুগৃষ্ঠা