পাতা:ভারতী ১২৮৫.djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ു. গোমন্য_ ੋ। বিজয়ের মুখ দেখিতে হবে না, শুনিতে হবে না সে নাম আর, চলিলাম এই গরবের তেজে, বিষাদের কোন ধারি না ধার। " বলিয়ে বি জয়-সতেজ হৃদয়, ছাড়িল কুটির পলক-পরে, দামিনীর পানে নাহি চাহি অীর চলিল নিজেরি গরব-ভরে । চলিল আপন গরবেরি ভরে, • যেখানে ধ্বষ্টিছে সাগর ঢেউ, যেখানে কাদি ল নয়ন- ৈহরী দেখিতে কতু না পাইবে কেউ ! সেই খানে আসি অভাগ বিজয়, সেই সে বিজন সাগর-কুলে, ভাবিয়ে হৃদয়ে দামিনীর কথা, কাদিতে লাগিল আপন ভুলে ! কাদিতে লাগিল খুলিয়ে পরাণ, কাঁদতে লাগিল অযুত ধাৱে,— “ আমার দামিনী, সোনার দামিনী, চলিমু কোথায় ফেলিয়ে তারে হৃদয়ের ধন, সরবস্ব ধন, মৃত-সঞ্জীবনী স্নেহের লতা, থাকৃ—মুখে থাকৃ—আমি ত বিজয় চলিচু-চলিমু কে জানে কোথা ! এই যে সাগর—অগাধ—অপার, সমুখে গড়ায় গরব-ভরে— প্রবেশি কি তায় জুড়াৱ হৃদয়— জুড়াব হৃদয় জনম-তরে ?”— কহিয়ে বিজয় ভাবিতে লাগিল, উঠায়ে প্রলয় মরম-তলে, ” কখনো অনল ছুটিছে নয়নে, আবার অনল নিভিছেজলে । কতু মোদে আঁখি, উদ্ধে কভু চায়, কতু বা নয়ন পড়িছে ঢলে,

  • . উচ্চৈঃস্বরে শেষে গভীর বিজনে কহিতে লাগিল আপনা-ভুলে—

“ কেনই মরিব, কেনই ডুবিব অপার—অগাধ সাগর-জলে, জনমের সাধ, জীবনের সাধ সুব(ই) কি ফুরালো এ মহীতলে ? μ “নাহি কি বাসন –নাহি কি রে আশা, । হেরিতে সেই সে দামিনী-মুখ ? | নাহি কি বাসন, নাহি করে আশা, { কখনো জুড়িবে এ ভাঙ্গা বুক ? : " . . . . অয়ি চন্দ্র তারা, অয়ি বিভাবরি ! অয়ি লীলাময় শীতল বায় ! অয়ি তরঙ্কিত অতল সাগর— । দেৰি বস্থদ্ধয়ে—জননী-প্রায়— ; সাক্ষা করি এই তোমাদেরে সৰে o # বামের হাত হৃদয়ে রাখি— । বলিতেছে শুন অভাগ৷ বিজয় অনলে উজল করিয়ে আঁখি