পাতা:ভারতী ১২৮৫.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| - ভারতী পেী ১৯৮৫ ) আমি যে আমি সে—এমনি রহিব, যতন কেবল যাতনাময়, মরম-বিজনে গভীর গোপণে থাকিতেই মম বাসনা হয়। যাও তবে দেবী, যেথা তব কায, অভাগীর কথা ভেবে মা মনে, য। হুই তা হই যেখানেই রই— নিজের এ মন নিজেরি সনে ৷” ఖీ সে কি কভু হয় ” কহিল রোহিণী, “আয় বড় আয় আমার কাছে, তা;মি দে য়ে মীর জননী সমান, কহ রে কি জ্বালা হৃদয়ে আছে । মথুরা ছড়িয়ে হেথায় আসিয়ে কাহার কুটীরে করিলে বাস ? কোথায় ঢোলে ছু-কিসেরি কারণে ফেলিছ অমল গভীর শ্বাস ?” এদিক ওদিক নেহারি বিজয়, কহিল বিজয় rগণেক পরেই-- “ দেবী মহামায, দেবতা সমান, আছিলাম আমি তা হারি ঘরে । fক জানি কি ভাবি মহামায়া-দেবী কুটীরে থাকিতে দিল না আর, দামিনী-দামিনী—উঃ—সে দামিনীদেখিতে পাব ন! শ্ৰীমুখ তার ! দেখিতে পাব না শ্ৰীমুখ তাহার, শুনিতে পার না মধুর স্বর, সাগরসঙ্গমে । রোহিণী—রোহিণী—থাকুক ও কথা, চলিলাম এই তাপস-ঘর ” ইনিয়ে বিনিয়ে কহিল রোহিণী, অর্ণচলে মুছায়ে বিজয় আখি, “ পাগল বিজয় ! এখনো যে তোর, জ্ঞানের উদয় হোল ন! দেখি— মহামায় তোরে করেছে বারণ প্রবেশিতে র্তার কুটার দ্বার ? যাক সে দাসিনী, যাক মহামায়া, তাদের কি তুই ধারিস ধার ? দেবী মহামায়া কপটের শেষ, ভড়ঙ্গে কেবল ভুলাতে পারে, চপল দামিনী চপল-হৃদয়া, ম্পকসের কি দুঃখ তাহারি তরে ? এস এস বাছ আমার কুটীরে, ওদের সহিত কি তব কাজ, প্রতাপের শোকে ভাঙ্গা এ হৃদয়, তোরে হেরে আরো ভাঙ্গিল আজ-- ওই মহামায়, ভাল জানি তায়, - রীত দেখে পতি দিল ন স্থান, | দামিনীর পিতা কেবা-কে তা জানে ? : নাবালক তুমি শ্বি দিব জ্ঞান ? " " ; o “ নাবালক আমি—কিব জ্ঞান দিৰে । রোহিণী—রোহিণী—থাক সে জ্ঞান, : আমার দামিনী অামারি দামিনী, দোষেও আমার হৃদয়-প্রাণ t